poster make by poster maker apps.
আসসালামুয়ালাইকুম।
সবাই কেমন আছেন বন্ধুরা।
আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন।
আমি ও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের সামনে অনেক দিন পর হাজির হয়েছি নতুন কিছু নিয়ে।আশা করি পরবর্তীকালে এমন গ্যাপ আর হবে না। সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।আপনাদের ভালোবাসা আমাকে আবারো ঘুরিয়ে দাড়াতে সাহায্য করবে। আমার হাসবেন্ড আর বাবার সাথে সুন্দর একটা দিনের বর্ণনা নিয়ে হাজির হয়েছি।চলুন তাহলে শুরু করা যাক,,,
খুভ সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হোলাম। আমার আগেই আমার হ্যাসবেন্ড রেডি আমাকে সেই থেকে খুভ ব্যাস্ততা দেখাচ্ছে দেরি হয়ে গেছে নাকি।আচ্ছা কি আর করা মোটামুটি রেডি হতে হতে প্রাই ৩ ঘণ্টা লেগে গেলো তবুও তেমন একটা সাজলাম না।ঘড়ের কাজ করতে করতে এতো সময় পার হয়ে গেলো। আচ্ছা যাইহোক অবশেষে বের হোলাম। বের হয়ে দেখি আজ নাকি অবরোধ তাই অটোতে করে গেলাম আমাদের বাসা থেকে সাত কিলো দূরে আক রেস্টুরেন্টে এখানে আমার বাবা আসবে আসলে বাবা আসবে বলে আমরা তারা তারি বের হয়েছি।অনেক দিন হলো বাবার সাথে দেখা হলো না।আমি আমার বাবাকে অনেক ভালোবাসি।
একটু অপেক্ষা করতেই বাবা চলে আসলো।রেস্টুরেন্টের ডেকোরেশন ভালোই লাগছে।উপরে ঝারবাতি চারিদিকে শুধু আলো আর আলো। আলো নিয়ে ওই গান আমার খুবই পছন্দ। মনে হয় শুনেছেন আপনারাও।
"" আলো আলো আমি কখনো খুজে পাবো না,,
চাদের আলো তুমি কখনো আমার হবে না""
-তাহসান
কিন্তু এখানের আলো আমি খুজে পেয়েছি বাবাকে পেয়ে।আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা।ইস আমি যদি কবি হোতাম আমি আমার বাবাকে নিয়ে কবিতা লিখতাম।
এটা মেনুকার্ড এখানে খাবারের তালিকা।আমার মতে এখানে প্লাটারের দাম অনেক বেশি বাবা খেয়ে এসেছে আমি আর আমার হ্যাসবেন্ড খাবো তাই আমাদের যেটা পছন্দ সেটা অডার দিতে বলেছে। আমার সব কিছুই ভাল লাগে তবে সবতো আর অডার দেওয়া যাবে না।তাই চিন্তা করে এটাই অর্ডার করলাম। পেমেন্ট ফাস্ট।আসুন বিলের কাগজ টা দেখিনি।
দাম অনেক বেশি দেখেছেন।যাইহোক আর আসবো না এখানে। এদের পরিবেশনা খুভ একটা ভালো না।আচ্ছা যায়হোক সব মিলিয়ে বাবার হাসিমুখ দেখে আমি অনেক খুশি।তাই খাবারের উপর আর তেমন ভক্তি নেই।
আলহামদুলিল্লাহ। আমি খেয়ে চলেছি।আর দেখেছেন আমি কেমন যেনো সিংহাসনে বসেছি।অসাধারন লাগছে। আমাকে কেমন লাগছে জানাবেন। আচ্ছা আপনারা খেলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি নিয়ে যাবো।
রেস্টুরেন্ট থেকে চলে আসার সময় আমার হ্যাসবেন্ড একটা সেলফি তুললো। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমার হ্যাসবেন্ড মাশাল্লাহ খুভ সুন্দর।আপানারা তো তাকে চেনেন মনে হয়।সে অনেক ভ্রমন পিপাসু মানুষ। আমি খুবই ভাজ্ঞবান তাকে পেয়ে।
এখন বিকাল। বাসায় আসার আগে আমি বাবার আরেকটা বাসায় গেলাম যেখানে এখন ভাড়াটিয়া থাকে।সেখানে আমার লাগানো পেপে গাছ আছে।এই গাছে দেখুন কত বড় বড় পেপে ধরেছে।আলহামদুলিল্লাহ। আমি অনেক খুশি আমার সাথে বাবাও অনেক খুশি। আমার বাবার হাসি মুখ আমার অনেক ভালো লাগে,
আমার বাবার হাত দিয়ে পেপে ছিড়লাম আলহামদুলিল্লাহ। পেপে গুলা আমার দিকে তাকিয়ে আছে। কি অসাধারণ তাই না।আপনাদের কেমন লাগছে জানাবেন কিন্তু।
বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেলো। সারাদিন অনেক ভাল কাটলো। বাবার সাথে হ্যাসবেন্ড এর সাথে অসাধারণ একটা দিন উপভোগ করলাম। আজ ডাইরি গেম দিয়ে শুরু করলাম কাল নতুন চমক দেখাবো অপেক্ষায় থাকুন।
এতোসময় আমার সাথে থাকার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।আশা করি সর্বদা আপনাদের সহযোগীতা পাবো। আপনার সহযোগিতা আমাকে নতুন কিছু করতে ও ভাবতে সহায়তা করবে।
.
Your most
Regard
@sirinaa02
Hi, Greetings, Good to see you Here:)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@tipu curate
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 5/7) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু অবশ্যই চমক দেখার অপেক্ষায় রইলাম।বাবা এবং হাজবেন্ডের সাথে খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন।ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@nahida1 অনেক ধন্যবাদ আপু।আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ার জন্য। আপনি আমার জন্য দোয়া করবেন। সেই সাথে সঠিক পরামর্শ আশা করি আবারো ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit