প্রিয় বন্ধুরা,আশা করি সবাই ভালো আছেন।এটা আমার দ্বিতীয় পোস্ট। আজকে আমার তোলা একটি ফটো আপনাদের সাথে শেয়ার করব। এর লোকেশন হচ্ছে রৌমারী ডিগ্রি কলেজ। এটি রাত ৭:৩০ মিনিটে ক্লিক করা হয়েছিল।জি ক্যাম আ্যপ দ্বারা এটি ক্লিক করা হয়েছে।ছবিটার মধ্যে আপনারা একটা ন্যাচারাল ভাব খুঁজে পাবেন।রাতের মেঘমুক্ত আকাশের তারাগুলো এখানে ফুটে উঠেছে। তাছাড়া ছবিটাতে গাছগুলোও ফুটে উঠেছে। আশা করছি আপনাদের সবারই আমার এই ফটোটা পছন্দ হবে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ