আসসালামু আলাইকুম।
আমি @shariful42. From #Bangladesh.
কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে যেতে হবে বহুদূর,
তাইতো,শত ত্যাগেও লাগে সুমধুর।
হাই স্টিম বাসি আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিদায় ! বিদায় একটি চরম সত্য শব্দ । প্রতিটি মানুষকে একদিন না একদিন বিদায় নিতে হবে হোক সেটা মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় অথবা দুনিয়ার কোন কর্মস্থলে কোন কিছু পাওয়ার উদ্দেশ্যে অথবা সময়ের পালা বর্তনে উক্ত কর্মস্থল থেকে বিদায়।বিদায় কখনো সুখের হয় না আসলে কেউ কোনদিন বিদায় নিতে চায় না কিন্তু তাকে বিদায় নিতে হয় কারণ বিদায় চরম বাস্তবতা। বিদায়ের মাধ্যমে কেউ ধাবিত হয় তার কাঙ্ক্ষিত লক্ষ অর্জনের দিকে অথবা কেউ ধাবিত হয় কাঙ্খিত অর্জন শেষে পরিসমাপ্তির দিকে। সকল বিদায় কষ্টের কিন্তু এই কষ্টের মধ্যেও কিছু বিদায় মনে নিয়ে আসে অনেক প্রশান্তি, কিছু অর্জনের প্রশান্তি। হ্যাঁ বন্ধুরা আপনাদের মাঝে এ প্রশান্তির বিদায় সম্পর্কে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন আপনাদের সাথে তা শেয়ার করা যাক।
পড়াশোনা চলা অবস্থায় যখন সকল কিছু একটু একটু করে বুঝতে পারি। ক্যারিয়ার কি জানতে পারি। কিভাবে পড়াশোনা করলে ভালো ক্যারিয়ার গঠন করা যাবে। ঠিক তখন বুকের মধ্যে স্বপ্ন নিয়ে, কাঙ্খিত স্বপ্ন অর্জনে ভালোভাবে পড়াশোনা চালু করি। ক্যারিয়ার গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ ছিল মাধ্যমিক পরীক্ষা। আশা স্বরূপ ফলাফল না হলেও মাধ্যমিক পরীক্ষায় মোটামুটি ভালো ফলাফল আসে।উক্ত ফলাফল নিয়ে মোটামুটি ভালো একটা ডিপার্টমেন্টে ইঞ্জিনিয়ারিং সেক্টরে চান্স পেয়ে যাই। কাঙ্খিত লক্ষ্য অর্জনের জন্য বিদায় দিতে হল মাধ্যমিক সেক্টরের স্কুল জীবন, বিদায় দিতে হল মাধ্যমিক অঙ্গনের সকল বন্ধুবান্ধব। পাড়ি দিলাম স্বপ্ন অর্জনে আরেকটি নতুনধাপে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চান্স পেলাম ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে।
স্বপ্ন পূরণের উদ্দেশ্যে পাড়ি দিলাম নতুন শহরে। নতুন জায়গা, নতুন বন্ধুবান্ধব সব কিছুর সাথে মানিয়ে নিতে বেশ কিছু সময় লাগলো। ২০১৯ সালে শুরুর দিকে ঠাকুরগাও পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হই।বুকে অনেক স্বপ্ন ধারণ করে পড়াশুনা চালু করে দেই।ধীরে ধীরে সকল কিছু হয়ে ওঠে পরিচিত।সকল কিছুই নিজের করে নেই।কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে প্রতিটা সেমিস্টার এ আশা স্বরূপ ফলাফল আসতে থাকে। সবকিছু ভালোভাবে চলতে চলতে হুট করে কালবৈশাখী ঝড়ের মত হানা দেয় করোনা ভাইরাস। ভাইরাসের মারাত্মক প্রভাবে সবকিছুর জন্য এলোমেলো হয়ে গেছিল। বন্ধ হয়ে গিয়েছিল পড়াশোনা। একটা সময় তো মনে হয়েছিল সবকিছু যেন শেষ হয়ে গেল। যাই হোক আল্লাহর অশেষ রহমতে করোনা ভাইরাসের প্রকট কমতে আবারও পুনরায় ইনস্টিটিউট চালু হয়। আবারও আশা জাগে,আবারো আলোর মত করে জ্বলে ওঠে বুকে ধারণ করা স্বপ্নটা।
যাইহোক অনেক নাটকীয়তার মধ্য দিয়ে একটি, একটি সেমিস্টার করে ২০২৩ সালের শেষের দিকে শেষ হয় আরেকটি অধ্যায়ের। ডিপ্লোমা শেষ করাটা যেমন এক প্রশান্তির বিষয় ছিল অপরদিকে তেমন কষ্টেরও ছিল। কারণ ওই যে বিদায়! সকল কিছুর শেষে যে বিদায় নিতে হয়। দীর্ঘ চার বছরে এ সকল কিছু যেন রক্তের সাথে মিশে গিয়েছিল, হয়ে উঠেছিল আপন। বন্ধুবান্ধবের সাথে কাটানো স্মৃতি, কলেজে কাটানো চার চারটি বছরের স্মৃতি সকল কিছুই যে বিদায় জানাতে হবে। এ সকল বিষয় যেন অনেক কষ্টের। যাই হোক সকল বিষয়ের মধ্যেও বিদায় এ অনেকটা প্রশান্তি খুঁজে পাওয়া যায়। কারণ এ বিদায়ের মাধ্যমে কাঙ্খিত লক্ষ্য অর্জনে আরেকটি ধাপ এগিয়ে যাই। এ বিদায়ের মাধ্যমে অর্জিত হয় একটি মর্যাদা। গৌরব অর্জন হয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এর। এ সকল বিষয় এ বিদায়ের মাধ্যমে এক অন্যরকম প্রশান্তি পাওয়া যায়।তাইতো বিদায়ের সকল কষ্ট ত্যাগ করে কাঙ্খিত লক্ষ্য অর্জনের কথা চিন্তা করে এ বিদায় হয় মধুর, এ বিদায় হয় প্রশান্তির।
যাইহোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন পোস্টে নতুন কোন বিষয়ে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ।
https://x.com/SharifulIs73060/status/1881659212713111953?t=mcpuNV6czVE7ZwXfeOSzSw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit