সেদিন কার্তিক মাস;
জন্মালাম নিয়ে আনেক আশ।
ভাবলাম হবো অনেক বড়;
মা বললো, এ তোর আশা কেমন তরো!
হতেই যদি চাও বড়;
প্রকৃত মানুষ হবার চেষ্টা কর।
শুধালাম মা কে, প্রকৃত মানুষ কাকে বলে?
মা শুধালেন, মানুষের কষ্ট উপলব্ধি করে যে চলে!
নেই যার জাতের আচার, বিচার;
নেই যার ধর্ম, কর্মের সংস্কার।
মনুষ্যত্ব ই যার আসল নীতি, সিদ্ধান্ত;
সেই হলো প্রকৃত মনুষত্বের দৃষ্টান্ত!
তবে যে ওই মেথরকে সব ঘৃণা করে?
আসলে বাড়ি, কেউ ঢুকতে দি না ঘরে!
বললো মা, তাই তো আমি চাই;
জীবনের কিছু সিদ্ধান্ত তোমায় শিখিয়ে যাই।
জাতি ভেদ, ধর্ম ভেদ, মানুষেরই সৃষ্টি;
তোমাকেই ভাঙতে হবে, সকলের এই দৃষ্টি।
যেদিন তুমি ভুলে সব বিভেদ;
জাগাতে পারবে মানুষের বিবেক,
সেদিন বুঝবে হয়েছ তুমি বড়;
কর্ম দিয়ে জন্ম সার্থক করো।
বললাম মা, বুঝলাম আজ জীবনের সার্থকতা;
চিরদিনের পাথেও হয়ে রইলো তোমার কথা।
প্রতি বছর আসবে কার্তিক মাস;
নতুন করে গড়বো নিজের আশ।
কবি:- অঙ্কিত কর্মকার।
I also agree with you that at the end of the day we have to be real people and real success in life can only be found if we can be real people. In fact, people should be identified in action .
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you @shuvo35 or your comment
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit