Hello, I'm @toufiq777
Hope everyone is well I am also fine by the grace of God.
আজকে আমি একজন বিশেষ মানুষ, @Rme দাদার সম্পকে কিছু বলতে চাই, তার আগে আমার কিছু কথা আশাকরি কষ্ট করে হলেও সকলে পড়ার চেষ্টা করবেন -
আমার যে মানুষটা উপকার করবেন সে যেই হোক না কেন৷ সে যদি গরীব হয় বা বড়লোক হয়৷ আমি সারাজীবন তার কাছে কৃতজ্ঞ থাকবো৷ আমি কখনই নিজের ভালোর জন্য চিন্তা করি না৷ সব সময় আমি আমার এলাকার ভাই ব্রাদারদের ভালোর জন্য চেষ্টা করি৷ তাদের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করি৷ যখন যেই সময়ে তারা বিপদে পরুক না কেন৷ আমার সার্ধের মধ্যে থাকলে সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করি৷ আমি কোটি টাকার মালিক হলেও কখনও কাউকে ছোট চোখে দেখবো না৷ বা তার সাথে ভাব নিয়ে কথা না বলে থাকবো না। আমি প্রত্যেকটা মানুষের সাথে একই ভাবে মিশি হোক সে গরীব অথবা বড়লোক।
আমি এগুলো কথা বলার একটা কারণ আছে৷ আমি আমার গুণগান করি নাই৷ আমি একটা উদাহরণ দিলাম৷
@Rme দাদা আসলেই একজন মহৎ লোক৷ হয়তো কোন কারনে তিনি আমার উপর অনেক রেগে আছেন। তার প্রতি আমার শ্রদ্ধা সারা জীবন থাকবে। তিনি আমার এবং আমার এলাকার ছোট ভাইবোনদের যেভাবে সাহায্য করেছিলেন। এজন্য আমি আজীবন তার কৃতজ্ঞতা প্রকাশ করবো। তার মাধ্যমে আমাদের এলাকার বেশ কয়েকজন ভাই-বোনদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে গিয়েছিল।
আমি দাদার কিছু ভালো দিক তুলে ধরতেছি:-
১. দাদার মধ্যে কোন অহংকার নেই। তিনি যদি অহংকারি হতেন৷ তাহলে তিনি কারো সাথে কথাই বলতেন না। তিনি সব সময় ভাব নিয়ে চলতেন৷ আমার নিজের চোখে দেখা আমি অনেক মানুষকে দেখেছি যারা এক সময় বেকার ছিল হঠাৎ করে বড়লোক হয়ে গিয়েছেন৷ হঠাৎ করে বড়লোক হয়ে যাওয়ার কারণে তার পা মাটিতেই পরে না। সে তার নিজের অবস্থান ভুলে গেছে। সে তার এলাকার মানুষজনকে সাহায্য করে না৷ অথচ তার এলাকা মানুষের জন্যই তিনি হয়তো আজ এই অবস্থানে এসেছেন৷ যাইহোক দাদা এত বড় একজন স্বনামধন্য লোক হয়েও তিনি যে সবার সাথে কথা বলেন। এইটাই আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। তার প্রধান গুন হল তার মনের মধ্যে কোন অহংকার, হিংসা ও বিদ্বেষ নেই।
২. আমি দাদাকে দেখেছি তিনি প্রত্যেকটা মানুষের উপকার করে থাকেন। যার মাধ্যমে প্রায় ১০০ থেকে ১৫০ পরিবারের কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়েছে। তার তো কোন ঠেকা পড়েনি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নিজের কাধে নেওয়ার৷ তবুও তিনি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। এর কারণে আমাদের তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। আমার সাথে দাদার কোন কারণে অনেক বড় একটি গন্ডগোল ঘঠে গিয়েছে। তারপরেও আমি তার প্রতি কৃতজ্ঞ সারাজীবন থাকবো৷ আমি সব সময় চাই যে আমার এলাকার ছোট ভাই ও বন্ধুরা ভালো থাকুক। আমি দাদার মাধ্যমে একটি কমিউনিটি খুলেছিলাম। তার মাধ্যমে আমি প্রায় ২৫ থেকে ৩০ টা ফ্যামিলির কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পেরেছিলাম। এখানে আমার কোন স্বার্থ ছিল না। আমি প্রত্যেকটা মেম্বারকে সমান সাপোর্ট দিয়েছিলাম এবং তাদের সাথে ভালো আচরণ করেছিলাম। দাদাও আমাদের সাথে অনেক ভালো আচরণ করতেন৷ এবং তার মূল্যবান সময় আমাদের জন্য ব্যয় করতেন৷
৩. একটা মানুষের প্রধান গুন হল সে প্রত্যেকটা মানুষকে সমান চোখে দেখেন৷ তিনি সবার সাথে একই ভাবে কথা বলেন। তিনি যখন যে অবস্থায় থাকেন না কেন তিনি সবার সাথে ভালো আচরণ করেন৷ দাদা এত বড় একটা অবস্থানে থাকার পরেও তিনি মানুষের সাথে যেভাবে আচরণ করেন৷ সেটা তাদের জন্য অনেক বড় একটি পাওয়া। এর জন্য আমি বলবো প্রত্যেকটা মানুষ আপনারা দাদার প্রতি কৃতজ্ঞ থাকবেন।
৪. দাদা সব সময় অসহায় মানুষের পাশে থাকতেন। আমি দাদার মাধ্যমে বেশ কয়েকজন অসহায় মানুষের কর্মসংস্থান এবং একটি ভালো পর্যায়ে তাদের নিয়ে যেতে পেরেছিলাম। আমি ঐ মানুষ গুলোর জন্য অছিলা ছিলাম। কিন্তু দাদা তাদের জন্য অনেক কিছু করেছিলেন। এর জন্যও আমি দাদার কাছে অনেক কৃতজ্ঞ। এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমহ একটা প্রতিবন্ধী ছেলেকে steemit এ ঢুকিয়েছিোম৷ যার দুটো হত অচল ছিলো৷ পাশাপাশি একটি পাও ছিলো না। সে ছেলেটাকে দাদা অনেক সাহায্য করেছিলেন।
কারো কাছে ভালো হওয়ার জন্য তাকে কখনো মিথ্যে কথা বলে তার মন জয় করতে হয় না৷ নিজের যোগ্যতায় তার কাছে ভালো হওয়ার চেষ্টা করতে হয়। আপনি যখন নিজের কথা চিন্তা করবেন না। আরো দশ জন মানুষের কথা চিন্তা করবেন তখন সয়ং আল্লাহ তা'আলা আপনাকে একটি সম্মানের জায়গা দান করবেন৷ আল্লাহ আমাকে অনেকবার অনেক সম্মানের জায়গা দান করেছিলেন৷ আমি যদি নিজের জন্য ভাবতাম তাহলে হয়তো এরকম সম্মান পেতাম না। আমি সবার জন্য ভাবি তাই অনেকে আমাকে এখনও অনেক শ্রদ্ধা করে থাকেন। আমি আমার তরফ থেকে যতটুকু পারি মানুষকে সাহায্য করার চেষ্টা করি। আমার ক্ষতি করেছেন এমন মানুষকেও আমি সাহায্য করে থাকি। আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুক।
দেশের জনগণ সরকারকে একটা ভালো অবস্থানে নিয়ে যায়। আর আমি সরকার হয়ে যদি দেশের জনগণকে ভালো কিছু দিতে না পারি। তাহলে আমার সেই সরকার হয়ে কোন লাভ নেই। দাদা "আমার বাংলা ব্লগ" কমিউনিটির মালিক। তার তত্ত্বাবধানে ঐ কমিউনিটি পরিচালনা হয়ে থাকে। "আমার বাংলা ব্লগ" এ প্রায় ১০ থেকে ১৫ জন এডমিন এবং মডারেটর আছেন। আমি যখন দাদার সাথে কাজ করছিলাম তখন একদিন আমি তাদের মিটিং এ জয়েন করেছিলাম। আমি একটা মানুষের সাথে এক সপ্তাহ ঘুরলে বলে দিতে পারি সে মানুষটা কেমন। আমি ঐদিন ঐ মিটিংয়ে কয়েকজনকে দেখেছিলাম। তারা দাদার অনেক সুনাম করতেছিলেন৷ সেখানে ছিল নুসূরানূর, সেখানে ছিল রূপক, সেখানে ছিল ছিয়াম। আসলেই কি তারা মন থেকে দাদা'র সুনাম করতে ছিলেন??
তাহলে হঠাৎ করে @rupok এর এমন আচরণ করার কারণ কি?? এতদিন আপনি যার নুন খাইলেন তার পাতে কেন ..... করে দিলেন৷ আপনি তো এতদিন তার সুনাম করছিলেন। এতদিন তার গুণগান গাইছিলেন। হঠাৎ করে আপনার কি হইলো যে আপনি এখন দাদাকে সহ্য করতে পারেন না। আপনি কেন বললেন আপনি দাদার গোলামী করতে পারবেন না। আপনি তো আমার "Steem Bangladesh" কমিউনিটি থেকে Steemit এ জয়েন করেছিলেন। আপনার যে পোস্ট কোয়ালিটি ছিল, সেখানে আপনি তো এক ডলারের ভোট পাওয়ারও যোগ্যতা রাখেন না। আপনার পোস্ট কোয়ালিটি আমি দেখেছিলাম। আপনি যা শেখাতে পারেন তার থেকে একটা মেম্বার অনেক বেশি ভালো জানে৷ আপনি আপনার অসহায়ত্বের সুযোগ নিয়ে দাদার কাছে সহায়তা নিয়েছেন৷ আবার যখন আপনার কাছে কোটি টাকা চলে আসলো তখন আপনি বলতেছেন আমি এতদিন দাদার গোলামি করেছি৷ আর গোলামি আর করবো না। এতদিন পা চাটতে পারলেন। আর এখন হঠাৎ করে ৩ কোটি টাকার মালিক হয়ে আপনার কৃতজ্ঞতা বোধ টুকুও হারিয়ে গেলো৷ আপনি আজ যে অবস্থানে এসেছেন এটা শুধুমাত্র দাদা'র কারণেই হয়েছে৷ আপনার কোন নিজস্ব যোগ্যতাই নাই। আপনি যে পোস্ট করেন আমি ঐ পোস্টে 0.1$ এর ভোটও দিতাম না৷ দাদা তো আপনাকে ৫০$-৬০$ ডলারের ভোট দিতেন৷ তারপরেও আপনি অকৃতজ্ঞের মত কাজ করেছেন৷
@rupok আপনি যদি দাদার সাথে কথা না বলে আমার সাথে কথা বলতেন। আপনাকে আমি কাপড় কাছা সাবান দিয়ে ধুয়ে দিতাম। আপনি কোন যুক্তিতে বলেন আপনি দাদার এতদিন গোলামী করছেন। আপনি তো দাদার এতদিন পা চাটছেন৷ দাদাকে এতদিন পামপট্টি দিয়ে নিজের অবস্থান টিকিয়ে রাখছেন৷ আপনার মত @rupok কে আমি এক পয়সারও টাইম দেই না। আপনি যদি নিজের যোগ্যতায় এতদূর আসতেন। তাহলে মানতাম আপনার কথা ঠিক আছে। কিন্তু যেখানে আপনার কোন যোগ্যতা নাই সেখানে আপনি কেন এত বড় কথা বললেন? নিজের পারিবারিক সমস্যা দেখিয়ে সাপোর্ট নেওয়া কোন ভালো মানুষের কাজ হতে পারে না। আপনি নিজের পরিবারকে কাজে লাগিয়ে দাদার কাছে সাপোর্ট নিয়েছেন। আর শেষ পর্যন্ত আপনি দাদার সাথে অকৃতজ্ঞের মত কাজ করেছেন।
আপনাকে দাদা বিশ্বাস করে তার Coin এর পার্টনার করেছিলেন। কিন্তু আপনি এখানে একটা বিশ্বাসঘাতকতা করেছেন। আপনি যদি একজন ভালো মানুষ হতেন তাহলে কখনই এরকম কাজ করতে পারতেন না। আপনি তো মীরজাফরের চেয়েও একজন বড় বিশ্বাসঘাতক।
আমি প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে বলতে চাই আপনারা নিজের যোগ্যতায় সামনের দিকে এগিয়ে যান৷ কাউকে পামপট্টি দিয়ে সামনে আগাবেন না৷ এখনও এমন অনেক মানুষ আছে যারা এখনও দাদাকে পামপট্টি দিয়ে টিকে আছেন৷ অথচ দাদার পিছনে থেকে তারা দাদা সম্পর্কে অনেক কথাই বলে যা দাদা জানেন না। যাইহোক আমি কারো নামে গীবত করতেছি না। কারো ক্ষতিও করতে যাবো না। আমি অনেক কিছু জানি যা দাদা জানে না। আপনাদের মধ্যে কে কেমন আমি ভালো করেই জানি। আপনারা কিভাবে দাদার সাথে কাজ করতেছেন। কিভাবে এতদূর আসছেন। কিভাবে কি করতেছেন সবকিছু আমার জানা আছে।
আমি সবার সাথে ফ্রি মাইন্ডে কথা বলি। সবার সাথে সব কিছু শেয়ার করি। এটা আমার একটা ব্যর্থতা। আমি কোন কথা গোপন রাখি না। সব কথা সরাসরি বলে দেই। কারো কোন ক্ষতি করতে যাই না৷ আমি সব সময় চাই আমার দ্বারা আরও দশ জনের উপকার হোক। এটা যদি সবাই চাইতো তাহলে পৃথিবীর রূপ পাল্টে যেত। হ্যাঁ, এখন আমি দাদার চোখে অনেক খারাপ। আমার কিছু কথার কারণে তার মন খারাপ হয়েছে। কিন্তু তার কমিউনিটিতে এমন অনেক মডেরেটর ও এডমিন আছেন যারা যে কথাগুলো তাকে নিয়ে বলে সেটা যদি তিনি জানতেন তাহলে তিনি তাদেরকে অপছন্দ করতেন। যাইহোক আমি কখনো কাউকে তেল দিয়ে চলি না বা চলি নাই৷ আমি কখনও কারো পা চাটতে যাই না৷ সম্মান দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার উপর আমার পরিপূর্ণ বিশ্বাস রয়েছে। আমি আন্তরিকভাবে দাদার কাছে ক্ষমা চাচ্ছি৷ আপনি আমাকে ক্ষমা করে দিয়েন দাদা৷ হয়তো আমি ফাজলামি করে অনেক সময় অনেক কথা বলি। আমার সাথে যারা চলাচল করে তারা জানে আমি কেমন ধরনের মানুষ। আমি সব সময় সবার সাথে ফ্রি মাইন্ডে কথা বলি। এবং সবকিছু শেয়ার করি। ফাজলামি করে অনেক কথা বলি। সিরিয়াসলি কিছু বলি৷ এর মাঝে দাদা'কে নিয়ে হয়তো আমি কোন কথা বলে ফেলেছিলাম। দাদার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আমি সারা জীবন বেঁচে থাকলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো৷ কারণ আপনার জন্য আমি ২৫-৩০ টা ফ্যামিলি সদস্যকে সাহায্য করতে পেরেছিলাম। আপনার জন্য সব সময় আমার ভালোবাসা বিদ্যমান থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে এবং আপনার পরুবারের সদস্যদের দীর্ঘায়ু দান করুক৷
আমার এখানে কথা বলার মূল বিষয় হলো @rupok কে নিয়ে। জনাব @rupok সাহেব steemit এ কাজ করলে আমার পোস্টে কমেন্ট করবেন। আমি আপনাকে সাবান ও শ্যাম্পু দিয়ে ধুতে চাই৷ মীরজাফরের চেয়ে খারাপ মানুষ আপনি৷ অকৃতজ্ঞ মানুষ কখনও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। আপনি নিঃসন্দেহে একজন অকৃতজ্ঞ মানুষ। হয়তো দাদা হিন্দু তারপরেও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা একজন মুসলিম হয়ে আপনার দায়িত্ব ছিলো৷ কিন্তু আপনি সেটা করেন নি। তিনি আপনাকে এত সহযোগিতা করার পরেও আপনি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন।
আমি কিছুদিন আগে দাদার পোস্টের বিরুদ্ধে একটি পোস্ট করেছিলাম। কারণ আমার দেশের বিপক্ষে কেউ কোন কথা বললে আমি কাউকে ছাড় দিব না। এটা আমি আমার দেশের জন্য করেছিলাম কিন্তু তার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা বোধ রয়েছে। তাকে আমি মন থেকে অনেক ভালোবাসি এবং তার প্রতি আমি কৃতজ্ঞ। আল্লাহ তাআলা তাকে দীর্ঘায়ু দান করুক। তিনি যেন সব সময় অসহায় মানুষের পাশে থাকতে পারেন।
Thank you
@toufiq777
তোমার চরিত্র সম্বন্ধে সবাই খুব ভালোমতো জানে। তুমি এই পোস্টটা করেছো শুধুমাত্র দাদার কাছ থেকে সহানুভূতি নিয়ে আবার দাদার ভোটের আশায়। এটা দাদাও খুব ভালো বুঝতে পারে। তোমাকে দাদা আমার থেকে অনেক ভালো চেনে। তোমার মতো বাটপার এবং কুলাঙ্গার এই স্টিমেটে আর একজনও নেই। হেনো কোনো খারাপ কাজ নেই যেটা তুমি করোনি। তোমার মতো নিম্ন রুচির মানুষের সাথে কথা বলার রুচি আমার নেই। দাদার সাথে যেটা আমার হয়েছে সেটা একান্তই আমার আর দাদার ব্যাপার। এখানে তোমার দালালি করে লাভ নেই। তারপরও চেষ্টা করে দেখো যদি দাদার ভোটিং লিস্টে আবার ঢুকতে পারো। কারণ ওটাই তো তোমার আল্টিমেট টার্গেট। তুমি রেকস সুমনের সাথে কত বড় বাটপারি করেছ সেটা সবাই জানে। সুমন ভাই নিজে আমাকে বলেছিলো। তুমি স্টিম বাংলাদেশ কমিউনিটির সবার সাথে এবং স্টিমেট প্ল্যাটফর্ম এর সাথে বেইমানি করেছিলে এটা সকলেই জানে। তোমার এই পোষ্টের মূল উদ্দেশ্য কি সেটাও সবাই খুব সহজেই বুঝতে পারবে। তোমার আমার পেছনে লাগার আরও একটা কারণ আছে। আমি স্টিমেট টিমের কাছে তোমার বাটপারি নিয়ে কমপ্লেন করেছিলাম। তবে জেনে রেখো সেটাও আমি একা করিনি। এই ব্যাপারটা রেক্স সুমন ভাই আমাকে গুছিয়ে দিয়েছিল পুরো তথ্যগুলো। আর পুরো বিষয়টাতে দাদার সম্মতি ছিলো। কারণ দাদা এই ধরনের নোংরা কাজ কখনো পছন্দ করতেন না। তা অবশ্য তোমাকে এ ধরনের কথাবার্তা বলে কোন লাভ নেই। কারণ ভন্ডামি নোংরামি বাটপারি ছাড়া তুমি কিছুই পারো না। এগুলো নিয়েই চেষ্টা করতে থাকো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহা আমার দাদার সহানুভূতি লাগবে না৷ আমার পোস্ট ডিসলাইন করা চোখে পরে না৷
তুমি তো বাটপার৷ তাহলে এভাবে কয়েনটা ক্রাশ করলা কেন?
তুমি আমাকে না বলছিলা স্টীমিটে কাজ করলে আমাকে পুলিশে ধরিয়ে দিবা৷ এটা নাকি অবৈধ। লাস্টে আবার নিজেই কাজ করলা অবৈধ জায়গায়??
আমি খারাপ এটা সবাই জানে৷ আমি খারাপ কথা সবার সাথেই বলি৷ আমি হাসিনা আর মোদিকে নিয়েও খারাপ কথা বলি।
মীরজাফর আইছে ধর্মের কথা শুনাইতে। আমি তো খারাপ কথা বলছি আমি স্বীকার করছি৷ আপনারাও যে তলে তলে দাদা আর আপাকে নিয়ে কথা বলেন না৷ সেটা আমি ভালো করে জানি৷ কে কি করে সব খোঁজ আমার জানা৷ আপনার এ টু জেট আমি জানি।
কোটি টাকার মালিক তো দাদা আপনাকে বানাইছে৷ আপনার তো কোন যোগ্যতাই নাই৷ দাদার কয়েনটা ক্রাশ করে লাভ কি হইলো? এই টাকা কি সারাজীবন থাকবে? বিশ্বাসঘাতকের মত কাজ করে আবার বলেন গোলামি করছি এতদিন। আর করবো না 😄। ফকির হলে তো আবার ফিরে আসবেন দাদার কাছে৷
আমি আপনার মত বাটপার না৷ আপনাকে আমি ব্লক করছিলাম ঐ সময় ভালোই করছি৷ প্রতারককে ব্লক করে৷ পুলিশের ভয় দেখিয়ে নিজেই অবৈধ কাজ ঠিকি করলেন৷ আবার দাদার পাতে খায়ে তার পাতেই হেগে চলে গেলেন৷ আপনার মত প্রতারক ঘরে ঘরে দরকার৷
আমার ভোট প্রয়োজন নেই৷ আমার কারোও সহানুভূতিরও দরকার নাই। আমার বাবা-মা আমার ভাই আমার জন্য যথেষ্ট। আপনার মত আমি পা চাটি নাই কখনও কারো 😄। আর কখনও এটা করবোও না। আমার তোমার মত অভাব নাই পরিবারে৷ অভাবের কথা বলে সাপোর্ট নাও তুমি মিয়া 🙂। এখন তো বড়লোক হয়ে গেছো৷
আমি স্বীকার করি যে আমি একাধিক একাউন্ট ব্যবহার করছি৷ এটা স্টীমিটের প্রায় প্রত্যেকটা এডমিন মডারেটর মেম্বার সবাই করে থাকে। এটা আপনি নিজেও করছেন। তাই সাধু সেজে লাভ নাই।
কম দামে কয়েন কিনে বেশি দামে সেল করছেন। আমাদের যে লচ করিয়ে দিছেন। এটার ভুক্তভোগী তো আমরা। আপনি তো মজায় আছেন কোটি টাকা পেয়ে। এরকম অফার পাইলে আমরা হয়তো আপনার মত কখনো বাটপারি করতাম না। নিজের একাউন্ট থেকে তো সেল করছেন। আবার বউয়ের একাউন্ট থেকেও মারছেন।
আপনি যে কয়েন নিয়ে বিজনেস করেন এখন ডিবি পুলিশ আপনাকে ধরবে না। তখন অনেক নীতি কথা আমাকে শুনেছিলেন। এখন আপনার নীতি কথা কোথায় গেল। আপনি তো অবৈধ কাজ করেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি যখন সেল করি তখন পুশের দাম ছিলো 0.003 আর এখন পুশের দাম 0.0070 ক্রাশ করলো কই? মিথ্যা ভণ্ডামি আর বাটপারি ছাড়া যদি অন্য কিছু করতে পারো সেটা করো। অবশ্য তুমি এগুলোর বাইরে কিছু করতে পারবে না। কারণ তোমার যোগ্যতা শুধু এগুলো করা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি কি করতে পারি না পারি সেটা সম্পর্কে আপনার আইডিয়া নাই৷ তাই হুদাই কথা বলে লাভ নাই৷ আপনি যদি কিছু নাই করেন তাহলে মডারেটর থেকে কিক মারলো কেন 😂? আপনাকে চা নাস্তা খাওয়াতো এত সুন্দর একটা কাজ করছেন।
এখনকার কথা বাদ দেন তখন যে প্যানিকটা ছড়াইছেন তাতেই আমাদের লচ হয়ে গেছে। অনেকে puss কয়েন ছেড়ে বের হয়ে গেছে৷ দাম তো দাদা আপ করছে বর্তমান।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি শুধুমাত্র বুঝেছি যে আমি তার কাছে কৃতজ্ঞ। আমি তার কাছে সহানুভূতি চাই নাই। দুই বছর পরে এসে আমি তার কাছে সহানুভূতি চাইতে যাবো । ২০২১ সালে স্টীমিট টিমের Joana and benson আমাকে নিজ থেকে ভোট দিত আমি তাদের কাছে ভোট চেয়ে নেই নাই। আর আমি যে সাপোর্ট গুলো চেয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে মেম্বারদের সাহায্য করছিলাম। আপনাদের মত নিজের স্বার্থ তো আর দেখি নাই। কেউ বলতে পারবে না ঐ সময় আমি দুই নাম্বারি করছি। তখন সবাই হাইভে কাজ করতেন। আমি ঐ সময় প্রথম স্টীমিটে এসে জয়েন করেছি। তারপর @rex-sumon and @tarpan @sohanurrahman কে জয়েন করাইছি। তারা কি কেউ বলতে পারবে আমি তাদের সাথে ভোট নিয়ে কারচুপি করছি৷ সবাই নিজের আত্মীয়-স্বজনদের একটু সাপোর্ট দিয়ে থাকেন। আপনারাও তো সেম কাজ বাংলা ব্লগে করছেন। মানুষের দোষ ঠিকই দেখায় দিবেন নিজের দোষটা তো দেখাবেন না। আমি আমার ফ্যামিলি মেম্বার আমার এলাকার ভাই ব্রাদার বাইরের এলাকার ভাই ব্রাদারদের হেল্প করছি। ঐ সময় সবাই অনেক টাকার মালিক হয়েছিলো। স্টীমিট টিম আমার কথায় সবাইকে সাপোর্ট দিতেন। ১০০$ প্লাস সাপোর্ট ও দিয়েছেন মেম্বারদের৷ আমি তো আমার মেম্বারদের সাহায্য করেছিলাম। আপনারা বাংলা ব্লগে আপনাদের মেম্বারদের তো ঐভাবে সাহায্য করেন না। নিজেরাই ৫০-৬০ ডলারের ভোট নিয়েছেন কিন্তু মেম্বাররা ৫-১০ ডলারের ভোট পায় না। আপনারা যদি এতই ভালো হয়ে থাকেন তাহলে নিজের ভোট থেকে মেম্বারদের কিছু ভোট দিয়ে সাহায্য করতেন৷ আমি তো আমার মেম্বারদের সাহায্য করতাম। আপনি ও আপনারা সবাই নিজের স্বার্থ দেখেন। নিজে বাঁচলে বাপের নাম। আবার বড় বড় কথা শোনাতে আসেন। কিছু কিছু বিশ্বাসঘাতক লোক যারা আমাকে খারাপ বলবে কিন্তু সবাই কিন্তু আমাকে খারাপ বলবে না। আপনি সাপোর্ট না পেয়ে পুলিশের ভয় দেখাইছিলেন আমাকে মনে নাই৷ ভোট লোভী কে? ভোট লোভি তো আপনি। আমি কি দাদাকে ভোট না দিলে পুলিশে ধরিয়ে দিতে চাইছি একবারো? আমার কোন প্রকার ভোটের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা যা দিছেন তাতেই আমি সন্তুষ্ট। আমি আপনার মত মানুষের ক্ষতি করে বেড়াই না। আপনি puss কয়েন ক্রাশ করিয়ে অনেক মানুষের ক্ষতি করছেন। এরকম বাটপারি করা বন্ধ করুন। বাটপারি করে সারা জীবন চলতে পারবেন না। আমি যদি আপনার মত বাটপারি হতাম তাহলে মানুষ আমাকে ঘৃণা করতো। কেউ আমার সাথে কথাই বলতো না। আপনাকে যত লোক আমার কাজের জন্য বিশ্বাস করে আপনাকে তার দশ ভাগের এক ভাগ লোকও বিশ্বাস করে কিনা সন্দেহ। ভোট নিলে তো আপনি দশ মার্কও পাবেন না 😄। তখন আবার কোটি টাকা দিয়ে জালিয়াতি করে জিতবেন না তো 😄😂।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদার কাছে আমিও কৃতজ্ঞতা প্রকাশ করেছি। যখন দাদা রাগ করে আমাকে বাদ দিয়ে দেই। দাদার সাথে তুমি যোগাযোগ করেছো যতটুকু বুঝতে পারছি। দাদার কাছে শুনে দেখো যখন আমাকে কমিউনিটি থেকে বাদ দেয়া হোলো তখন আমি তাকে কোন খারাপ কথা বলেছি কিনা? আমি ফেসবুকে ইন্ডিয়ার এক নেতাকে উদ্দেশ্য করে পোস্ট দিয়েছিলাম। সেজন্য দাদা আমার পোস্টে ডাউনভোট দিয়েছিলো। তখন আমি দাদাকে ফেসবুকে একটা মেসেজ করেছিলাম। তুমি সেই প্রসঙ্গ টেনে এনে এখন অনেক উল্টাপাল্টা কথা বলছো। তবে দাদা তোমার মত নোংরা মানুষের সাথে যোগাযোগ করবে এটা আমি চিন্তাও করতে পারিনি। যাই হোক চেষ্টা চালিয়ে যাও যদি এগুলো করে দু পয়সা আয় করতে পারো। স্টিম বাংলাদেশ থেকে চুরি করে নেয়া টাকাগুলো মনে হয় শেষ হয়ে গিয়েছে। পুষ করেন আমি কখনোই ক্রাশ করাইনি। দাদা যখন আমাকে কমিউনিটি থেকে বাদ দেয় তখনও আমি যত পুশ কিনেছিলাম তার সিক্সটি পার্সেন্টের বেশি আমার কাছে ছিলো। তোমাকে এই স্টিমেট প্ল্যাটফর্মে একজন মানুষও বিশ্বাস করে না কারণ তুমি একজন পরীক্ষিত প্রতারক এবং বাটপার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাহলে এটা দাদা গ্রুপে কেন শেয়ার করছে?
অকৃতজ্ঞরা আমাকে বিশ্বাস করবে কেন 🙂। দেখেন ভোট নিয়ে আমাকে কত জন বিশ্বাস আর না করে। আমি যা মানুষের জন্য করছি। আপনারা তার ১০০ ভাগের ১ ভাগও করেন না৷ নিজেরা ফালতু পোস্ট করে এক পোস্টে নেন ৫০$ ভোট৷ আর একটা মেম্বার সারা সপ্তাহ খেটে পায় ২০-৩০$ ভোট। আপনারা যদি এতই ভালো হতে এডমিন/মডারেটররা তাহলে অবশ্যই এই বৈষম্য দূর করতেন৷ আমি হলে এটা দূর করার জন্য ট্রাই অবশ্যই করতাম৷ তা আপনারা করেন না৷ দাদা এইখানে অনেক বড় একটা বৈষম্য তৈরি করছে এডমিন-মডারেটরদের সাথে মেম্বারদের৷ এখানে আমি তাকে সাপোর্ট করতে পারলাম না৷
আমার কাজের আপনাদের মত অকৃতজ্ঞ লোক গুলোই আমাকে ঘৃণা করে৷ Rex-sumon কে আমি জোড় করে ঢুকাইছিলাম৷ অনেক বুঝায় শুনায়। তখন আমার সাথে ভালো সম্পর্ক ছিলো৷ তিনিও অনেক স্বার্থপর৷ এর কারণে আমার তার সাথে ঝগড়া লাগছিলো৷ নুসুরানুর আপা তো একটা কি বলবো৷ ঐ মহিলাকে আমি অনেক হেল্প করছিলাম৷ তিনি সেটার মূল্যও দিতে পারে নাই৷ এই মহিলা স্বার্থবাদী। এখন যদি ডোনাল্ড ট্রাম্প বলে আমার পিএস হয়ে যাও৷ তাহলে দাদার সাথে কাজ বাদ দিয়ে চলে যাবে ট্রাম্পের কাছে৷ এই তিনটা মানুষ ছাড়া আমাকে আর কে খারাপ বলে দেখান৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি টাকা চুরি করছি কিনা, রেক্স সুমন করছে ভালো করে দেখে নিও৷ আমি মানুষের জন্য কাজ করছি। আর যাদের জন্য কাজ করছি তারা এখনও আমাকে ভালোবাসে। আর তোমাকে আর তোমার চৌদ্দগুষ্টিকে তো সবাই অপছন্দ করে। এটা তো বুঝা যায়। চৌদ্দগুষ্টি বলতে তোমার রিক্স সুমন বাপের কথা বলছি 😃। রেক্স সুমনকে এখন থেকে আব্বু বলে ডাকিও।
আমি যে সবাইকে ধুয়া দিচ্ছি এখানে কি মনে হচ্ছে আমি দাদার সহানুভূতির জন্য আসছি৷ আমার কোন সাপোর্ট এর প্রয়োজন নাই। টাকা লাগলে বলিও আমি তোমাকে দিব। আবার দাদার কোন কয়েনে প্রথমে ইনভেস্ট করিও। আর বেশি দামে সেল দিও 😃।
আমার সাথে যুক্তি দিয়ে পারবা না। হুদাই মানুষকে টেনে আনতেছো মিয়া। শুভ তো এমন ভাব নেয় এমবিবিএস ডাক্তার ঐ 🙂। আসলে তো গরুর ডাক্তার 😃। ভালো থাকেন। ফকির হলে বলিয়েন আমি কিছু টাকা দান করবোনে।
যাক আমার পোষ্টের মাধ্যমেই কালসাপ ১৭ দিন পর গর্ত থেকে বের হয়েছে। পোষ্টে কমেন্ট করার জন্য ধন্যবাদ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাংলাব্লগের প্রফেসর সাহেব এখন পর্যন্ত এটাও জানে না যে এই পোস্টটা ডিসলাইন করা আছে৷ এখানে ডাউনভোট দিয়ে কি কোন লাভ আছে৷ এই পোস্ট ১০০০$ ভোট পরেও কোন লাভ নাই আমার 😂।
এই লোক নাকি ক্লাস নিতো৷ কি যোগ্যতায় যে ভোট পাইতেন আল্লাহ ভালো জানেন৷ দাদার পা না চাটলে আর অসহায়ত্ব না দেখালে হয়তো মডারেটরও হতে পারতেন না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডিকলাইন শব্দ টাও বলতে পারো না। আবার আসছো আমার যোগ্যতা নিয়ে কথা বলতে। তুমি স্টিম বাংলাদেশ কমিউনিটিকে লুটপাট করে খেয়েছো। নিজের কিছু লোকজন সাজিয়ে তাদেরকে ভোট দিতে। এই চরিত্রের জন্য কমিউনিটিটা ধ্বংস হয়ে গিয়েছে। স্টিম পড টিমে তুমি মিথ্যা রিপোর্ট প্রকাশ করতে। সেটা দাদার পরামর্শ মোতাবেক সুমন ভাইয়ের গুছিয়ে দেয়া তথ্য নিয়ে আমি স্টিমেট টিমের কাছে বলেছিলাম। সেই রাগ থেকেই এই সমস্ত কিছু করছো। সাথে আরো একটা ধান্দা আছে। যদি আমাকে খারাপ কিছু বলে দাদার কাছে ভালো হওয়া যায়। আবার সেই কমিউনিটি ফান্ডের সমস্ত স্টিম তুমি মেরে খেয়েছ চুরি করেছো। এটা সবাই জানে। পা চাটা তোমার জন্মগত অভ্যাস। ওটাই করতে থাকো। আমার বিরুদ্ধে কিছু বলে যদি দাদার কাছ থেকে সহানুভূতি আদায় করা যায়। আমি কখনোই নিজের অসহায়ত্ব প্রকাশ করে মডারেটর হইনি। দাদা কোনদিন বলতে পারবে না আমি তার কাছে মডারেটর হওয়ার জন্য সুপারিশ করেছি। সবাইকে তুমি নিজের মতই মনে করো। আর আমি পুশ কয়েন ক্রাশ করাইনি। আমি আস্তে আস্তে বিক্রি করে বের হয়েছি। পুশ কয়েন এখন আগের থেকেও ভালো অবস্থায় রয়েছে। মিথ্যা আর বাটপারি বন্ধ করো। আর যত ইচ্ছা আমার বিরুদ্ধে লিখতে থাকো। এটা ছাড়া তোমার আর এখন করার কিছুই নেই। এ সমস্ত নোংরামি করে যদি দু পয়সা ইনকাম করতে পারো করো তাতে আমার কোন সমস্যা নেই। আমি কখনো স্বজন প্রীতি করে পোস্ট নমিনেশন দেই নাই। আর আমরা মডারেটররা যে পোস্ট নমিনেশন দিতাম সেখানে তিন থেকে পাঁচ ডলারের ভোট পড়তো তার থেকে বেশি ভোট পড়ার সুযোগ ছিল না। অতএব এসব মিথ্যা জালিয়াতি বন্ধ করো। তোমাকে এই প্লাটফর্মের একটা লোকও বিশ্বাস করে না আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন নেই। কিন্তু কেউ বলতে পারবে না আমি কাউকে একটা খারাপ কথা কাউকে বলেছি। এটাই তোমার উদ্দেশ্যে আমার শেষ কমেন্ট। অবশেষে বলতে চাই শুভ ভাই তোমাকে ভালো একটা নাম দিয়েছে টোকাই তৌফিক। তুমি আসলেই এই নামের যোগ্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহা Rex-sumon তো নিজেই একটা চোর৷ আমি ১০ টা বুমিং নিয়ে দিছিলাম৷ যেটা সে নিজের পরিবারের কাজে লাগাইতো৷ আমি আমার কমিউনিটির মেম্বারদের জন্য অনেক কিছু করছি৷ আমি লুটপাট করি নাই৷ আমি কমিউনিটিতে ৩ জনকে সাথে নিছিলাম৷ Tarpan and rex-sumon. ১৩২ টাকা দামে তাকে আমি ২০০০ স্টীম দিয়েছিলাম৷ তারপরেও ঐ টাকা আমার উঠে নাই৷ আমার বন্ধু tarpan পরে স্টীম নিছিলো৷ আমার থেকে বড় বাটপার rex-sumon. সে যে কেমন তার নিজের এলাকার ছেলেরাই জানে৷ একটা ভালো অবস্থানে গিয়ে নিজের বন্ধুদের ভুলে যাওয়া লোক আর কতটা ভালো হবে৷ অকৃতজ্ঞ লোক৷ আমার বন্ধুরা আমাকে কয়জন ঘৃণা করে দেখাইয়েন।
আমার কমিউনিটিতে সাজানো মেম্বার ছিলো 😂😂। আপনাদের বাংলাব্লগে তো আপনাদর বউ বাচ্চা, হাবিজাবি কাজ করে সব৷ নরমাল মেম্বার আসলে তো রেফারের অভাবে কাজই করতে পারে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুভ তো একটা গরুর ডাক্তার৷ গরুর পাছায় হাত দেওয়া যার কাজ 😂। আর এমন ভাব করে সে কত বড় মানের ডাক্তার 😃। আমি টোকাই নারে আমার পরিবার যে শিক্ষা আমাকে দিছে তোরা তার ধারের কাছে যেতে পারবি না৷ ধোকাবাজ, বাটপার কথাকার৷ আমি কারো এক টাকা মেরে খাই না৷ আমি যা করছি তার বেনিফিট আমি নিছি৷ এটা ধোকা না৷ Steem Bangladesh থেকে তুমি ছাড়া কেউ অসন্তুষ্ট নয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার অবস্থান তোমাদের মত না৷ আমাকে কে কমন চোখে দেখে আমি জানি৷ আগে নিজের স্বার্থ দেখা বাদ দিয়ে জনগণের কথা ভাবো৷ মডারেটর দায়িত্ব পেয়ে তো প্রফেসর হয়ে গেছিলা। এমন ভাব তোমাদের মাটিতে পা পরে না৷ আমার কাউকে ঠকিয়ে উপরে উঠতে হয় না৷ আল্লাহ আমাকে সব সময় ভালো অবস্থানই দান করছে৷ কিছু বিশ্বাসঘাতক মানুষের কারণে বার বার হোছট খাই৷ আমার একটাই খারাপ দিক৷ আমি সবার সাথে ভালো মন্দ উভয় বিষয়ে কথা বলি।
তোমরা যে দাদা আর নুসুরানূরকে নিয়ে কথা বলো না এটা বুকে হাত দিয়ে বলতে পারবা একটা এ্যাডমিন মডারেটর৷ তোমরা extra আইডি চালাও নাই কেউ বলতে পারবা? সবাই তলে তলে অকাম করে উপরে সাধু৷ আমি যা করি আমি স্বীকার করি৷ তোমাদের মত না লুকায় রাখি দিবো। আল্লাহ সম্মান দেওয়ার মালিক৷ তোমার সম্মান কতটুকু আমার জানা আছে৷ ডাক্তার শুভকে কয়জন সম্মান করে সেটাও জানা আছে৷
আমি প্রথমে চেষ্টা করছিলাম বিধায় সবাই এখন ভালো পর্যায়ে। আমার মাধ্যমে আসলা আবার আমাকে বলো আমি বাটপার৷ আমি সাজায় লোক ঢুকাইছি৷ তাহলে তুমিও তো সাজানো মানুষ। রেক্স সুমন সাজানো মানুষ।
কৃতজ্ঞতা প্রকাশ করি আমি যারা ভালো। যারা অকৃতজ্ঞ তাদের কখনও আমি কৃতজ্ঞতা দেখাতে যাবো না৷ আমার বন্ধু tarpan, sohanurrahman আমাকে অনেক সাহায্য করছে৷ অথচ একটা সময় rex-sumon সাথে আমার ভালো সম্পর্ক ছিলো৷ তিনি একটা উচ্চমানের বাটপার৷ নিজের স্বার্থ নিয়ে চলে৷ নিজেই বাঁচতে চায়৷ অন্যরা মরে মরুক৷ উনার উক্তি যত কম লোক তত বেনিফিট৷ আমি সব সময় চাইতাম লোক বাড়ুক৷ সবাই কিছু না কিছু পাক৷ আপনাদের শিক্ষা আর আমার শিক্ষার মধ্যে অনেক পার্থক্য আছে৷
পারলে rex-sumon আর shuvo কে ডেকে অনেন৷ দুইজনকেও ধুইতে হবে। শুভ হাতুরি ডাক্তার তো হাইভে বাশ খায় স্টীমিটে আসছে ।
আমি always মাল্টিপল একাউন্ট ব্যবহার করি৷ তবে নিজের কমিউনিটিতে করতাম না ফেইক আইডি ব্যবহার৷ এখনও আমি মাল্টিপল আইডি চালাই৷ পারলে আমাকে ধরে দেখাও । আমি সত্য কথা বলতেছি৷ আমি ৫ টা আইডি ইউজ করি ধরো আমাকে । তুমি পাবলিকের সামনে বলো দেখি বউ বাচ্চা নিয়ে কয়টা আইডি চালাইছিলা, তুমি rex-sumon and হাতুরি ডাক্তার শুভ?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit