বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি ছবি অঙ্কন করতে অনেক পছন্দ করি কারণ ছবি অঙ্কনের মাধ্যমে আমার অবসর সময়টা খুবই সুন্দরভাবে পার করতে পারি । ছবি অঙ্কন এর মাধ্যমে আমায় অনেক আনন্দ উপভোগ করি বিশেষ করে ছবি অংকন করার পর রং দিয়ে ফুটিয়ে তুললে তা এক জীবন্ত রূপ ধারণ করে এটি আমার বেশ ভালো লাগে। প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য আমি আমার ছবির মাধ্যমে তুলে ধরতে চেয়েছি আজকে। আজকে আপনাদের মাঝে আমি চমৎকার একটি গণ জঙ্গলের সৌন্দর্যের ছবি অংকন নিয়ে এসেছি। প্রাকৃতিক সৌন্দর্য আমার সব সময় ভালো লাগে তাই আমি মাঝে মধ্যেই আমার অংকনের প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে চাই। আমি আজকে জল রং দিয়ে এই পুরো ছবিটি আর্ট করেছি। আমরা সকলেই কমবেশি ছবি আর্ট করতে পারি তবে কিছু কিছু আর্ট দেখলে মনে হয় যে একটি প্রাকৃতির জীবন্ত রূপ। আমি অন্যদের ছবি দেখতে যেমন ভালোবাসি তেমনি নিজেও চেষ্টা করে সুন্দর কিছু তৈরি করার।
সাদা কাগজ
জল রং
তুলি
প্রথমে আমি কালো রং দিয়ে কিছু গাছ আর্ট করে দিলাম ও তার উপরের অংশ হলুদ রং ও একটু নিচে সবুজ রং করে দিলাম।
এবার সবুজ রং দিয়ে বাকি অংশটুকু রং করে দিলাম ও মাঝখানের কিছু অংশ ফাঁকা রেখে দিলাম।
এবার আমি কালো রং দিয়ে গাছগুলো আর্ট করে তা সুন্দর করে ফুটিয়ে তুললাম ও গাছের ফাঁকে ফাঁকে হালকা একটু সাদা রং দিয়ে দিলাম।
মাঝখানে যেয়ে পাকা অংশ রেখেছি তা রং দিয়ে সুন্দর একটি রাস্তা তৈরি করে নিলাম ও গাছের উপরে সবুজ রং দিয়ে অনেকগুলো পাতা আর্ট করে দিলাম। সবার শেষে আমি মাঝখানে কিছু ফুল আর্ট করে আমার অংকনটি এখানেই শেষ করলাম।
ছবি আর্ট করাটা সবারই পছন্দের একটি কাজ নয় তবে অনেকে এটি পছন্দ করে। আমি ছবি আর্ট করতে বেশ ভালোবাসি তাই আমি সব সময় চেষ্টা করি নতুন কিছু আর্ট করার। জলরঙের ছবি আর দেখতে বেশ ভালো লাগে এটি দেখতে অনেক বেশি সুন্দর হয়। আজকে আমি এই আর্টটি জল রং দিয়ে করেছি খুব সহজে। তো বন্ধুরা আজকে আমার আর্ট করা প্রাকৃতির এই অপরূপ সৌন্দর্যের অংকনটি আপনাদের সবার মাঝে তুলে ধরলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।