Create by canva apps
প্রকৃতিকে ভালোবাসে না।এমন মানুষের সংখ্যা পাওয়া যাবে বলে আমার মনে হয় না।বয়সের ছাপে নুয়ে পরা মানুষটিও প্রকৃতিকে ভালোবাসে। ভালোবাসে পাহাড় বা সমুদ্রেকে।হয়তো শারীরিক অক্ষমতা বা আর্থিক সমস্যার কারনে অনেকেই এই আত্মাকে বিসর্জন দিচ্ছে প্রতিদিন।তেমনি সবার মতো আমিও প্রকৃতি ভালোবাসি।ভালো বাসি পাহাড়, ভালোবাসি সমুদ্র।
create by canva apps
পাহাড় ভালবাসে না এমন মানুষের সংখ্যা নিত্যন্তই কম।পৃথিবীর বুকে মাথা উচু করে দাড়িয়ে আছে পাহাড়। এটি একটি অপরুপ সৌন্দর্যের সোভামন্ডিত স্থান।
দিগন্ত জোরা সমুদ্র। ছোটোরা থেকে বৃদ্ধ।কে না পছন্দ করে।সমুদ্র যেন নিমিষেই মন ভালো করে দেয়।চোখ জুড়িয়ে যায় তার সৌন্দার্যে।পৃথিবীর ৩ ভাগের ২ ভাগই পানি।
আমি সমুদ্র পছন্দ করি☺️
সমুদ্র আমি পছন্দ করি।সমুদ্রের বিশালতা আমাকে মুগ্ধ করে।আমি মনে করি সমুদ্রে গেলে মানুষের মন ও সমুদ্রের মতো বিশাল হয়।যেখানে থাকে না কোন প্রাপ্তি। সমুদ্র আমার মন নিমিষেই হারিয়ে ফেলে দূর দিগন্তে। যার কোন শেষ নেই।সমুদ্রের গর্জনের মতো এতো মনমাতানো শব্দ পৃথিরীর বুকে আর দ্বিতীয়টি আছে বলে মনে হয় না।
সমুদ্র পাড়ে সূর্য উদয় দেখার মতো প্রশান্তি আর কিছুতেই পাইনা আমি।সমুদ্রের ঢেউয়ে পা ভেজানোর মতো অনুভূতি আর কিছুতেই হয়না।আর যদি হয় সেই সময়ে একটি তন্দুরি চা।তবে তো কথাই নেই।সারাদিন আমি সমুদ্রের পাড়ে থাকতে পারি।সমুদ্রে সৃষ্টি হওয়া ঢেউ যখন পাড়ে আচড়ে পরে।সেই অনুভূতি জাষ্ট বুঝানো পসিবল নয়।সমুদ্রের অনুভূতি বা ভালো লাগার অনুভূতি লিখে প্রকাশ করা সম্ভব হচ্ছে না আর।এই কনটেস্ট লিখতে গিয়ে আবারও সমুদ্রে যাবার ইচ্চা তীব্র ভাবে হানা দিচ্ছে আমাকে।
আমি আর সমুদ্র,,,, এ যেন একে অপরের পরিপূরক ☺️
সমুদ্র পাড়ের সূর্য অস্ত দেখবেন আমার সাথে???
কি এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখেন আপনি?? দেখলে কমেন্ট এ জানান,,,,,
সমুদ্র আমার পছন্দের। আমি সমুদ্রকে ভালবাসি তাইতো বার বার ছুটে যাই ঐ সমুদ্রের কাছে।যেখানে গেলে অশান্ত মন ও নিমিষেই শান্ত হয়ে যায়। সমুদ্রে গেলে আল্লাহর সৃষ্টির মহিমা বার বার অনুধাবন করতে পারি।তাইতো আমি বেশি সমুদ্রে গিয়েছি।আবারও সমুদ্রে যাবো ইনশাআল্লাহ ☺️☺️
অনেক মজার একটি স্মৃতি আপনাদের সাথে শেয়ার করবো,,যেটি মনে পড়লে এখনো খারাপ মন ভালো হয়ে যায় নিমিষেই।
পচন্ড শীত।আমি হটাৎ করেই আমার হাসবেন্ড কে বললাম।চল কুয়াকাটা যাই।যেহেতু কুয়াকাটা খুলনা হতে কাছে কক্সবাজারের চেয়ে।আবার খরচও কম।আমি মজা করেই বলেছিলাম।কিন্তু আমার হাসবেন্ড এক কথায় রাজি।বললো চল রেডি হও।তবে বাসায় বলে যাওয়া যাবে না।কারন কিছুদিন আগেই কুয়াকাটা ৩ দিন থেকে এসেছি।আবার তার মধ্যে পচন্ড শীত।সব চেয়ে বড় কথা এটা শ্বশুর বাড়ি। চাইলেই হুট করে কোথাও যাওয়া যায় না। প্লান করলাম দুজন পালিয়ে যাবো।প্লান মতো তাই হলো।বিবাহিত জীবনে অবিবাহিতদের মতো পালিয়ে গেলাম।কুয়াকাটা পৌঁছে বাসায় জানালাম আমরা কুয়াকাটা। তারা কোন ভাবেই বিশ্বাস করছে না।তারা বলছে মার্কেটে গেলে,,,বললে ওখান হতে বাবার বাসায় যাবে বিকালে বাসায় ফিরে আসবে।কি আর করা প্রমান দিতে গিয়ে ভিডিও কল করতে হয়েছে। পরে আবার তারাই টাকা পাঠিয়ে দিয়েছে।গিয়েছো যখন আরও একদিন থেকে আসো।😍😍
এই স্মৃতি কোনদিন ভুলবার নয়।আবারো আমরা প্লান করছি আবারো পালিয়ে যাবো। তবে পদ্ধতি অন্য।শ্বশুর বাড়ির সবাই জানবে আমরা বাবার বাড়ি যাচ্ছি।আর বাবা জানবে শ্বশুর বাড়িতেই আছি।আপনাদের কাছে এর থেকে ভালো কোন প্লান থাকলে আমাকে বলে সাহায্য করতে পারেন।তাতে আমি আবারও সমুদ্র দেখার সুযোগ পাবো।
i wanted to invite, @mdkamran99,@msharif,@ripon0630,@mostofajaman,@enamul17
This post has been upvoted through Steemcurator09.
Team Newcomer- Curation Guidelines for June 2023
Curated by - @msharif
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much for your support sir. I hope you always support me. ☺️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোষ্টের ট্যাগ ঠিক করেন.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া। আপনাদের ভুল ধরিয়ে দেওয়া আমার জন্য শিক্ষার সমতুল্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit