আমি টাকা চুরি করছি কিনা, রেক্স সুমন করছে ভালো করে দেখে নিও৷ আমি মানুষের জন্য কাজ করছি। আর যাদের জন্য কাজ করছি তারা এখনও আমাকে ভালোবাসে। আর তোমাকে আর তোমার চৌদ্দগুষ্টিকে তো সবাই অপছন্দ করে। এটা তো বুঝা যায়। চৌদ্দগুষ্টি বলতে তোমার রিক্স সুমন বাপের কথা বলছি 😃। রেক্স সুমনকে এখন থেকে আব্বু বলে ডাকিও।
আমি যে সবাইকে ধুয়া দিচ্ছি এখানে কি মনে হচ্ছে আমি দাদার সহানুভূতির জন্য আসছি৷ আমার কোন সাপোর্ট এর প্রয়োজন নাই। টাকা লাগলে বলিও আমি তোমাকে দিব। আবার দাদার কোন কয়েনে প্রথমে ইনভেস্ট করিও। আর বেশি দামে সেল দিও 😃।
আমার সাথে যুক্তি দিয়ে পারবা না। হুদাই মানুষকে টেনে আনতেছো মিয়া। শুভ তো এমন ভাব নেয় এমবিবিএস ডাক্তার ঐ 🙂। আসলে তো গরুর ডাক্তার 😃। ভালো থাকেন। ফকির হলে বলিয়েন আমি কিছু টাকা দান করবোনে।
যাক আমার পোষ্টের মাধ্যমেই কালসাপ ১৭ দিন পর গর্ত থেকে বের হয়েছে। পোষ্টে কমেন্ট করার জন্য ধন্যবাদ৷