আমার পরিচয় মূলক পোস্ট।

in hive-172186 •  last year  (edited)

বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় আল্লাহতালার নামে শুরু করিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভাল আছেন। আমিও আল্লাহ তাআলার রহমত এবং আপনাদের সকলের দোয়াতে ভালো আছি।স্টিমিট প্লাটফর্মে আজকে আমার প্রথম লেখা অর্থাৎ স্টিমিট প্লাটফর্মে আজকে আমার নতুন ভাবে কাজ শুরু করা।তাই আজকে আমি আমার ব্যক্তিগত পরিচয় বিষয়ক কিছু কথা শেয়ার করব।

IMG20230907065755.jpg

আমার পরিচয়ঃ-আমার নাম মোঃ এমদাদুল হক। আমি একজন মুসলমান ঘরের সন্তান। আমার পরিবারে মোট ছয়জন সদস্য। অর্থাৎ মা-বাবা আমি এবং দুই ভাই এক বোন। আমার বোন সবচেয়ে ছোট তাই আমরা সবাই আমার ছোট বোনকে অনেক বেশি ভালোবাসি।

IMG_20230821_195455.jpg

এবং আমার ছোট বোন খুুব দুষ্ট প্রকৃতির ।তাই মাঝে মাঝে আমাদের সাথে দুষ্টোমি করে থাকে। তা আমাদের খুব ভালো লাগে। জন্ম সূত্রে আমরা সকলেই বাংলাদেশী।আমার ঠিকানাঃ জেলাঃ সিরাজগন্জ, থানাঃ কাজিপুর, বিভাগঃ রাজশাহী।

আমার শিক্ষা জীবনঃ আমি বর্তমানে একজন ছাত্র। আমি ইন্টার ফাস্ট ইয়ার পড়ালেখা করি।আমার অনেক স্বপ্ন আছে। আমি যেন ভালোভাবে পড়ালেখা করে মা বাবার মুখ উজ্জ্বল করতে পারি।তাই আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমার সকল আশা পূরণ করেন আমিন। এছাড়া এগুলোর পাশাপাশি অনলাইন কাজ করার জন্য আমার খুব ইচ্ছে।

received_611056801186056.jpeg

আমার শখ এবং পছন্দ: আমি ছোট বেলা হতে খেলাধুলা এবং মোবাইলে গেম খেলতে পছন্দ করি। এছাড়া সময় পেলে বিকালবেলা বন্ধুদের সাথে ঘুরাঘুরি খুব পছন্দ করি। কেননা ঘুরাঘুরি করলে অনেক সময় মন খারাপ থাকলে ভালো হয়ে যায়।তাছাড়া আমার গল্পের বই পড়তে খুব ভালো লাগে। অর্থ্যাৎ গল্পের বই পড়া টা আমার শখের মধ্যে পড়ে।কারন অবসর সময় পেলে গল্পের বই পড়ি।

আপনাদের কমিউনিটি সম্পর্কে যেভাবে জানতে পেরেছিঃ- আমি অনেক দিন আগে হতেই বাইন্যান্স এবং মাইনিং সাইটে কাজ করি এছাড়া অনলাইন সম্পর্কে ইনশাআল্লাহ ভালোই ধারণা আছে। তাই আমি যেহেতু আগেই হতে অনলাইনে কাজ করি।তাই কিছুদিন আগে রাবেয়া আপু আমাকে স্টিমিট প্লাটফর্মের কথা বলে যে এই প্লাটফর্মে কোন ইনভেস্ট করা লাগে না। নিজের লেখা পোস্ট লেখে শেয়ার করা যায়।

তাই আমার খুব ভালো লাগে যে এই প্লাটফর্মে নিজের লেখাগুলো শেয়ার করতে পাবো। তাইতো আমি রাবেয়া আপুর হতে ধারণা নিয়ে আপনাদের মাঝে আমার পরিচয় মূলক পোস্ট শেয়ার করার সুযোগ পেয়েছি। এছাড়া সবচেয়ে ভালো লেগেছে যে স্টিমিট প্লাটফর্মে নিজের সৃজনশীলতা লেখাও শেয়ার করা যায় ।তাই আশা করি আপনারা আমাকে সাপোর্ট ও সহযোগিতা করবেন। যাতে করে আমার নিজের সৃজনশীল লেখা পোস্টগুলো লেখে সামনের দিকে এগিয়ে যেতে পারি।

আর আমাকে এই স্টিমিট প্লাটফর্মে যে সংযুক্ত করেছে তার নাম হলো রাবেয়া।রাবেয়া আপু হলো আমার এলাকার বড় আপু।তাই (@rabeya1) আপুকে অনেক অনেক ধন্যবাদ। এই স্টিমিট প্লাটফর্মের সাথে পরিচিত করে দেওয়ার জন্য। আমাকে আপনারা সবাই দোয়া করবেন। যাতে প্ল্যাটফর্মের সাথে সুন্দরভাবে থাকতে পারি। এবং এই প্লাটফর্মের সকল নিয়মকানুন মেনে চলতে পারি।

তাই পরিশেষে আমি এটাই বলব যে New Commerce Community তে আমি নতুন সদস্য। তাই আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাতে New commerce community এর সকল নিয়ম মেনে আমি আপনাদের এখানে কাজ করতে পারি।সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

My Facebook Profile Link:
https://www.facebook.com/profile.php?id=100089045635143

TQ.png

DeviceName
AndroidRedmi Note 7S
CameraDual 48+5 Megapixel
LocationBangladesh 🇧🇩
Short by@emdadul12
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

হ্যালো স্টিমে আপনাকে স্বাগতম

আর আমাকে এই স্টিমিট প্লাটফর্মে যে সংযুক্ত করেছে তার নাম হলো রাবেয়া।রাবেয়া আপু হলো আমার এলাকার বড় আপু।তাই (@rabeya1)

এটি খুবই গুরুত্বপূর্ণ যে আপনার আপু যেনো আপনার এচিভমেন্ট-১ পাবলিকেশনটি যাচিত করে ।

প্রেজেন্টেশন পেপারটি হাতে নিয়ে আপনার আপুর সাথে একটি ছবি তুলে সেটি এই কমেন্টের রিপ্লাইতে সাবমিট করুন । ধন্যবাদ

স্বাগতম তোমাকে ছোট ভাই এই প্লাটফর্মে
তোমার পোস্ট টা অনেক সুন্দর হয়েছে,
শুভ কামনা রইলো তোমার জন্য,
এখানে সততার সাথে নিয়মিত কাজ করো
ইনশাআল্লাহ্ ভালো কিছু করতে পারবে

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। ঠিক আছে আপু দোয়া করবেন ইনশাআল্লাহ এই প্লাটফর্মের সকল নিয়ম মেনে সামনে এগিয়ে যেতে পারি। ভালো থাকবেন

Greetings,

Welcome to the steemit platform.Thank you for completing the Achievement-1 task. Hope you feel comfortable and enjoyable sharing here. Please continue to the Achievement 2 task. Here I will send the guide:


Achievement 2 Task



rate 2

Feel free to contact me if you need any help:

Thank You
Ripon