আসসালামু আলাইকুম প্রিয় স্টিমিট পরিবার!সকলে কেমন আছেন?
আজ আমি কথা বলবো শৈশবের স্মৃতিবিজড়িত নদী চিত্রা নদী সম্পর্কে। চিত্রা নদী একটি গুরুত্বপূর্ণ নদী। চিত্রা নদীর বেহাল দশা ও নদীটির গুরুত্ব সম্পর্কে আপনাদের সকলকে অবগত করবো ইনশা-আল্লাহ।
চিত্রা নদী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য:-
বাংলাদেশ একটি নদী মাত্রিক দেশ। এদেশের মধ্য দিয়ে অসংখ্য নদী প্রবাহিত হয়েছে। তার মধ্যে চিত্রা নদী গুরুত্বপূর্ণ একটি নদী। নদীটি দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবস্থিত।নদীটি চুয়াডাঙ্গা ,ঝিনাইদহ, মাগুরা, এবং নড়াইল জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে নবগঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে।
স্মৃতিময় চিত্রা নদী :-
চিত্রা নদীর সাথে কাটানো অসংখ্য মূহুর্ত রয়েছে। তারমধ্যে উল্ল্যেখযোগ্য হলো:-
গোসল করা ও সাঁতার শেখা:-
শৈশবকালে যখন বর্ষার পানিতে চিত্রা নদী থৈ থৈ করতো ,তখন দলবেঁধে চলে যেতাম নদীতে গোসল করতে। একজন অপর জনকে সাঁতার কাটতে শেখাতাম।কখনো কখনো সাঁতার দিয়ে এপার থেকে ওপারে চলে যেতাম।
মাছধরা:-
ছেলে বেলায় বন্ধুরা মিলে চলে যেতাম নদীতে মাছ ধরতে।এটা ছিল জীবনের সোনালী সময়।
চিত্রা নদীর বর্তমান শোচনীয় অবস্থা:-
চিত্রা নদী একসময় ছিল প্রাণবন্ত।ছিল স্রোতের সাথে ঢেউয়ের গর্জন।
কিন্তু ! বিশেষ কিছু কারণে নদীটি বর্তমানে মৃতপ্রায়। নিম্নে কয়েকটি কারণ উল্লেখ করা হলো:-
১.বসতবাড়ি নির্মাণ:-
নদীর কিনারে বসতবাড়ি নির্মাণ করতে নদী ভরাট করা হয় এবং বসতবাড়ি নির্মিত হয়।
২.আবর্জনা:-
পানি উন্নয়ন বোর্ডের নিয়মিত তদারকি না করায় নদীর বুকে আবর্জনা ফেলার কারণে নদীটি মরে গেছে।
৩.কলকারখানা নির্মাণ:-
নদীর বুকে গড়ে উঠেছে অসংখ্য কলকারখানা।যার ফলে নদীটি নষ্ট হয়ে গেছে।
উত্তরণের উপায়:-
এহেন পরিস্থিতিতে নদীটি বাঁচাতে যে কাজটি করা যেতে পারে:-
নদী খনন:-
নদীটি বাঁচাতে সরকারীভাবে উদ্যোগ নিয়ে খননের মাধ্যমে নদীটি বাঁচানো যাবে।
"সকলকে ধন্যবাদ"
হ্যালো @shihabuddin48, আমাদের কমিউনিটিতে আপনার মূল্যবান পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের কমিউনিটিতে Crypto রিলেটেড পোস্ট, thediarygame, art/drawing, Papercraft, Photography, Travel, Recipe & কমিউনিটির কনটেস্ট পোস্টগুলোকে বেশি গুরুত্ব সহকারে দেখি। কাজেই আমি আপনাকে অনুরোধ করবো এসকল পোস্টের যেগুলো আপনি পারের সেই পোস্টগুলো আপনি আমাদের মাঝে শেয়ার করেন।
বিস্তারিত জানতে আমাদের কমিউনিটি ডিসকর্ড সার্ভারের সাথে যুক্ত হন : https://discord.gg/Yr3HKtD9S8
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit