আমার অবস্থান তোমাদের মত না৷ আমাকে কে কমন চোখে দেখে আমি জানি৷ আগে নিজের স্বার্থ দেখা বাদ দিয়ে জনগণের কথা ভাবো৷ মডারেটর দায়িত্ব পেয়ে তো প্রফেসর হয়ে গেছিলা। এমন ভাব তোমাদের মাটিতে পা পরে না৷ আমার কাউকে ঠকিয়ে উপরে উঠতে হয় না৷ আল্লাহ আমাকে সব সময় ভালো অবস্থানই দান করছে৷ কিছু বিশ্বাসঘাতক মানুষের কারণে বার বার হোছট খাই৷ আমার একটাই খারাপ দিক৷ আমি সবার সাথে ভালো মন্দ উভয় বিষয়ে কথা বলি।
তোমরা যে দাদা আর নুসুরানূরকে নিয়ে কথা বলো না এটা বুকে হাত দিয়ে বলতে পারবা একটা এ্যাডমিন মডারেটর৷ তোমরা extra আইডি চালাও নাই কেউ বলতে পারবা? সবাই তলে তলে অকাম করে উপরে সাধু৷ আমি যা করি আমি স্বীকার করি৷ তোমাদের মত না লুকায় রাখি দিবো। আল্লাহ সম্মান দেওয়ার মালিক৷ তোমার সম্মান কতটুকু আমার জানা আছে৷ ডাক্তার শুভকে কয়জন সম্মান করে সেটাও জানা আছে৷
আমি প্রথমে চেষ্টা করছিলাম বিধায় সবাই এখন ভালো পর্যায়ে। আমার মাধ্যমে আসলা আবার আমাকে বলো আমি বাটপার৷ আমি সাজায় লোক ঢুকাইছি৷ তাহলে তুমিও তো সাজানো মানুষ। রেক্স সুমন সাজানো মানুষ।
কৃতজ্ঞতা প্রকাশ করি আমি যারা ভালো। যারা অকৃতজ্ঞ তাদের কখনও আমি কৃতজ্ঞতা দেখাতে যাবো না৷ আমার বন্ধু tarpan, sohanurrahman আমাকে অনেক সাহায্য করছে৷ অথচ একটা সময় rex-sumon সাথে আমার ভালো সম্পর্ক ছিলো৷ তিনি একটা উচ্চমানের বাটপার৷ নিজের স্বার্থ নিয়ে চলে৷ নিজেই বাঁচতে চায়৷ অন্যরা মরে মরুক৷ উনার উক্তি যত কম লোক তত বেনিফিট৷ আমি সব সময় চাইতাম লোক বাড়ুক৷ সবাই কিছু না কিছু পাক৷ আপনাদের শিক্ষা আর আমার শিক্ষার মধ্যে অনেক পার্থক্য আছে৷
পারলে rex-sumon আর shuvo কে ডেকে অনেন৷ দুইজনকেও ধুইতে হবে। শুভ হাতুরি ডাক্তার তো হাইভে বাশ খায় স্টীমিটে আসছে ।
আমি always মাল্টিপল একাউন্ট ব্যবহার করি৷ তবে নিজের কমিউনিটিতে করতাম না ফেইক আইডি ব্যবহার৷ এখনও আমি মাল্টিপল আইডি চালাই৷ পারলে আমাকে ধরে দেখাও । আমি সত্য কথা বলতেছি৷ আমি ৫ টা আইডি ইউজ করি ধরো আমাকে । তুমি পাবলিকের সামনে বলো দেখি বউ বাচ্চা নিয়ে কয়টা আইডি চালাইছিলা, তুমি rex-sumon and হাতুরি ডাক্তার শুভ?