আসসালামু আলাইকুম প্রিয় স্টিমিট বন্ধুগণ! সবাই কেমন আছেন? আশা করছি মহান রবের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন।
আলহামদুলিল্লাহ! মহান রবের কৃপায় আমিও ভালো আছি।
প্রিয় বন্ধুগণ!
আজ আমি কথা বলবো শৈশবের স্মৃতিবিজড়িত কিছু খেলা নিয়ে এবং শৈশবের সেকাল বনাম একাল সম্বন্ধে।
বলছিলাম ৯০ দশকের শুরুর দিকের কথা!
৯০ দশকে জন্ম নেওয়া মানুষগুলো একটি সোনালী অধ্যায় অতিবাহিত করেছেন।
তাঁদের শৈশব ছিলো গল্প শোনাবার মতো একটি অধ্যায়।
এই আমিই!
৯০ দশকের শুরুর দিকের মহান রবের কৃপায় দুনিয়ায় এসেছি।
আমার মনে আছে এমন অনেক স্মৃতি যা এই প্রজন্মকে দেখলে সেগুলো মনে পড়ে যায়। মনের মাঝে সৃষ্টি হয় এক অনাবিল আনন্দ, এই ভেবে যে, আমরা একটি সোনালী সময়ে শৈশবকাল পার করেছি।
আমরা!
আমাদের শৈশবকাল কেটেছে পড়া-লেখার পাশাপাশি খেলাধুলার মধ্য দিয়ে।
কিন্তু!
বর্তমান প্রজন্ম খেলাধুলা ছেড়ে মোবাইলে আসক্ত হয়েছে বেশি।ফলে একেকজন বিকারগ্রস্ত হয়ে গড়ে উঠছে।এমন একটি অসুস্থ প্রজন্ম থেকে সুস্থ প্রজন্ম তৈরিতে আমার প্রতিষ্ঠানে বাচ্চাদের জন্য রয়েছে পড়া-লেখার পাশাপাশি বাধ্যতামূলক খেলাধুলা করার নির্দেশ।
গবেষকদের মতে,
শৈশবের শিক্ষা হলো পাথরে খোদাই করার মতো, যা সারা জীবন থেকে যায়।
শৈশব পরবর্তী শিক্ষা হলো পানিতে দাগ কাটার মতো, যা খুব সহজে মিশিয়ে যায়।