পরিবারের সাথে ঘোরাঘুরি করার কিছু মুহূর্ত।

in hive-172186 •  last year 

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই, আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আপনাদের সাথে আবার নতুন একটি পোস্ট নিয়ে আসলাম।

রোমজানের আগের দিন বিকালে আমার কএ চাচাত ভাই আমাদের বাসায় আসল, সে থাকে রামপুরা, তিনি বসুন্ধরা মাদ্রাসায় পড়ে তখন পরীক্ষা ছুটিতে বাসায় এসেছিল, যাই হোক তারপর আমি তাকে অনেক জোরা জুরি করে তাকে বাসায় নিয়ে আসলাম, আমি তাদের বাসায় যাই নাই, কিন্তু অনেক বলার পর বাসায় আসার জন্য রাজি হল, ওই ভাইটি দুপুরের খাবারের পর বাসা থেকে রওনা দিয়েছে আমাদের বাসার উদ্দেশ্যে, বাসায় আসতে আসতে তার চারটার মত বেজে গেল।
Snapchat-1096337596.jpg
রামপুরা থেকে ওয়ারলেস সে এসে নেমেছিল, ওইখান থেকে আমি গিয়ে তাকে আমাদের বাসায় নিয়ে আসলাম, বাসা আসার পর হালকা নাস্তা দিল খাইতে চাইনি তাও জোর করে আমি তাকে খেয়ে দিলাম, যাই হোক কিছুক্ষণ পর আসরের আজান দিল ,তারপর আসরের নামাজ পড়ে এসে হাঁটার জন্য একটু বাহিরে গেলাম, আমাদের বাসায় দুই দিন আগে মেহমান এসেছিল, ওই উদ্দেশ্যে তাকে আমি আমাদের বাসায় আসতে বললাম, আমরা বাইরে দিয়ে হাঁটাহাঁটি করতে ছিলাম ওই সময় আমার অন্য এক চাচাতো ভাই ফোন দিয়েছিল বলল তিনি আমাদের বাসায় আসবে।

IMG_20240307_140736_194.jpg
তখন আমি বাসায় ফোন দিলাম এবং বললাম আরিফ ভাই বাসায় আসতাছে, তখন ওই ভাইয়ের মা ও ছেলে আমাদের বাসায়, কিছুক্ষণ পর বাসা থেকে ফোন দিল এবং বলল সবাই বলে বাহিরে যাবে হাটে হাটি করার জন্য, এরকমভাবে বলতেছিল যে নিয়ে যেতেই হবে, পরে আমি আর যে ভাই আমাদের বাসায় ছিল আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিতে ছিলাম যে কই নিয়ে যাওয়া যায়, একপর্যায়ে গিয়ে বললাম আরিফ ভাই আসুক পরে দেখা যাবে করে নিয়ে যাওয়া যায়।
IMG_20240304_190653_10.jpg
আরিফ ভাই তিনি যাত্রাবাড়ী এক মাদ্রাসায় চাকরি করে, যেহেতু তার মা এসেছিল আমাদের বাসায় তাই তিনি তার মায়ের সাথে দেখা করার জন্য আমাদের বাসায় আসে, আস্তে আস্তে মাগরিবের সময় হয়ে গেল
আমরা মাগরিবের নামাজের পর বাসায় বসে সবাই মিলে সিদ্ধান্ত নিল যে হাতিঝিলের ওদিকে যাবে, যাই হোক তখন আমরা তাড়া তাড়ি করে বাসা থেকে বাহির হয়ে গেলাম হাতিরঝিলের উদ্দেশ্যে, আমাদের এলাকা থেকে হাতিরঝিলে যাইতে প্রায় ২০ মিনিটে এর মত সময় লাগে গাড়ি দিয়ে যাইতে, দুঃখের কথা কি বলবো
রাস্তার মাঝখানে যে জ্যাম লাগে ছিল, তাই ওইখানে যেতে যেতে এক ঘণ্টার মতো সময় লেগে গিয়েছিল, ওই রাস্তায় সব সময় জ্যাম থাকে।
IMG_20240304_180654_571.jpg
ওখানে গিয়ে প্রথমে সবাই হালকা নাস্তা করলো, নাস্তা করার পর হাঁটা হাঁটি করলাম, প্রথমে আমরা গিয়েছিলাম হাতিঝিল এর এক নাম্বার ব্রিজে, এখানে অনেকক্ষণ হাঁটা হাঁটি করে এক পাশে বসে ছিলাম কিছুক্ষণ, তারপর আমরা দুই নাম্বার ব্রিজের দিকে গেলাম, ওইখানে বেশিক্ষণ আমরা দেরি করিনি, ওইখান থেকে তাড়া তাড়ি আমরা তিন নাম্বার ব্রিজের ওইখানে গেলাম , ওইখানে আমরা কিছুক্ষণ বসে ছিলাম, তারপর আমরা বাশার উদ্দেশ্যে রওনা দিলাম।

IMG_20240304_184707_769.jpg
বাসা আসার সময় কোন গাড়ি পাচ্ছিলাম না ভেতর দিয়ে যাওয়ার, দুই তিনটা সিএনজি দেখেছিলাম তারা ভাড়া 200 টাকা বেশি চায়, তখন সবাই বলল হেঁটে হেঁটে বাসায় যাবে, তখন সবাই হেঁটে হেঁটে বাসায় দিকে রওনা দিলাম, তিন নাম্বার ব্রিজ থেকে আমাদের বাসায় আসতে অনেক সময় লাগবে, যাই হোক যেহেতু সবাই বলেছিল তাই আমরা ওখান থেকে হেঁটে হেঁটেই বাসার দিকে রওনা দিয়ে ছিলাম, অর্ধেক রাস্তায় আসতে না রাস্তায় সবাই বললো আর পারছিনা এখন গাড়ি দিয়ে যাবে, তখন আমরা চেষ্টা করেছিলাম কিন্তু গাড়ি নিতে পারলাম না।

IMG_20240304_190537_143.jpg
পরে আমরা একটু আসি একটু ঝিরাই এভাবে করতে করতে আসতে ছিলাম, তখন আমাদের বাসায় যাইতে যাইতে রাত দশটার মতো বেজে গিয়েছিল।

IMG_20240304_190335_119.jpg
আজকের মত মার পোস্ট টি এখানেই শেষ, আগামীকাল আপনাদের সাথে আবারো নতুন একটি পোস্ট নিয়ে দেখা হবে, এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।

TQ.png

20240317-071158_1.png

DeviceName
AndroidTceno
Camera13M DUAL camera
LocationDhaka, Bangladesh 🇧🇩
Short by@rjabdullah
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Hello friend...

The newcomer community is a special community for new steemit users, you can only release achievement 1 to achievement 6 posts and compilation tasks in this community

Note

Anyone is prohibited from publishing general posts on the Newcomer Community other than the Achievement Task, as a penalty we will mute your posts

I appreciate your cooperation
Regards

এই পরে থেকে সব রকম নিয়ম কারন মিনে চলব ইনশাআল্লাহ।