✅|Achievement2 Task By @sagor02| 🔐"Basic Security on Steem Blockchain"🔐|Date: 05 July 2021|✅

in hive-172186 •  3 years ago 
আসসালামু আলাইকুম হ্যালো...! আমার প্রিয় স্টিমিয়ান বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি @sagor02 বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি সবাই এই করোনা মহামারীর সময় সুস্থ আছেন।

  • আজকে আমি আপনাদের মাঝে এই প্ল্যাটফর্মের বেসিক সিকিউরিটি সম্পর্কে আলোচনা করব। আমার আলোচনাটুকু আমি সুন্দর ও মার্জিত করে আপনাদের মাঝে উপস্থাপন করব ইনশাল্লাহ।


🔐Basic Security🔐



  • আপনারা সবাই জানেন যে সিকিউরিটি বলতে নির্দিষ্ট নিরাপত্তাকে বোঝায়। স্টিম সম্প্রদায়ে একটি একাউন্টে যে সমস্ত সিকিউরিটি গুলো ব্যবহার করা হয় তার বিভিন্ন আলোচনা ও ব্যবহার আপনাদের মাঝে শেয়ার করব।

20210705_160813.jpg

★Have you collected all of the Steemit passwords:?

  • আমি এই সম্প্রদায়ের স্টিমিট অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য কতগুলো পাসওয়ার্ড সংগ্রহ করেছি ।একজন স্টিমিট ব্যবহারকারীর অপরিহার্য বিষয় হল এই পাসওয়ার্ড সংগ্রহ করা। এই সম্প্রদায়ের যেসকল সিকিউরিটি গুলো রয়েছে তা নিম্নরূপ⤵️

★Posting key:
★Active key:
★Memo key:
★Master key:



★Do you know how to keep all passwords safe ?

  • আমি জানি যে একটি স্টিমিট অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য যে পাসওয়ার্ড গুলো প্রয়োজন সেগুলো খুব যত্ন সহকারে সংরক্ষিত রাখতে হয় আমিও এটি সুন্দরভাবে সংরক্ষিত রেখেছি।

  • সকল স্টিমিট ইউজারদের দায়িত্ব ও কর্তব্য হলো পাসওয়ার্ড গুলো যত্নসহকারে সংরক্ষণ রাখা কারণ এটি খুব গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় কাজ।

★How do you want to save a password?

  • পাসওয়ার্ডগুলো এমন ভাবে সংরক্ষন করতে হবে যেন কোনোভাবেই হারিয়ে না যায়। কারণ পাসওয়ার্ডগুলো মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে। পাসওয়ার্ডগুলো গুগোল ড্রাইভ বা নোটপ্যাডে রাখতে হবে।


🔐"Specific use of passwords"🔐 ⤵️



★posting key:⤵️

  • এই পাসওয়ার্ডটি অ্যাকাউন্ট লগইন ও বিভিন্ন অ্যাকাউন্টের বা স্টিমিট আইডির উদ্দেশ্যে যে সমস্ত মন্তব্য শেয়ার করা এবং যে কোন পোস্টে ভোট দেয়ার জন্য ব্যবহার করা হয়।

  • এই পাসওয়ার্ডটি যত্নসহকারে রাখতে হবে কারণ প্রত্যেকটি পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি স্টিম একাউন্টের জন্য।

20210705_155001.jpg

★How do you transfer your balance from one ID to another?

  • স্টিমিট সম্প্রদায়ে নিজের আইডি থেকে অন্য আইডিতে ব্যালেন্স ট্রান্সফার করার প্রয়োজন পড়ে আর এই কাজটির জন্য এই পদ্ধতি অবলম্বন করা হয়⤵️

20210705_154808.jpg

★Active key:⤵️

  • এই পাসওয়ার্ডটি ব্যবহার করা হয় ওয়ালেট লগইন করার জন্য এবং কয়েন ট্রান্সফার করা এক আইডি থেকে অন্য আইডিতে।

  • তাই এই পাসওয়ার্ডটি হারিয়ে গেলে আপনি কখনোই এই সম্প্রদায়ে প্রতিনিধিত্ব করতে পারবেন না এজন্য খুব যত্নসহকারে এই পাসওয়ার্ডটি সংরক্ষণ করতে হবে।

20210705_154655.jpg

★Memo key:⤵️

  • এই পাসওয়ার্ডটি কম গুরুত্বপূর্ণ এটি কেবলমাত্র ব্লকচেইন এর মাধ্যমে প্রেরিত ব্যক্তিগত বার্তা গুলো এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করে। যদি একটি ব্যক্তিগত বার্তা পান তবে আপনি ডিক্রিপ্ট করেন তাহলে একটি এনক্রিপ্ট বার্তা প্রেরণ করুন একটি এনক্রিপ্ট বার্তা দেখুন।

20210705_154744.jpg

★ How do you want to save the master password?

  • আমি এই পাসওয়ার্ডগুলো গুগল ড্রাইভে রেখেছি যা কোনোভাবেই হারিয়ে যাওয়ার সম্ভাবনা নেই।

★Master key:⤵️

  • এই সম্প্রদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড হল মাস্টার পাসওয়ার্ড এটি হারিয়ে গেলে একাউন্ট নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে 100% তাই এই পাসওয়ার্ডটি খুবই যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে। এটি হলো এই সম্প্রদায়ের সর্বশেষ্ঠ পাসওয়ার্ড।

  • একটি একাউন্ট হারিয়ে গেলে এই মাস্টার পাসওয়ার্ড দ্বারা ফিরিয়ে আনা সম্ভব হয় যা অন্য পাসওয়ার্ড দিয়ে হয় না তাই এই পাসওয়ার্ডটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

  • যদি অন্য কেউ এই পাসওয়ার্ডটি পেয়ে যায় তাহলে সে এই মাস্টার পাসওয়ার্ড দিয়ে আপনার একাউন্টের সকল পাসওয়ার্ড পরিবর্তন করতে সক্ষম হবে। তাই এই পাসওয়ার্ডটি আপনার নিয়ন্ত্রণে রাখবেন যেটা আপনি নিজেই পরিকল্পনা করে সংরক্ষণ করবেন।

20210705_154716.jpg

★Do you know how to power up and power down steem?

  • এই স্টিম সম্প্রদায়ের কাজের জন্য অনেক সময় স্টিম পাওয়ার আপ এবং স্টিম পাওয়ার ডাউন দেয়ার প্রয়োজন পড়ে এই কাজটি করতে হয় যে পদ্ধতি অবলম্বন করতে হয়⤵️

20210705_154845.jpg

  • সবশেষে আমি বলতে চাই যে এই সম্প্রদায়ের শিষ্টাচাররা আমাদেরকে পিডিএফ এর মাধ্যমে পাসওয়ার্ডগুলো দিয়েছেন যা আমরা ডাউনলোড করে সংরক্ষণ করি তাই প্রত্যেক ইউজারের বড় দায়িত্ব হলো পাসওয়ার্ডগুলো সংরক্ষন করা নিরাপত্তার কারণে।

  • এই সম্প্রদায়ের পাসওয়ার্ডগুলো সংরক্ষন রাখতে হবে সকল ইউজারদের নিজ দায়িত্বে কারণ আমরা নিজেরাই এই পাসওয়ার্ড দিয়ে কাজ করে থাকি। তাই যারা এ সম্প্রদায়ে একেবারেই নতুন আমি তাদের উদ্দেশ্যে বলব সকল পাসওয়ার্ডগুলো আপনার নিজ দায়িত্বে খুব যত্নসহকারে সংরক্ষণ করবেন।

Thanks a lot...!
@sagor02

Cc
@steemitblog
@boss75
@tarpan
@abuahmad
@sumit71428
@cryptokannon
@radjasalman
@adeljose
@tocho2
@Inspiracion

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hi i am Sumit one of the team member of Steem Greeter.

I am happy to announce that i have successfully verified your achievement 2 post. Now you are eligible for performing your achievement 3 which is about content etiquettes. You can refer this post for your next task.

Note:

Rate:1

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Hi, @sagor02,

Your post has been supported by @tarpan from the Steem Greeter Team.