বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু হয়ে আজ উইক ১১ এ পদার্পণ করেছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
পুরো নাম মোঃ লিমন হক । জাতীয়তা : বাংলাদেশী। বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর,নীলফামারী জেলায় জন্ম । বর্তমানে ঢাকা শহরের উত্তরাতে বসবাস করেন । প্রফেশন - চাকুরী। অবিবাহিত। শিক্ষাগত যোগ্যতা : ইঞ্জিনিয়ারিং ডিগ্রী। শখ : ফোটোগ্রাফি, খেলাধুলা এবং ঘোরাঘুরি। এছাড়াও ভালোবাসেন পড়তে, লিখতে, ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই এবং আর্ট ইত্যাদি। ব্লগিং ক্যারিয়ার : স্টিমিটে জয়েন করেছেন ২০২১ সালের মে মাসে - মোট ২ বছর ৩ মাস হলো তাঁর স্টিমিট ব্লগিং ক্যারিয়ারের বয়স ।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
Screenshot 2023-08-03 132014.png
Screenshot 2023-08-03 131858.png
তাঁর ব্লগ সম্পর্কে আমার অনুভূতি :
Screenshot 2023-08-03 132256.png
DIY projects:- রঙিন কাগজ দিয়ে চিংড়ি মাছ তৈরি।...... by @limon88 • 17 July 2023
আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। DIY projects:- রঙিন কাগজ দিয়ে চিংড়ি মাছ তৈরি। ডাই প্রজেক্ট করতে ভীষণ ভালোবাসি।…
DIY প্রজেক্টে যে লিমন সেরা বিশেষ করে অরিগ্যামি আর পেপার ক্র্যাফটিংয়ে সেটা আমি বেশ কিছুদিন ধরেই লক্ষ করছি । ওনার পেপার ক্রাফটগুলো জাস্ট অসাধারণ হয় । কাগজ ভাঁজ করে, কেটে, রং করে দারুন দারুন সুন্দর সব DIY প্রজেক্ট তৈরী করে থাকেন আমাদের লিমন ভাই । তেমনই একটা অসাধারণ পেপার ক্র্যাফট আজকে দেখতে পেলাম । যেহেতু এই আর্টটি সম্পূর্ণটাই করা হয়েছে কাগজ ভাঁজ করে এবং না কেটে তাই এটি একটি অরিগ্যামি আর্ট হয়েছে । অরিগ্যামি কিন্তু নরমাল পেপার ক্র্যাফটিং আর্টের চাইতে অনেক কঠিন ।
এটি একটি গলদা চিংড়ির আর্ট । পুরোটাই রঙিন একটি কাগজ ভাঁজ করে তৈরী করা হয়েছে । এতো নিখুঁতভাবে গলদা চিংড়ির অরিগ্যামিটি করা হয়েছে যে বলবার নয় । অসাধারণ এই অরিগ্যামি আর্টটি তাই সেরা পোস্ট হিসেবে বিবেচনা করা হয়েছে এখানে ।
ছবিটি লিমনের ব্লগ থেকে নেওয়া হয়েছে
Screenshot 2023-08-03 132545.png
ভিডিওগ্রাফি:- ঝিঁঝিঁ পোকার ভিডিওগ্রাফি।...... by @limon88 • 21 July 2023
আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। ভিডিওগ্রাফি:- ঝিঁঝিঁ পোকার ভিডিওগ্রাফি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।…
আমি গ্রামের ছেলে । তাই ঝিঁঝিঁ পোকার ডাকের সাথে বিলক্ষণ পরিচিতি আছে আমার । বিশেষ করে বর্ষাকালে গ্রামে রাতের বেলাতে ঝিঁঝিঁ পোকার অবিশ্রান্ত ডাক আর তার সাথে ব্যাঙের ডাকের কোরাস মিলে প্রকৃতিতে এক দারুন পরিবেশ সৃষ্টি করে । ঝিঁঝি পোকার একটানা ডাক ঠিক যেনো নেশার মতো লাগে শুনতে । ঘুমিয়ে পড়ি দ্রুত । ঝিঁঝিঁ পোকার ডাকের সাথে পরিচিত হলেও কিন্তু আমি জীবনে কোনোদিন স্বচক্ষে ঝিঁঝিঁ পোকার সাক্ষাৎলাভ করতে পারিনি ।
আজ সেই সাধ কিছুটা হলেও পূরণ হলো লিমনের হাত ধরে । ওনার এই ভিডিওগ্রাফি পোস্টে আজ সর্বপ্রথম ঝিঁঝিঁ পোকার সাক্ষাৎলাভ করতে পারলাম । আড়াই মিনিটের এই ছোট্ট ভিডিওতে কিন্তু লিমন ভাই একদম clearly ঝিঁঝিঁ পোকাটিকে দেখিয়েছেন আমাদেরকে । জুম্ করে তোলা হলেও রেসল্যুশন হাই আছে । তাই এটি একটি হাই কোয়ালিটির ভিডিও হয়েছে । অনেক ভালো লাগলো আমার এই ঝিঁঝি পোকার ভিডিওটি দেখতে পেয়ে ।
ছবিটি লিমনের ব্লগ থেকে নেওয়া হয়েছে
Screenshot 2023-08-03 132729.png
মজাদার পুলি পিঠার রেসিপি।...... by @limon88 • 23 July 2023
আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। মজাদার পুলি পিঠার রেসিপি। আমার পছন্দের একটি পিঠা। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।…
আমি যে একজন ভোজনরসিক মানুষ তা তো এতদিনে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন । তাই সেরা পোস্ট নির্বাচনে যে রেসিপি পোস্ট ঠাঁই পাবে তা আর বলবার অপেক্ষা রাখে না । আর আজকের পোস্টটি তো পুলি পিঠার লোভনীয় রেসিপির । তাই আনন্দটাও বেশি হবে তা আর বলে দিতে হবে না নিশ্চয়ই । পুলি পিঠে আমি অনেক খেয়েছি । হেমন্ত ঋতুতে নবান্নের উৎসবে আর পৌষ সংক্রান্তিতে পিঠে পুলির উৎসবে বিস্তর পুলি পিঠে খাওয়া হয় প্রত্যেক বছর । দুধ পুলি, ভাপা পুলি, সন্দেশ পুলি, ক্ষীর পুলি, ভাজা পুলি, নলেন গুড়ের চিতই পুলি আরো কত কি !
এই সময়টা যদিও পিঠে খাওয়া হয় না তবুও লিমন ভাইয়ের এই সুস্বাদু মজাদার পুলি পিঠের রেসিপি দেখে তো লোভ সামলানোই কঠিন হয়ে উঠলো । পুলি পিঠার এই রেসিপি পোস্টের শুরুতে সকল ইনগ্রিডিয়েন্টস গুলোর ছবির সাথে নাম ও পরিমাণ উল্লেখ করা হয়েছে । এবং রেসিপি প্রস্তুত প্রণালীর প্রতিটা ষ্টেপের নিখুঁত বর্ণনার পাশাপাশি ঝকঝকে সব ক্লিয়ার ফোটোগ্রাফি শেয়ার করে লিমন ভাই প্রকৃতই একটি সেরা রেসিপি পোস্ট উপহার দিয়েছেন আমাদেরকে ।
ছবিটি লিমনের ব্লগ থেকে নেওয়া হয়েছে
Screenshot 2023-08-03 132913.png
DIY projects:- রঙিন কাগজ দিয়ে কচ্ছপ তৈরি 🐢...... by @limon88 • 24 July 2023
আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। DIY projects:- রঙিন কাগজ দিয়ে কচ্ছপ তৈরি 🐢 আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।…
লিমন ভাইয়ের আবারো একটি DIY প্রজেক্টের পোস্ট নিয়ে হাজির হয়ে গেলুম । এই DIY প্রজেক্টটি একটা পেপার ক্রাফ্টটিং আর্ট । লিমন ভাই এখানে দেখিয়েছেন কি ভাবে রঙিন কাগজের টুকরো দিয়ে একটি সুন্দর রঙিন কাগজের কচ্ছপ তৈরী করা যায় । এই DIY আর্ট পোস্টটি আমার কাছে বেশ হাই কোয়ালিটির মনে হয়েছে । শুধুমাত্র কিছু রঙিন পেপার, পেন্সিল, কাঁচি, আঠা আর সাইন পেন দিয়ে এতো নিখুঁতভাবে তিনি এই পেপার ক্র্যাফটটি তৈরী করেছেন যে দেখলে একদম তাক লেগে যায় । রঙিন কচ্ছপটি সত্যিই অনেক কিউট হয়েছে ।
পেপার ক্র্যাফটিং এর প্রত্যেকটা ধাপ লিমনভাই অত্যন্ত দক্ষতার সাথে এই পোস্টে শেয়ার করেছেন । সেই সাথে প্রতিটা স্টেপ এর ফোটোগ্রাফিও অনেক সুন্দর ভাবে করেছেন । এক কথায় পোস্টটি তাই সেরার দাবিদার ।
ছবিটি লিমনের ব্লগ থেকে নেওয়া হয়েছে
Screenshot 2023-08-03 133108.png
প্রতিযোগিতা:- ৪০ "বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি।...... by @limon88 • 26 July 2023
আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। প্রতিযোগিতা:- ৪০ "বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। …
বর্ষাকালের গ্রামীণ প্রকৃতির সৌন্দর্য জাস্ট অপূর্ব হয় । এই অপরূপ প্রকৃতিকে ক্যামেরাবন্দি করে আমাদের সাথে শেয়ার করেছেন লিমন ভাই । ওনার প্রতিটা ফটোগ্রাফ মারাত্মক সুন্দর হয়েছে । বিশেষ করে আমার কাছে ভালো লেগেছে মেঘশূন্য বর্ষার নীল আকাশ, আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘের টুকরো - এই ছবিটা । আর তারপরে ভালো লেগেছে বর্ষার নবজলে জোয়ার আসা ছোট্ট নদীর বুকে মাঝির নৌকা বাওয়া এবং সব শেষে খেঁজুর পাতার আড়ালে বর্ষার গোধূলি বেলায় ঢলে পড়া অস্তায়মান সূর্যের ছবিটা ।
এই তিনটে ছবি অপূর্ব হয়েছে । ধন্যবাদ লিমন ভাই কে এতো সুন্দর ফোটোগ্রাফি করার জন্য এবং স্টিমিটে আমাদের সবার সাথে সেগুলো শেয়ার করার জন্য ।
ছবিটি লিমনের ব্লগ থেকে নেওয়া হয়েছে
আজকের টার্গেট : ৫২৫ ট্রন জমানো (Today's target : To collect 525 trx)
👉Let's grow this community together. Join and subscribe here.👇
Steem Talent
please join our Discord.
Discord
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit