হাহা Rex-sumon তো নিজেই একটা চোর৷ আমি ১০ টা বুমিং নিয়ে দিছিলাম৷ যেটা সে নিজের পরিবারের কাজে লাগাইতো৷ আমি আমার কমিউনিটির মেম্বারদের জন্য অনেক কিছু করছি৷ আমি লুটপাট করি নাই৷ আমি কমিউনিটিতে ৩ জনকে সাথে নিছিলাম৷ Tarpan and rex-sumon. ১৩২ টাকা দামে তাকে আমি ২০০০ স্টীম দিয়েছিলাম৷ তারপরেও ঐ টাকা আমার উঠে নাই৷ আমার বন্ধু tarpan পরে স্টীম নিছিলো৷ আমার থেকে বড় বাটপার rex-sumon. সে যে কেমন তার নিজের এলাকার ছেলেরাই জানে৷ একটা ভালো অবস্থানে গিয়ে নিজের বন্ধুদের ভুলে যাওয়া লোক আর কতটা ভালো হবে৷ অকৃতজ্ঞ লোক৷ আমার বন্ধুরা আমাকে কয়জন ঘৃণা করে দেখাইয়েন।
আমার কমিউনিটিতে সাজানো মেম্বার ছিলো 😂😂। আপনাদের বাংলাব্লগে তো আপনাদর বউ বাচ্চা, হাবিজাবি কাজ করে সব৷ নরমাল মেম্বার আসলে তো রেফারের অভাবে কাজই করতে পারে না।