আপনার গুরুত্বপূর্ণ তথ্যের জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ৷ অবশ্যই আমি আপনার উল্লেখিত শর্ত মেনে পোস্ট করার চেষ্টা করবো এবং নির্দেশিত সকল নিয়ম জেনে নেবো৷
বিঃদ্রঃ তবে আমি প্রায় ৬ দিন আগে newcomers community তে নিজেকে ভেরিফাইড করার জন্যে পোস্ট করেছি৷ তবে বুঝতে পারতেছিনা অনেকের ভেরিফিকেশন ২-৩ দিনের ভেতর হলেও আমার কেন হচ্ছে না? অনুগ্রহ করে যদি আপনি আমার Achievement পোস্টটি চেক করে আমার ভুলটি এবং কেন হচ্ছে না ভেরিফাইড তা জানাতেন খুব খুব উপকৃত হতাম।
ধন্যবাদ
আমি আপনার এচিভমেন্ট ওয়ান পোস্টটি দেখেছি। আপনি যে ইউজারের রেফারেন্স নিয়ে এই প্লাটফর্মে আপনার পরিচিতি পোস্ট করেছেন তিনি গত পাঁচ মাস যাবত এই প্লাটফর্মে ইনএক্টিভ । আপনার সেই পোস্টে নিউ কামার টিমের গ্রিটার, বাংলাদেশের এস আর এবং এই কমিউনিটির এডমিন দেখেছেন এবং তিনি মন্তব্য করেছেন আপনাকে নিয়মিত পোস্ট পাবলিশ করার জন্য। আপনার আইডি ও পোস্ট অবজারভেশনে রেখেছেন এবং পরবর্তীতে আপনাকে সে অনুযায়ী ভেরিফাই ট্যাগ দিবেন। আপনি আমাদের স্টিম ফর বাংলাদেশ কমিউনিটির ডিসকর্ডে যুক্ত হন এবং এখানে নিয়মিত পোস্ট করুন। আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। আরো কিছু জানার থাকলে ডিসকর্ড নক করুন। আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি যে ইউজারের রেফারেন্স নিয়ে এই প্লাটফর্মে এসেছি সে আমার দূর সম্পর্কের আত্মীয় এবং তিনি সম্ভবত ওনার পারিপার্শ্বিক ব্যস্ততার জন্যে আপাতত সময় দিতে পারছে না, যদিও তিনি তার আগে এক্টিভ সদস্য ছিলেন এবং অনেককে আগ্রহী করেছেন আমার মত৷ তবে ভাইয়া আমাকে নিশ্চিত করেছেন ওনি খুব দ্রুত ফিরে আসবেন৷ ওনি ৫ মাস যাবত ইনএক্টিভ এবং ওনার রেফারেন্স নিয়ে এই প্লাটফর্ম এ এসেছি বিধায় অবজারভেশনে আছি কিনা আমার জানা নেই৷ আমি আসলে বর্তমান অনেক নিয়ম সম্পর্কে জানি না তাই অহেতুক বিভ্রান্তিকর প্রশ্ন করি আপনাদের৷ দয়া করে এর জন্য ক্ষমা সুন্দর ভাবে দেখবেন। তবে আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে আমি ডিসকর্ড চ্যানেলে যুক্ত হয়ে নেবো এবং নিয়মিত পোস্ট করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো৷
আপনার মূল্যবান সময় এবং পরামর্শের জন্যে আন্তরিক ধন্যবাদ জানবেন৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit