আসসালামু আলাইকুম।আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভাল আছি। আপনারা সবাই জানেন সময় অসময়ে বাংলাদেশে অনেক অতিথি পাখি ঘুরতে আসে।তাদের সৌন্দর্য আমাদের সবাইকে মুগ্ধ করে। আজ আমি নাম না জানা দুটি অতিথি পাখির ছবি অংকন করতে যাচ্ছি। আশা করি আমার অংকনটি আপনাদের ভাল লাগবে।
**আমি এই অংকনটি করতে ব্যবহার করেছি। **
- রুল,
- রাবার,
- স্কেল
- রং পেন্সিল
- সাদা কাগজ।
প্রথম ধাপ :প্রথমে আমি সাদা কাগজের ওপরে একটি লাভ আঁকিয়ে নিয়েছি। তারপরে দুইপাশ দিয়ে দুইটা দাগ দিয়ে নিয়েছি।
দ্বিতীয় ধাপ : দুই পাশের দাগ দুইটি দিয়ে আমি পাখির মুখ আঁকিয়েছি। মুখের মধ্যে আমি চোখ এবং ঠোট আঁকিয়েছি।
তৃতীয় ধাপ : তারপরে আমি পাখি দুইটার লেজ আঁকিয়েছি। এবং পাখার মধ্যে পেন্সিল দিয়ে ফোঁটা ফোটা পেন্সিলের দাগ দিয়েছি।
চতুর্থ ধাপ :পাখি দুইটির লেজের নিচ দিয়ে আমি একটি বড় ডাল আঁকিয়েছি। ডালটির মাথার দিকে আমি একগুচ্ছ পাতা আঁকিয়েছি।
পঞ্চম ধাপ :ছবিটি সম্পূর্ণ আঁকানোর পরে আমি ছবিটির উপরে রং পেন্সিল দিয়ে রং করেছি। পাখি দুইটি আমি হলুদ কালারের রং করেছি।কারণ পাখি দুইটা দেখতে হলুদ কালারের ছিল। এবং লেজ দুইটার নিচে টিয়া কালারের রং দিয়েছি। এবং পাখা দুইটাও টিয়া কালার। আমি ডালটি রং করে নিয়েছি কাট কালারের। পাতার রং করেছি সবুজ কালারের। এভাবে আমি পাখি দুইটার ছবিটি অঙ্কন করেছি।
আমাদের বাংলাদেশ ছয় ঋতুর দেশ। ঋতুর সাথে সাথে আমাদের দেশে বিভিন্ন ধরনের অতিথি পাখি আসে। আমি এই পাখি দুইটা একটি বাগানের মধ্যে দেখেছিলাম। আমি পাখি দুইটা দেখে ছবি আঁকানোর চেষ্টা করেছি।এবং ধাপে ধাপে সেটি শেয়ার করেছি। আশা করি আমার এই অতিথি পাখির ছবি দেখে আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলে আমি আরো সুন্দর সুন্দর ছবি আঁকানোর চেষ্টা করব। আপনাদের মাঝে শেয়ার করব। অতিথি পাখির ছবি দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে মন্তব্য করবেন। আজ এ পর্যন্তই। আগামী দিনে আমি আরো সুন্দর একটি ছবি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি।
সমাপ্ত |
---|
Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi, Greetings, Good to see you Here:)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit