♨️||Achievement 1 || Date 11-05-2021. My Introduceyourself post of steemit platform||By-@sagor02♨️

in hive-172186 •  4 years ago 

received_923787101803349-01.jpeg

  • আসসালামুআলাইকুম আশা করি আপনারা সবাই ভাল আছেন। সেই সাথে আমিও ভাল আছি। আজ 11 মে 2021 মঙ্গলবার।আজকে আমি নিউ কমার্স কমিউনিটিতে আমার নতুন পোস্টি শেয়ার করতে যাচ্ছি। এটি আমার প্রথম অংশগ্রহণ steemit সাইডে।

  • আমি শুরুতেই ধন্যবাদ জানাই এই প্লাটফর্মের সকল শিষ্টাচারদের যারা এত সুন্দর একটি প্লাটফর্ম তৈরী করেছেন আমি আরো ধন্যবাদ জানাই এ #newcomers'community .

  • আমি এই প্লাটফর্মে কাজ করার মন মানসিকতা নিয়েই আমি এই কমিউনিটিতে অংশগ্রহণ করতে যাচ্ছি।

  • আমি ইনশাল্লাহ আপনাদের সহায়তায় এই সম্প্রদায়ে সম্পূর্ণরূপে কাজটি করতে পারব বলে মনে করছি।

  • আমি এই পোষ্টে আমার জীবন সম্পর্কে প্রথম থেকে শেষ পর্যন্ত পূর্ণ বিবরণ আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার পোস্টটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন।

  • এই প্লাটফর্ম সম্পর্কে 2020 সাল থেকে কিছুটা ধারণা নিয়েছিলাম এবং এখন সম্পূর্ণরূপে ধারণা নিয়েছি আমার কাছের মানুষ আমারি ছোটো মামা মোঃআহসান হাবিবের কাছ থেকে।সে অনেক দিন ধরে এই প্লাটফর্মে কাজ করে।

  • এই প্লাটফর্মে কাজ করার যে সমস্ত উপকারগুলো সে সবই আমাকে বলেছে।এখানে কাজ করে অনেক অর্থায়ন করা সম্ভব হয়। তাও সে আমাকে সম্পূর্ণরূপে ধারণা দিয়েছে।

* Introduce yourself:⤵️

  • আমি মোঃ আব্দুল্লাহ আল সাগর। আমার বাড়ি জুগিরঘোপা, গাংনী, মেহেরপুর, খুলনা, বাংলাদেশ। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ থেকে 2019 সালে আমার মাস্টার্স কমপ্লিট করেছি।আমার পারিবারিক অবস্থা মধ্যবিত্ত।আমার পরিবারের সদস্যসংখ্যা চারজন। আমার বাবা একজন ব্যবসায়ী।
    IMG_20210511_183709.jpg

  • আমার একটি ছোট পরিবার। আমি এই প্ল্যাটফর্মটির সম্পর্কে জানতাম তারপরেও@ahosan01, আমার নিকটতম ছোট মামা। তার কথাই আমার এখানে কাজ করার আগ্রহ বেড়েছে। আমি জেনেছি এই প্লাটফরমটি সম্পর্কে যে, সারা বিশ্বের অনেকেই এই প্লাটফর্মে তাদের অভিজ্ঞতা শেয়ার করে। তাই আমি এখানে কাজ করতে আগ্রহ প্রকাশ করছি।

  • এটি হলো এমন একটি প্লাটফর্ম যেখানে সারা বিশ্বের মানুষ একত্রিত ভাবে তাদের অভিজ্ঞতা এবং নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে নতুন কিছু তুলে ধরার চেষ্টা করেন, তাই আমিও সেই প্রচেষ্টার মাধ্যমে এখানে এসেছি। যাতে আমি আমার বুদ্ধিমত্তা ও অভিজ্ঞতা এখানে শেয়ার করতে পারি।

  • এখানে আসার জন্য আমি বিশেষভাবে আমার মামা আহসান হাবিব কে অসংখ্য ধন্যবাদ জানাই যার মাধ্যমে আমি এই প্লাটফর্মে কাজ করার উৎসাহ পেয়েছি।সে আমাকে খুব সুন্দর করে এই প্লাটফর্ম সম্পর্কে পূর্ণ ধারণা দিয়েছে। সত্যি আমার খুব ভালো লাগছে আজ।

  • তারপরও বিশেষভাবে সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে আমার introduce পোস্টটি দেখবেন এবং আপনারা সকলেই আমাকে উৎসাহ মূলক একটি করে মন্তব্য পেশ করবেন। এজন্য আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব।

received_914614262630400.jpeg
received_281546020366151.jpeg

* My hobby :⤵️

  • সকল মানুষের একটি সহজাত প্রবৃত্তি অনেক মানুষের অনেক ধরনের শখ থাকতে পারে আমার শখ হলো শিক্ষকতা করা আমি আমার এই শখ পূরণের নিমিত্তে বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে ক্লাস নিয়ে থাকি। এবং আলাদা ভাবে বিভিন্ন ছাত্র-ছাত্রীদের পড়িয়ে থাকি।

  • আমার আরো কিছু শখ রয়েছে সেই সব গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ফটোগ্রাফি করার খেলা দেখা বিভিন্ন জায়গায় ভ্রমণ করা।

received_321724112845052-01.jpeg

* My Dream :⤵️

  • মানুষের বিভিন্ন রকমের স্বপ্ন থাকে। এই স্বপ্নের মধ্যে আমার একটি স্বপ্ন হলো পড়াশোনা করে বিসিএস ক্যাডার হওয়া এবং বাংলাদেশের মানুষের সেবা করা।
    যদিও বর্তমান সময়ে কোভিড 19 এর কারণে সারা বিশ্বে বিশেষ সমস্যা সৃষ্টি হয়েছে। যার প্রভাব আমাদের ওপর অনেকটাই মারাত্মক সমস্যা সৃষ্টি করেছে। আমার স্বপ্নটা পূরণ করার জন্যে আমি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। আশা করি আমি অবশ্যই সফলতা অর্জন করতে পারব। তাই আমি আমার এই স্বপ্নের পাশাপাশি এই প্ল্যাটফর্মের বিশেষ কার্যক্রমটি আমার স্বপ্নের সাথে যুক্ত করে নিয়েছি। যাতে আমি এই প্লাটফর্মে কাজ করে অনেক দূর এগিয়ে যেতে পারি।

*Why I want to work on this platform?⤵️

  • আমি এই প্লাটফর্মে কাজ করতে চাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই প্ল্যাটফর্ম এর সকল কার্যক্রম আমার খুবই মুগ্ধ করেছে। আমি এই প্লাটফর্ম সম্পর্কে যতটুকু জেনেছি,বুঝেছি তা থেকে যে ধারণাটি আমি পেয়েছি, সেটি খুবই আকর্ষণীয়। যদিও এখানে অনেকটাই অর্থ ইনকামের কার্যক্রম রয়েছে তা থেকে আমার জানা মতে অনেকেই এই প্ল্যাটফর্মের তাদের সুন্দর,সুন্দর কার্যক্রমের মাধ্যমে উপার্জন করেছে। আমার সবচেয়ে বেশি ভাল লেগেছে যে আমি প্রতিনিয়ত এই প্লাটফর্মে নতুন,নতুন মানুষের সঙ্গে আমার তথ্যগুলো শেয়ার করতে পারব।এবং সারা বিশ্বের যে সমস্ত steemit ব্যবহারকারীরা আছেন তাদের চমৎকার,চমৎকার আকর্ষণীয় কার্যক্রমগুলো এই প্লাটফর্মে শেয়ার করেন। যে গুলো দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি আজকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ইস্টিমিট প্ল্যাটফর্ম কে আন্তরিক ধন্যবাদ জানাই ।

  • আমি পরিশেষে আপনাদের মাঝে এই কথা বলতে চাই যা না বললেই নয়।সেটি হচ্ছে আমি এই প্লাটফর্ম সম্পর্কে যতটুকু জেনেছি বুঝেছি আমার মামার নিকট থেকে, আমি এই প্ল্যাটফর্মটির বিশেষ, বিশেষ উৎসাহ পেয়েছি। তাই এমনিভাবে আমি সম্পূর্ণ রূপে এই প্লাটফর্মে কাজ করে অনেক দূর এগিয়ে যেতে চাই এবং আমার মামার মতো আমিও আমার নিকটতম যারা আছেন তাদের কেউ যেন আমারই মত একজন স্টিমিট ব্যবহারকারী হিসেবে উৎসাহ প্রদান করতে পারি।

*(বি :দ্র :)আমি এ #newcomers'community তে আমার সম্পূর্ণ পরিচয়ের বিবরণ দিয়ে পোস্টটি প্রদান করলাম।

* আমার পোস্টটি দেখার এবং পড়ার জন্য সকলকে আমার আন্তরিক ভাবে অভিনন্দন।

  ★★★Newcomers' Community★★★

Thanks all..
@sagor02

Invite by-@ahosan01
From-@Bangladesh

Cc:
@tarpan
@steemitblog
@cryptokannon

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...
Loading...

You have been upvoted by tarpan, a greeter from STEEM POD Project and we are voting with the Steemit Community Curator @steemcurator03 account to support the newcomers coming into steemit.


If you have interested in crypto you may join in crypto-academy. Our Crypto Professors produced some great teaching posts and I hope you will enjoy it.

You can check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

Thank u so much.

Hi @sagor02,

Welcome to Steemit!

Steemit is a blockchain-based social media Dapp (decentralized application) that creates communities where users are rewarded for sharing their voice. It's a new kind of attention economy.

To help make your experience more enjoyable, we made a list of useful tips, links, and fun games to play on the Steem Blockchain. Continue Reading..

(And thanks @steemingcurators and @cryptokannon for making the original post)

Do Not Forget To Follow @steemitblog & Twitter(Steemit) To Get The Latest Updates.


Cheers🍻
Let's Connect👉 @y0gi😁
#india #steemit #steemexclusive

Hey @sagor02
I'm @fiatht Welcome you to Steemit

First of all you have made a very good introductory post.

Firstly, to tell you Steemit is a block chain based where you can get rewards for sharing your daily life storys, photos, work, Diary game and your content such as Writing,your best day, Photography, diary games and many others.
it important for you to keep up with the achievement program post by @cryptokannon , from 1 to 6 in other to have a very successful staying here on steemit by completing these achievements you can learn how to use Steemit , like applying markdown , using wallet , use of key and all your account information. and also you will know what to do that will be beneficiary and what to avoid. you are highly welcome once again.

Thank you so much