Achievement 1: Post my introduction @shihabuddin48

in hive-172186 •  3 months ago  (edited)

সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা।
আমার প্রিয় বন্ধু গণ ! আশা করছি মহান আল্লাহ তায়ালার ইচ্ছায় সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ! আমিও ভালো আছি। আমি এই কমিউনিটি এবং স্টেমিট প্ল্যাটফর্মে নতুন। আমি আশা করছি সকলেই আমাকে সাহায্য করবেন।

ভূমিকা:

আমি শিহাব উদ্দিন, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ।
বাংলাদেশে থাকি।
আমার বাবার নাম- হেলাল উদ্দিন
আমার মায়ের নাম- মনোয়ারা বেগম। আমার বাবা একজন কৃষক। আমার দুই ভাই ও এক বোন আছ।আমি নিজেকে অন্বেষণ করার জন্য অধীর আগ্রহে আছি।

IMG_20241029_183839_551.jpg

শিক্ষাগত যোগ্যতা:

আমি ২০১১ সালে দাখিল পরীক্ষা থেকে শুরু করে ধারাবাহিক ভাবে সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডাবল কামিল পাশ করেছি।
মাদ্রাসা বোর্ড থেকে দাখিল ৪.৫০ পয়েন্ট,
মাদ্রাসা বোর্ড থেকে আলিম ৩.৬৭পয়েন্ট,
ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধীনে ফাজিল পাস ৩.৭৫ পয়েন্ট,
ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল (হাদীসে) ৩.৭৫ এবং(ফিকাহে) ৪.১০ পয়েন্ট উত্তীর্ণ হয়েছি।

আমার শখ:

আমার শখ ভ্রমণ করা, ফটোগ্রাফি এবং ব‌ই পড়া।আমি বেশিরভাগ সময় ব‌ই পড়তে পছন্দ করি।

IMG_20241029_153427_303.jpgIMG_20241029_153401_652.jpg

কেন আমি স্টেমিটে যোগদান করলাম??

আমি বর্তমানে একটি বেসরকারি মাদ্রাসায় কর্মরত রয়েছি।আমি অন্যদের সাহায্য করতে এবং আমার পরিবারকে ভালোভাবে সেবা দিতে আগ্রহী। ভবিষ্যতে আমি সামাজিক পরিষেবা বা জনগণের উন্নয়নে কাজ করতে চায়। যদিও আমি এখনও তুলনামূলকভাবে নতুন।

প্রযুক্তির ব্যবহার:

প্রযুক্তির প্ল্যাটফর্মে আমার একটি ফেসবুক একাউন্ট এবং একটি ইউটিউব চ্যানেল রয়েছে।

অনুপ্রাণিত:

আমি @shakilkhan এর দ্বারা অনুপ্রাণিত হয়েছি।স্টিমিট প্ল্যাটফর্মে যোগদান করতে সাহায্য করায় আমি তাঁকে সাধুবাদ জানাই।
"ধন্যবাদ"

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আলহামদুলিল্লাহ ভাই আপনাকে স্বাগতম। ভালোভাবে সামনের দিকে এগিয়ে যান। আপনার জন্য রইল শুভকামনা।

Loading...

Welcome!

@shihabuddin48 ভাই আপনাকে ইস্টেমিট প্লাটফর্মে স্বাগত জানাচ্ছি। সততা এবং ধৈর্যের সাথে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ।

@shantoislam ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান মন্তব্য আমাকে আরো বেশি উৎসাহী করে তুলবে। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো।

@shihabuddin48 steemit এ আপনাকে স্বাগতম। দোয়া করি আপনি সততার সহিত কাজ করে ভালো কিছু করবেন।। ইনশাল্লাহ

ইনশা-আল্লাহ

Loading...