বাংলাদেশে একই সঙ্গে দুইটি আনন্দের মিলন মেলা।

in hive-173434 •  4 years ago 

আসসালামু আলাইকুম।
সুপ্রিয় বন্ধুরা, আশাকরি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ, ভালো আছি।

PicsArt_04-14-02.56.56.jpg

বাংলাদেশে একই সঙ্গে দুইটি আনন্দের মিলন মেলার কথা সবার জানা, তাই না? আমার তো মনে হয় এবিষয়ে কারো না জানা নেই।

PicsArt_04-14-02.41.24.jpg

আজ ১৪ এপ্রিল ২০২১ ইং, ১ রমজান ১৪৪২ হিজরি এবং ১ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ।

আজকে বাংলাদেশের মুসলমান সম্প্রদায়ের জন্য পবিত্র সিয়াম সাধনার মাস। মুসলিম ভাই-বোনদের একটি অতি আনন্দের দিন।

একবছর পরে এই দিনটি আসে আমাদের মাঝে। এই দিনটি পাওয়ার ভাগ্য সবার কপালে থাকে না।
আমাদের মাঝে হয়তো কেউ হারিয়ে যাবে চিরদিনের জন্য।

ইসলামে এই মাসটি বাকী এগার মাসের চেয়ে অতি উত্তম। এই মাসে এমন একটি দিন রয়েছে, যা হাজার মাস অপেক্ষা অতি উত্তম। সেটি হলো লাইলাতুল কদর বা শবেই কদর।

সওয়াব বা পূর্ণ কামাই করা এ মাসেই খুব সহজ।পবিত্র রমজান মাসে এক টাকা দান করলে অন্যান্য মাসের চেয়ে এক হাজার টাকার সমান।

PicsArt_04-14-02.43.23.png

আর একটি আনন্দ হচ্ছে বাংলাদেশের সকল মানুষের জন্য, তা হলো বাংলা নববর্ষ। ১লা বৈশাখ। বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি আনন্দের মিলনমেলা এই বাংলা নববর্ষ বা ১লা বৈশাখ।

PicsArt_04-14-02.42.20.png

প্রতিবছর বাংলা নববর্ষে অনেক আনন্দ হতো। ইলিশ মাছ,গরুর গোস্ত ও পাটা শাক দিয়ে পোলাউ ও ভাত খাওয়া।

বৈশাখী মেলায় গিয়ে আনন্দ করা। ছেলে মেয়েরা বৈশাখী পোশাক পরে আনন্দ করা ও নৃত্য করা সহ বিভিন্ন ধরনের আনন্দ উপভোগ করা হতো।

PicsArt_04-14-02.44.33.png

কিন্তু গত বছর থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে কোন আনন্দ অনুষ্ঠান, লোক সমাগম একত্রিত হওয়া বন্ধ।

তাই গত বছর থেকে এই আনন্দের মিলনমেলা কিছুটা স্থবির হয়েছে। কোন আনন্দ করা যায় না।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই রইল সবাই ভালো থাকবেন সুস্থ্য থাকবেন।আল্লাহ হাফেজ।

ধন্যবাদান্তে-
@doctorstrips

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
UpvoteBank
Your upvote bank
__2.jpgThis post have been upvoted by the @UpvoteBank service. Want to know more and receive "free" upvotes click here

MashaAllah very nice content, keep sharing more sir. Ramadan Karim mubarak and happy bangla new year 1428

Thanks so much for Post of appreciation.Happy new1428. Be safe, be alart.stay well

Shuvo navabarsha

Happy bangla new year to