তাহলে এটা দাদা গ্রুপে কেন শেয়ার করছে?
তোমাকে এই স্টিমেট প্ল্যাটফর্মে একজন মানুষও বিশ্বাস করে না কারণ তুমি একজন পরীক্ষিত প্রতারক এবং বাটপার।
অকৃতজ্ঞরা আমাকে বিশ্বাস করবে কেন 🙂। দেখেন ভোট নিয়ে আমাকে কত জন বিশ্বাস আর না করে। আমি যা মানুষের জন্য করছি। আপনারা তার ১০০ ভাগের ১ ভাগও করেন না৷ নিজেরা ফালতু পোস্ট করে এক পোস্টে নেন ৫০$ ভোট৷ আর একটা মেম্বার সারা সপ্তাহ খেটে পায় ২০-৩০$ ভোট। আপনারা যদি এতই ভালো হতে এডমিন/মডারেটররা তাহলে অবশ্যই এই বৈষম্য দূর করতেন৷ আমি হলে এটা দূর করার জন্য ট্রাই অবশ্যই করতাম৷ তা আপনারা করেন না৷ দাদা এইখানে অনেক বড় একটা বৈষম্য তৈরি করছে এডমিন-মডারেটরদের সাথে মেম্বারদের৷ এখানে আমি তাকে সাপোর্ট করতে পারলাম না৷
আমার কাজের আপনাদের মত অকৃতজ্ঞ লোক গুলোই আমাকে ঘৃণা করে৷ Rex-sumon কে আমি জোড় করে ঢুকাইছিলাম৷ অনেক বুঝায় শুনায়। তখন আমার সাথে ভালো সম্পর্ক ছিলো৷ তিনিও অনেক স্বার্থপর৷ এর কারণে আমার তার সাথে ঝগড়া লাগছিলো৷ নুসুরানুর আপা তো একটা কি বলবো৷ ঐ মহিলাকে আমি অনেক হেল্প করছিলাম৷ তিনি সেটার মূল্যও দিতে পারে নাই৷ এই মহিলা স্বার্থবাদী। এখন যদি ডোনাল্ড ট্রাম্প বলে আমার পিএস হয়ে যাও৷ তাহলে দাদার সাথে কাজ বাদ দিয়ে চলে যাবে ট্রাম্পের কাছে৷ এই তিনটা মানুষ ছাড়া আমাকে আর কে খারাপ বলে দেখান৷