আসসালামুয়ালাইকুম
আমি মোস্তাইন বিল্লাহ রিয়েল।
আমার বাড়ি, গাইবান্ধা জেলার মুন্সিপাড়ায়। বর্তমান বসবাস করছি ঢাকায়। আমার শৈশব কেটেছে, বিখ্যাত মিষ্টান্ন রসমুন্জুরি ও ঘাঘট নদীর শহর গাইবান্ধায়। স্কুল জীবন কেটেছে, আমার প্রিয় স্কুল, গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে। এরপর এস.এস.সি পাস করে চলে আসি ঢাকায়। এরপর এইচএসসি পাস করি,ঢাকা তেজগাঁও কলেজ থেকে।উচ্চ শিক্ষার জন্য ভর্তি হলাম ইউডা ইউনিভার্সিটিতে।একই ইউনিভার্সিটি থেকে সন্মানের সাথে, মার্কেটিং বিষয় নিয়ে বিবিএ এবং এমবিএ ডিগ্রি অর্জন করি।
ইউডা ইউনিভার্সিটিতে পড়ার সময় , ইউনিভার্সিটির আর একটি প্রতিষ্ঠান সমতা, যেখানে সুবিধা বঞ্চিত শিশুদের পড়ালেখার সুযোগ দেওয়া হয়। সেখানে শিক্ষকতা করি। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রডাক্ট ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছি।ছোট বেলা থেকে,গান গাইতে এবং মঞ্চনাটক করতে ভালো বাসতাম। পড়ালেখার কারণে এই পথে আর বেশি দূর হাঁটা হয় নাই।তবে নিজের জন্য এখনও, গুনগুন করে গান গাই। ঘুরতে এবং খেতে খুব ভালো লাগে। আমার প্রিয় খাবারের তালিকায় রয়েছে,গরুর মাংস ভুনা, খিচুড়ি এবং যেকোনো মিষ্টি জাতীয় খাবার।সময় পেলেই ঘুরতে বেরিয়ে পরি।অবসর সময়ে গান শুনতে, রান্না করতে এবং পরিবারের সাথে সময় কাটাতে ভালোবাসি। সময় পেলেই পাবজি খেলি।পাবজি আমার প্রিয় একটি খেলা।করোনার সময় যখন, দেশে প্রথম লকডাউন হয়,তখন অনলাইনে ফটোশপ ও গ্রাফিক্স ডিজাইনের উপর একটি কোর্স করি। এবং সফলতা অর্জন করতে পেরেছি।
প্রতিনিয়ত আমার নতুন কিছু করতে এবং শিখতে ভাল লাগে।অসহায় মানুষের পাশে থাকতে এবং তাদের জন্য কিছু করতে পারলে ভাল লাগে।কারো কাছে কিছু পাওয়ার চেয়ে,কাউকে কিছু দিতে পারলে ভাল লাগে।খুব সাধারণ জীবন যাপন করতে ভালোবাসি। জীবনের শেষ দিন পর্যন্ত,সৎপথে থাকতে চাই এবংনিজের দেশ ও মানুষের জন্য ভালো কিছু করতে চাই।
আজ এ পর্যন্তই
সবাই ভাল থাকবেন
সুস্থ থাকবেন
আল্লাহ হাফেজ।
Hi @mostain88
Welcome to Steemit
How did you get to Steemit, how did you find it?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you,
My mentor informed me about steemit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
May we know the steemit username of your mentor?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Md Maruf hossain
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit