আমার আনন্দময় কিছু মহূর্ত | @sha04

in hive-170554 •  2 years ago 

সকল ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আমার আনন্দময় মহূর্ত সম্পর্কে লিখবো, ইনশাল্লাহ।

PXL_20221028_150926606.jpg

আমি গতকাল ২৮অক্টোবর, আমার প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ গিয়েছিলাম। আমার যাওয়ার একদম প্লানিং ছিল না। আমার বন্ধু আমাকে আগের দিন বলে রেখেছিল যে, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে লাগবে। সেখানেই মন্ত্রীমহোদয় আসবে। এবং মন্ত্রী মহোদয় সেখানে মূল্যবান বক্তৃতা দেবে। আমরা সেখানে উপস্থিত হব। আমি তাকে আশা দিয়েছিলাম এবং বলেছিলাম ইনশাল্লাহ আমি যাব।

PXL_20221028_150937085.jpg

তারপর গতকাল শুক্রবার ছিল। শুক্রবার নামাজ পড়ে এসে আমি আমার ফোন থেকে তাঁর এসএমএস দেওয়া দেখলাম। এবং তাকে জানালাম যে সে কি সত্যিই আমেনা-বাকি শিক্ষা প্রতিষ্ঠানে যাবে কিনা? সে আমাকে নিশ্চিত করল যে, বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান খুব কাছাকাছি অবস্থান করছে।

PXL_20221028_150919524.jpg

আমাকে যাওয়ার জন্য সে তাগাদা দিচ্ছে। তাকে বললাম যে, সবাই কি আসবে আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে? সে আমাকে জানালো সবাই নাকি আসবে। আমি ভাবলাম সবাই আসবে। আমি রওনা হলাম অনেক আনন্দ হবে একথা ভেবে। যাওয়ার জন্য আমি কাপড় পরিধান করলাম। এবং সেখানে যার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং সেখানে গেলাম।

IMG_20221028_142910.jpg

সেখানে গিয়ে দেখি, সবাই উপস্থিত হয়েছে। আমি হয়তো একটু আমি দেরি করে ফেলেছি, সেখানে উপস্থিত হতে। তবে দেরি হওয়াটা অস্বাভাবিক ছিলনা। কারণ দিনটা ছিল শুক্রবার। শুক্রবার এমনিতেই দেরি হয়ে যায় কারণ শুক্রবারে মুসলিমদের সাপ্তাহিক ঈদ। আমাদের নামাজ আদায় করতে হয়। তাই আমিও নামাজ আদায় করে নিলাম। এই জন্য সেখানে পৌঁছাতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল। সেখানে পৌঁছাতেই আমাদের সবাইকে একটি করে বিরিয়ানির প্যাকেট দিয়েছিল।

IMG_20221028_143016.jpg

বিরিয়ানির প্যাকেট ছিল অসাধারণ। আমাকে খুব সুন্দর লেগেছিলো। তারপর নিয়ে ডাইনিং টেবিলে বিরিয়ানি খাওয়া শেষ করলাম। আমার কাছে সেটা অসাধারণ লেগেছিল এবং ভাল রান্না করেছিলো। পরিমানেও ভালোই দিয়েছিলো। তারা বিরিয়ানির প্যাকেটে খাসির মাংস, সিদ্ধ করা ডিম এবং আলু দিয়েছিল। বিরানি গুলো ছিল একটু ভালো কারণ এরকম অনুষ্ঠানে সাধারণত নিম্নমানের খাবার দেয়। তারা মোটামুটি একটি ভাল মানের খাবার দিয়েছিলো। খাবারের রান্না করাটা সুন্দর হয়েছিল।

IMG_20221028_150421.jpg

আবার খাবারের সাথে একটি করে পানির বোতল দিয়েছিল। যেটা ছিলো বিশুদ্ধ পানির বোতল। এটি আমার কাছে চমৎকার লেগেছে। অন্য অনুষ্ঠানে দেখা যায় যে বিশুদ্ধ পানির বোতল দেয় না। এতে করে পানির সংকটে পড়তে হয়। এটি আমার কাছে ভালো লেগেছে। আমরা কয়েকজন বন্ধু গিয়েছিলাম। তখন আমরা সবাই মিলে সেগুলো খাওয়া শুরু করলাম। ওটা খাবার শেষ করার পরে একটু রেস্ট নিলাম। অনুষ্ঠানের দিকে রওনা করেছিলাম। আমরা সেখানে একটু ভাষণ শুনে, ক্লাসরুমে গিয়ে লুডু খেলতে ছিলাম। অনেকক্ষণ মিলে বিশ্রাম নিয়ে সন্ধ্যার আগে সেখানে থেকে চলে এসেছিলাম।

সকল ছবির লোকেশন- https://w3w.co/afterbirth.dodged.trance

আমার ব্লগটি পড়ার জন্য জানাই অনেক ধন্যবাদ, @sha04

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you for sharing the post, improve the quality of your post and stay original and avoid plagiarism. Please up vote and comment each other increase engagement. try to use right mark down and join @steemitblog #burnsteem25 project @null 25%. try to right way photo .best of luck.

DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25NO
Voting CSI8.8 ( 1.59 % self, 63 upvotes, 53 accounts, last 7d )
Period29/10/22
Transfer to VestingPowerUp : 4.810 STEEM
Cash Out
0.770 STEEM
ResultClub5050

Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application

বিরিয়ানি দেখতে ভালো লাগছে আমার খেতে ইচ্ছে করছে।

চলে আসেন ভাই🥰 দিনাজপুর

যাবো অবশ্যই যাবো ভাইয়া।

@mostofajaman সম্মানিত ভাই, অত্যান্ত দুঃখের সাথে বলছি যে আমি গত অনেক দিন ধরেই Steem for Bangladesh কমিউনিটিতে পোস্ট করছি। আমি কোনো বোম্বিং সাপোর্ট পাচ্ছি না। আমি এসব লক্ষ্য করে পোস্ট করা দুইদিন থেকে বন্ধ করেছি। আশা করেছিলাম নিজস্ব দেশের কমিউনিটিতে পোস্ট করবো, ভালো একটা ফলাফল পাবো নতুন সদস্য হিশেবে। কিন্তু আমি পাচ্ছি না। এমন চলতে থাকলে হয়তো আমার এই কমিউনিটিতে পোস্ট করতে মানষিক শক্তি হারিয়ে ফেলবো।

যে পোস্ট গুলো তে সবাই সাপোর্ট পাচ্ছে সেই পোস্ট গুলো করুন। কাজ করুন কেউ আমাদের বাইরে না। সবাই আমরা এক। প্রতিদিন পোস্ট করুন। আমাদের সীমাবদ্ধতা আছে যেগুলো আমাদের মেইনটেইন করতে হয়।

@mostofajaman ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।