Achievement 1 "My Introduction To Steemit Platform" 01 june , 2024

in hive-172186 •  8 months ago  (edited)

আসসালামু আলাইকুম।আপনারা সবাই কেমন আছেন?আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।এই প্ল্যাটফর্মে আমি একজন নতুন সদস্য।আশা করি আপনারা আমাকে যেকোনো বিষয়ে সহযোগিতা করবেন।

নিচে কিছু তথ্য এবং পরিচয় আপনাদের সামনে তুলে ধরা হলো।

IMG_20240603_174120_580.jpg

নিজের পরিচয়:-
আমার নাম মোঃ বিপ্লব হোসেন
আমি বতমানে স্টার পোরসেলিন এ জব করি।
আমার বতমান ঠিকানা: শাহাপুর, মাধবপুর, হবিগঞ্জ।
আমার নিজের বাসা: ঝিকরা, বাগমারা, রাজশাহী।

পরিবারের পরিচয়:-
আমার পরিবারে সদস্য ৬ জন। আমি,আব্বু,আম্মু, এবং ৩ জন বোন মিলে মোট ৬ জন সদস্য।আমার আব্বুর নাম মোঃ হাসান আলী, আমার আম্মুর নাম মোছাঃ হাসিনা বিবি ।

পরিবারের মধ্যে আমিই সবার থেকে বড়। বোনদের মধ্যে যে সবার থেকে বড়, তার নাম মোছাঃ জেচমিন সুলতানা।তার থেকে ছোট বোনের নাম মোছাঃ মোহনা আক্তার জেমি । তার থেকেও ছোট বোনের নাম মোছাঃ সুমাইয়া আক্তার । এই মিলিয়ে আমাদের একটি সুখী পরিবার।

আমি খুব আনন্দিত,এমন একটি পরিবার পেয়ে। আমার কাছে সবচেয়ে আদরের বোনটি হচ্ছে, সবার থেকে ছোট বোন ।
নিচে আমার সবার থেকে ছোট বোনের ফটো দিলাম।

1717169785140.jpg

শিক্ষাগত যোগ্যতা:-
আমি পিএসসি পরীক্ষা দিয়েছি ২০১৩ সালে।পিএসসি পরীক্ষায় ৪.১০ পেয়েছি।আমি ২০১৯ সালে এসএসসি পরীক্ষা দিয়েছি।এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৬৫ পেয়েছি।২০২২ সালে আমি ইন্টার সেকেন্ড ইয়ার পরীক্ষা দিয়েছি।ইন্টার সেকেন্ড ইয়ার পরীক্ষায় জিপিএ ৫.০০ পেয়েছি।

1717168066850.jpg

নিজের স্বপ্ন:-
প্রত্যেকটি মানুষের জীবনে কোনো না কোনো স্বপ্ন থাকেই।আমারও জীবনে অনেক স্বপ্ন রয়েছে। ভালো মানের কোম্পানিতে জব নেওয়া। যার মাধ্যমে আমার সকল ইচ্ছে ও স্বপ্নগুলো পূরণ করতে পারবো।

মানুষের ইচ্ছে বা স্বপ্নের কোনো শেষ নেই। মানুষের ইচ্ছে করা থেকেই স্বপ্ন জাগে, আর সেই স্বপ্ন নিয়েই মানুষ এগিয়ে চলে।আল্লাহর রহমতে একদিন আমার সকল স্বপ্ন ঠিক পূরণ হবে, ইনশাআল্লাহ।

নিজের লক্ষ্য:-
প্রত্যেক মানুষই চায় অর্থপূর্ণ জীবন। অর্থহীন জীবন কারও কাম্য নয়। আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। চাইলেও কিছু কিছু লক্ষ্য আছে তা পূরণ করতে পারি না। তাই বলে থেমে থাকলে হবে না।

অবশ্যই লক্ষ্য পূরণ করার রাস্তায় চলতে হবে।মানুষ পারে না এমন কোনো কাজ নেই। অন্য মানুষ পারলে আমি কেন পারবো না। কাজের প্রতি চেষ্টা থাকতে হবে। আর আমি সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ একদিন সফলতা আসবেই। সেদিন আমার পরিবারের সকল অভাব পূরণ করতে পারবো।

1713622920246 (2).jpg

অবসর সময়:-
বর্তমানে অবসর সময়টা পাওয়া কষ্টকর।কেননা বর্তমান প্রতিযোগীতার যুগে সময় বা‌হির ক‌রা খুবই ক‌ঠিন।প্রযুক্তির এই যুগে কাজের কোন শেষ নেই। মোবাইলে অনলাইন গেমস খেলা, কথা বলা, চ্যাটিং করা,টিভি দেখা,কাজের কোনো শেষ নেই।

অবসর সময়ে আমিও আমার বন্ধুরা মিলে ঘুরা ফেরা করি ও খেলাধুলা করি।ইউটিউবে ভিডিও ছাড়ার জন্য ভিডিওটি এডিট করে থাকি। ইউটিউবে মজার মজার ভিডিও দেখি।অবসর সময়ে বই পড়তে আমার খুব ভালো লাগে।

এই প্লাটফর্ম সম্পর্কে আমার এক বড় ভাইয়ের কাছ থেকে জানতে পারি।
।বড় ভাইয়ের আইডির ইউজার নেম @jakaria121 @shariful12। আপনাদের সহযোগিতা পেলে আমি অনেক দূরে যেতে পারবো ইনশাআল্লাহ।

My Facebook Profile
Link-https://www.facebook.com/profile.php?id=100049632610345

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এই প্লাটফর্মে আপনাকে স্বাগতম। আশা করতেছি আপনার সৃজনশীলতা দিয়ে এই প্লাটফর্মকে আরো রাঙ্গিয়ে তুলতে পারবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ।

ধন্যবাদ জানাই আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য চমৎকার এই প্ল্যাটফর্মে। অবশ্যই আমি আমার সৃজনশীলতা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব।

Loading...
Loading...

Bro, nice post.
Hope you get success.
Stay blessed.
@muhammad-ahmad

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

অনেক অনেক ধন্যবাদ

All The Best

Thanks

Loading...