পাওয়ার আপ (toufik2929)

in hive-170554 •  5 months ago 
আজ-১৬ তারিখ,এপ্রিল -২০২৪

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সকলের দোয়ায় অনেক ভাল আছি। আমি আপনাদের মাঝে আছি একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি যদিও হঠাৎ করে একটি বড় অ্যামাউন্টের পোস্ট। আজকে আপনাদের মাঝে পাওয়ার আফ পোস্টে ধাপে ধাপে সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করব। স্টিম প্ল্যাটফর্মে কাজ করার জন্য পাওয়ার আপ করাটা খুবই গুরুত্বপূর্ণ। এ পাওয়ার আপ এর মাধ্যমে আমরা ভোট প্রদান করি এবং ডেইলিগেশন করে উপার্জন করতে পারে।

আমরা যারা স্টিম প্লাটফর্মে লং টাইম এবং দীর্ঘমেয়াদে কাজ করতে চাচ্ছি। তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পাওয়ার আফ বিষয়টি। পাওয়ার আপ করলে নিজের স্টিমকে একটি সুরক্ষিত একাউন্টে সেভ করা হচ্ছে সে সাথে ভোট প্রদানের মাধ্যমে অথবা ডিলিগেশনের মাধ্যমে কিছু উপার্জন করা মাধ্যম রয়েছে। আমরা চাইলে নিজেরা ভোট দিয়ে উপার্জন করতে পারি অথবা আমাদের পাওয়ার আপ স্ট্রিম বা এসপি ডেলিগ্রেশনের মাধ্যমে আমাদের পাওয়াটা অন্যকে ব্যবহার করতে দিয়ে উপার্যন করতে পারি। পাওয়ার আপ করে রাখলে যদি আপনার একাউন্ট কেউ হ্যাকও করে ফেলে। তবুও আপনার একাউন্ট সে হাতিয়ে নিতে পারবে না খুব একটা সহজে। কেননা কখনো যদি সে আপনার কি গুলো পেয়ে যায় তবু চার সপ্তাহ সময় লাগবে আপনার এমাউন্টে তাকে হাতিয়ে নিতে। তো সে ক্ষেত্রে আমার মনে হয় পাওয়ার আফ করাটা সব দিক থেকেই বেটার। আশা করছি আপনারাও কম বেশি পাওয়ার আপ করবেন।

পাওয়ার আপ প্রসেজ।

ধাপ-১

প্রথমে স্টিম ওয়ালেটে গিয়ে আমি একাউন্ট লগইন করেছি। তারপর ওয়ালেট এর একটি স্ক্রিনশট নিয়েছেন। এখানে দেখতে পাবেন আমার মোট লিকুইড স্টিম 2356.794 আমি এখান থেকে সব স্টিম পাওয়ার আপ করব।পাওয়ার আপ করার জন্য স্টিম ব্যালেন্স এর উপরে ক্লিক করে power up লেখাটি সিলেক্ট করব।

Screenshot_20240416-215205_Mises.jpg

Screenshot_20240416-215212_Mises.jpg

ধাপ-২

এরপরে আমাদের সামনে একটি ফ্রম দেখতে পাব সেখানে এমাউন্টের ঘরে 2356.794 স্টিম পাওয়ার আপ করতে চাই সেটি বসিয়ে দিব।তারপর নিচে পাওয়ার আপ লেখাটির উপরে ক্লিক করব।এখন মেম চাইবে না দিলে সমস্যা নেই তাই ok বাটন ক্লিক করব।

Screenshot_20240416-215226_Mises.jpg

Screenshot_20240416-215234_Mises.jpg

ধাপ-৩

পরবর্তীতে পাওয়ার আপ করার জন্য আমি অ্যাক্টিভ কি দিয়ে সেন্ড করে দিলাম।এখন পাওয়ার আপ করা সম্পূর্ণ হয়ে গিয়েছে। পাওয়ার আপ করার পর 0.000 অবশিষ্ট স্টিম রয়েছে তার একটি স্ক্রীনশট শেয়ার করা হলো।

Screenshot_20240416-215332_Mises.jpg

লোকেশনকুমিল্লা,বাংলাদেশ।
ডিভাইসস্যামসাং এম ২১
পোস্টপাওয়ার আপ
রাইটিং@toufik2929
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

প্ল্যাটফর্মে কাজ করার জন্য সর্ব প্রথমে আপনাকে নিউ কমার কমিউনিটিতে ভেরিফিকেশন করতে হবে পরিচয় পর্ব দেওয়ার মাধ্যমে.