আসসালামু আলাইকুম প্রিয় Steem For Bangladesh পরিবারের সদস্যগণ! সবাই কেমন আছেন? আশা করছি মহান রবের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ মহান রবের কৃপায় আমিও ভালো আছি।আজ আমি আপনাদের সাথে "গ্রামাঞ্চলের আদালত খ্যাত চায়ের দোকান"সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
শহরের মানুষগুলো ব্যস্ত সময় পার করার কারণে চায়ের দোকানে শুধুমাত্র চা পান করা ছাড়া বসতে পারেন না। কিন্তু গ্রামাঞ্চলের চায়ের দোকানের চিত্র একেবারেই ভিন্ন। গ্রামের মানুষগুলো সামান্য সময় পেলেই চায়ের দোকানে আড্ডা জমায়।
কেননা, গ্রামাঞ্চলের চায়ের দোকানগুলোতে বেশি বেশি পণ্য বিক্রয়ের আশায় রাখা হয় তাস খেলার আসরসহ অন্যান্য খেলা। সেখানে আপনি সারাদিন সময় পার করলেও আপনাকে কেউ কিছুই বলবেনা।
গ্রামাঞ্চলের চায়ের দোকানগুলো হচ্ছে মনের সমস্ত আবেগ ঝেড়ে ফেলার কেন্দ্রবিন্দু।
গ্রামের চায়ের দোকানকে "গ্রাম্য আদালত " বলার কারণ হলো! এখানে বসে অলস মানুষগুলো নিজের কাজ বন্ধ রেখে অন্যের দোষ বর্ণনায় ব্যস্ত থাকে। বেশিরভাগ ক্ষেত্রে অপ্রয়োজনীয় বিষয়ে আলোচনা হয় সবচেয়ে বেশি।বাস্তবে কোন ক্ষমতা না থাকলেও চায়ের দোকানে একে অপরকে কথার মাধ্যমে ক্ষমতা জাহির করে থাকে। গ্রামের সহজ-সরল মানুষ নিয়ে যারা চায়ের দোকানে বাজে সময় পার করেনা, তাঁদেরকে নিয়ে সমালোচনা করা হয়।
এমনকি রাষ্ট্রীয় ক্ষমতায় যারা দায়িত্ব পালনে ব্যস্ত, তাঁদেরকে নিয়েও সমালোচনার ঝড় ওঠে।যে ব্যক্তি নিজের নামটা পর্যন্ত সাক্ষর করতে জানে না,সেও চায়ের দোকানে বসে আন্তর্জাতিক খবরাখবর নিয়ে বিশ্লেষণ করে।
কিছু সময় আছে, চায়ের দোকান থেকে গ্রামের মানুষ একে অপরের বিরুদ্ধে এমন কথা রটিয়ে থাকে,যা নিজেদের মধ্যে বিরাট অনৈক্য তৈরি করে।
যে কারণে আমি চায়ের দোকানে বসি:-
১.গ্রামের বয়োবৃদ্ধরা চায়ের দোকানে থাকলে সেখানে বসি। তাঁদের সাথে সময় ব্যয় করি। তাঁদের সাথে সময় দিলে জানা যায় পুরোনো দিনের গল্প, খেলা সম্পর্কে,রাজা-বাদশাদের ঘটনা।যার মাধ্যমে মন ভালো হয়ে যায়।
২.বয়োবৃদ্ধ যারা আছেন,তারা অনেক সময় মানসিক কষ্টে থাকেন। তাঁদের খোঁজখবর নিলে খুশি হন।মন থেকে দোয়া করেন। ভালোবাসা পাওয়া যায়।
"ধন্যবাদ সবাইকে"