Whole world's dairy ll movie review ll by @hayat221 ll

in hive-170662 •  4 years ago 

হ্যালো বন্ধুরা,

আমি আপনাদের মাঝে এসেছি, আজকে আমি আপনাদের সাথে একটি মুভি সম্পর্কে জানাবো এবং এই মুভিটি Style Star Allu Arjun এর। আমরা জারা মুভি প্রেমিক তারা Allu এর নাম জানিনা এমন হতেই পারে না। এই মুভিটির নাম হচ্ছে Ala Vaikunthapurramuloo। এই মুভিটি একটি কমেডি একশন মুভি।

Ala-Vaikunthapurramloo-movie-New-Year-HD-Posters-and-Stills-1.jpg
Source


images (33).jpeg
Source


সংক্ষেপে কিছু কথাঃ

এখানেAla Vaikunthapurramuloo বক্স অফিস সংগ্রহ যা একটি অ্যাকশন ফিল্ম। এই ছবিটি পরিচালনা করেছেন ত্রিভিক্রম শ্রিনিবাস এবং প্রযোজনা করেছেন গীতা আর্টস, হারিকা ও হাসিন ক্রিয়েশনস।Ala Vaikunthapurramulooএকটি বেশ ভাল প্যাকেজযুক্ত বিনোদনমূলক চলচ্চিত্র যা এর বেশ কয়েকটি ইতিবাচক পয়েন্ট রয়েছে। এটি একটি পারিবারিক বিনোদন অনুভূতি। অনেকগুলি সমস্যা এবং কিছু ক্লিকিত ক্রম সত্ত্বেও, এই সময়ে এটি একটি বিনোদনমূলক ঘড়ি তোলে। এবং সংগীত শীর্ষ খাঁজ। কেউ বলতে পারেন, এটি একটি পান্ডাগা সিনেমা।


ছবির চরিত্র গুলোঃ

Ala Vaikunthapurramuloo মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অল্লু অর্জুন, পূজা হেগদে, সুশান্ত, জয়রাম, তবু, এবং নিভেথা পেথুরাজ। এবং এখানে সবার
চরিত্র গুলো অনেকটা গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং।


ছবির ভাষাঃ

এই মুভিটি তেলুগু ভাষায় রিলিজ হয়েছে হিন্দি মুভি হিন্দি ডুবেট করা হয়েছে এবং ইউটিউবে এই মুভিটি এখন আপনারা দেখতে পারবেন।


ছবির সমস্ত সংগ্রহ এবং আয়ঃ

Ala Vaikunthapurramuloo এই মুভিটি এই পর্যন্ত ইন্ডিয়ার বক্সঅফিসে 269 কোটি টাকা আয় করেছে। এবং এটি ইন্ডিয়ায় আয় করেছে 200 কোটি টাকা এবং ওয়ার্ল্ড ওয়াইড হাই করেছে 69 কোটি টাকা আলুআরজুনের এই মুভিটা অতিরিক্ত ভাষায় রিলিজ না হওয়ার ফলে তেমন আয় করতে পারেনি ওয়ার্ল্ডওয়াইড মাত্র 69 কোটি টাকা আয় করেছে এভাবে যদি আরো কিছু ভাষায় রিলিজ কত তাহলে আরো ইনকাম হতো।


মুভি সম্পর্কে কথাঃ

Ala Vaikunthapurramuloo এটি একটি পারিবারিক মুভি। এই মুভিতে দুটি পরিবার নিয়ে ছবিটি তৈরি করা হয়েছে ।এই মুভিটি মূল কাহিনী হলো একটি বড়লোক পরিবারের একজন চাকর থাকে যে তাদের পার্সোনাল এসিস্টেন্ট হিসেবে থাকে। এবং ওই মালিকের এবং তার চাকরের একইসাথে বাচ্চা হয় এবং একই দিনে যে চাকর থাকে সে তার বাচ্চাকে মালিকের বাচ্চার সাথে উল্টাপাল্টা করে দেয় এবং দীর্ঘদিন যাওয়ার পরে আল্লু আর্যুন পুনরায় সেটা বুঝতে পারে যে সে তার আসল বাবা না আমার বাবা যার কাছ যার কাছে চাকরি করে সেই মালিক হল তার আসল বাবা এবং তার আসল বাবার পরিবারে অনেক সমস্যা থাকে তাদের পারিবারিক এবং এই পারিবারিক সমস্যা সমাধান করে। এবং মুভিতে অনেক জোস একশন মারামারি হয়েছে যেখানে আল্লু আর্যুন কে দেখলে সবাই ফিদা হয়ে যাবে এমন কিছু রয়েছে। আল্লু আর্যুনএকটা মেয়ের সাথে প্রেম হয় এবং প্রত্যেকটি গান সুপার হিট হয়েছে বক্স অফিসে। এবং সবার শেষে আল্লু আর্যুন তার পরিবারকে ফিরে পাই এবং সে আবার রাজার মত থাকে।



ধন্যবাদ জানিয়ে আছে এখানে শেষ করছি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে আমার মুভি রিভিউ টি।

Best regards-
@hayat221



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!