স্টিমিটের বন্ধুরা,
আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আমি আজকে খুবই কমন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে কিছু ব্যক্তিগত মতামত উপস্থাপন করব আশা করি আপনাদের পড়তে ভালো লাগবে।
অভাব অভাব অভাব এটা এমন একটা বিষয় যা আমরা এই দুনিয়ার সকল মানুষে এর সাথে পরিচিত। আমরা কথায় কথায় বলি আমি খুব অভাবে আছি। আমার মতে এমন কোন লোক নেই যে এই কথাটা বলে নাই। আসলে একেক জনের অভাব একেক রকম, কারো কোটি টাকার অভাব, কারো লাখ টাকার অভাব, কারো বা হাজার টাকার অভাব, কেউবা আবার দিনে এক বেলা খেতে না পারার অভাব, কারো আবার ভালবাসার অভাব। আসলে এটা একটা উদাহরণ দিলাম মাত্র এভাবে বলে কিন্তু শেষ করা যাবে না মানুষের অভাবের যে কি চাহিদা।
বাস্তবিক পক্ষে চিন্তা করলে কি বিচিত্র এই দুনিয়া কেউ খুব আরাম-আয়েশ করে তার দিন কেটে যাচ্ছে কেউ আবার এই ঘন কুয়াশার রাতে মাথা টুকু রাখার বা রাত্রি যাপন করার মত জায়গাটুকু তার নাই, রাস্তাঘাটে শুয়ে থাকে। আসলে ভাবলেই অনেক কিছুই করতে ইচ্ছা জাগে কিন্তু ইচ্ছা জাগলে কি আর হবে, সবকিছু করতে সামর্থ্য লাগবে। আমরা অবশ্য অনেকের সামর্থ্য আছে তারপরও চেষ্টা করি না। আবার অনেকে এটাও ভাবি যে সামর্থ্য নেই যদি হত তাহলে অনেক কিছু করে ফেলতাম। কিন্তু যখন দেখা যায় সামর্থ্য হয় বা আল্লাহতালা তাকে সামর্থ্য দেয় সেই জিনিসটা সে ভুলে যায় এই হল আমাদের বিচিত্র দুনিয়া, আর বিচিত্র রকমের মানুষ আমরা। যদি এ বিষয়টি কারো সাথে মিলে যায় আমি দুঃখিত আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি এ বিষয়টা।
আসলে এই অভাব নিয়ে এত কিছু লেখার পিছনে একটি কারণ হল আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতে ছোট গল্প একটি গল্প বলবো। তাহলে বন্ধুরা চলুন গল্পটি শুরু করা যাক।
অনেকদিন আগের কথা। আমি একদিন এক বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলাম বলতে পারেন আমার খুব দূরের সম্পর্কের এক বান্ধবীর বিয়েতে। অনেক আগে থেকেই পরিচয় কিন্তু তেমন একটা আলাপ আলোচনা হয় না। হঠাৎ একদিন কথা হল অনেকদিন পর দেখা হল সব মিলিয়ে তার বিয়ের দাওয়াত পেয়ে গেলাম তো সেই জন্যই কাছাকাছি হওয়াতে গিয়েছিলাম। আসলে আমরা মানুষ আমাদের সম্পর্কগুলো এমনই। একটু দূরে চলে গেলে আমরা একজন আরেকজনকে ভুলে যাই, কাছাকাছি থাকলে হয়তো এই সম্পর্কটা বজায় থাকে। কিন্তু আমাদের সাংসারিক পারিবারিক এত ব্যস্ততার মাঝে এ বিষয়গুলোকে ঠিক রাখা খুব কঠিন হয়ে পড়ে।
তো সেদিন বিয়ের অনুষ্ঠানে আমার ঔ বান্ধবীর বাবার এক বন্ধু তাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এসেছিল শুনেছি সে অনেক বিত্তবান। দামি গাড়ি এবং তার স্ত্রী বাচ্চারা অনেক হাই লেভেলের বা হাই সোসাইটির বলতে পারেন, দেখতে আসলে বোঝা যায় তাদের। আমি আমার বান্ধবীর পাশে বসে রয়েছি তো তারা পাশাপাশি বসে ওই লোকটি তার আরেক বন্ধুর সাথে কথা বলছে। পাশাপাশি থাকাতে মোটামুটি তাদের কথাগুলো শোনা যাচ্ছিল। তাদের কথোপকথনে যেটা বুঝলাম তারা অনেক পুরাতন বন্ধু অনেকদিন পর তাদের দেখা হয়েছে। মোটামুটি সব বিষয়ে তারা কমবেশি আলোচনা করছে।
আমার কাছে যে বিষয়টি একটু ইন্টারেস্টিং লেগেছে সেটাই হলো বৃত্তবান লোকটি বলছে কি অবস্থা বন্ধু তোমার কি খবর? তখন বন্ধু উত্তর দিলো আলহামদুলিল্লাহ ভালো আছি, তোর কি অবস্থা? তখন বন্ধু বললো নারে বন্ধু খুব একটা ভালো নেই। তখন তার বন্ধু বলল কেন কি হয়েছে? তো সেই লোকটি বলছে আমি না খুব অভাবে আছি? এই কথা শুনে রীতিমতো তার বন্ধু তো আকাশ থেকে পড়ল এবং সে বলল কি বলস যেখানে তুই কোটি কোটি টাকার মালিক সেখানে তুই অভাবে আছিস। তাইলে আমরা কি বলবো? তখন বৃত্তবান লোকটি বলল দেখো বন্ধু তুমি তোমার জায়গায় তোমার মত করে অভাবে আছো, আমি আমার জায়গা থেকে অভাবে আছি। তখন তার বন্ধু তাকে বলল ভাই এই বিষয়টি বুঝতে পারলাম না একটু বুঝিয়ে বল।
তখন বৃত্তবান লোকটি বলল দেখো ভাই আমি কোটি কোটি টাকার মালিক এটা ঠিক আছে কিন্তু মিস্টার বোস সে যে কয়েক বিলিয়ন ডলারের মালিক আমি তো তার চাইতে অনেক অভাবেই আছি। যতদিন আমি তার জায়গায় পৌঁছাতে না পারবো আমি আমাকে অভাবী বলবো তাই না? এই কথাটি শুনে তার বন্ধু রীতিমত অজ্ঞান হওয়ার অবস্থা। এই বিষয়টি শোনার পর আপনারা কে কি বলবেন মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না।
আমার পোস্টে আপনার মূল্যবান সময় দয়া করে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদান্তে
@sanuu
"
Curated By - @deepak94
Curation Team - Team Newcomer ."
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার গল্প পড়ে আমার এটাই মনে হলো যে সেই ধনী ব্যক্তির মধ্যে শুকরিয়া বোধ নেই। তার এই অভাব মৃত্যুর আগে শেষ হবে না। ধন্যবাদ অন্য রকম একটি বিষয়ের উপস্থাপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি পড়ে খুবই গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.
Determination of Club NC Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আমি তো বার্নস্টিম সাপোর্টকে ২৫% বেনেফিশিয়ারি দিয়েছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you very much for presenting a beautiful post about 'lack' to all of us. We are living with poverty and our Bangladesh is a poor country. Lack of it often leads to various problems. And many wishes and aspirations of the family fail to be fulfilled.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit