আমরা আসলে রোজ রোজ মরে যাচ্ছি একবার করে,্ কেউ বেঁচে থাকতেই চাই না আমার সম্ভবত

in hive-176627 •  3 years ago 

দেখুন একটা কথা বলি, না মানে সিরিয়াসলিই বলছি। মজা করছি না, আমি শালা কিছু বললেই লোকজন বলে খিল্লি করছি। কি বাজে ইমেজ বানিয়েছি নিজের। কিছুতেই কেউ সিরিয়াসলি নিতে চাই না, ইনফ্যাক্ট আমিও নিজেকে সিরিয়াসলি নিই না। মা বাবা তো নিতেই চাই না, বন্ধুদের কথা ত বাদ দিন, অমন সুন্দর একটা কচি দেখে বয়ফ্রেন্ড বানিয়েছিলাম, বেশ রাত দুপুরে টুকুর টুকুর ফিসফাস করতাম সেও শালা নিত না, তারপর ত একদিন লেজ গুটিয়ে দৌড় দিল, বেজায় দুঃখ পেয়েছিলাম জানেন। সত্যি বলছি কস্ট হতো। কিন্তু কি আর করা যাবে, আমার ইশ্বর আমার ভগবান আমার প্রাননাথ শ্রী বাসুদেব তো বলেইছেন
ন হতোস্মি। কাজেই দুঃখ পেলেও সেটাকে জয় করতে হয়, আনন্দ হোক বা সুখ , দুঃখ হোক বা পরিতাপ সবই সাময়িক। আজীবন কেউ থাকে না, থাকতে পারে না, থাকবেও না, সময়ের সাথেই তা বিলীন হয়ে যাবে, যাবেই। কাজেই দুঃখ করবেন না, জানি মানুষের মন মানতে চাই না, আমি শালা কোন হরিদাস পাল যে আমার কথা আপনাকে শুনতে হবে কিন্তু ঐ শাস্ত্রে আছে না যে সময় বহিয়া যায় নদীর স্রোতের ন্যায়। হ্যাঁ সত্যি তাই আজীবন কারোর একই রকম যায় না, যেতে পারে না, যাবেও না। আছে দুঃখ আছে মৃত্যু আছে মহাকাল। অলক্ষ্যে বসে তিনি মিটিমিটি হাসেন বোধহয়। জীবনের এই টাইমলাইনে আমরা শুধুই ক্রিড়ানক মাত্র। এর বেশি কিছুই না, কিই বা হতে পারি বলুন তো ? এই বিশ্বমাঝে এই মহাকাল মাঝে এই সুবিশাল পৃথিবীতে কতটুকু আমার পরিচয়, কজন চেনে আমাদের ?
রাতের বেলা আকাশের দিকে তাকালে নিজেকে কত ছোট কত ক্ষুদে মনে হয় না ? অসীম অনন্ত আকাশের মাঝে আমার অস্তিত্ব নেই বললেই চলে। মৃত্যু শাশ্বত, জীবন বহমান, জন্ম নৈমিত্তিক ব্যাপার। দুঃখের আগায় জীবন সমর্পণ না করে সুখের জন্য একটু খোঁজ করলে কিসের সমস্যা ? আসলে আমরা সুখের থেকে দুঃখ কেই বেশি ভালোবাসি জানেন, হ্যা সেই জন্যই আমরা দুঃখ খুঁজি, দুঃখ চাই, আমাদের মনের সান্বনা এটাই , অন্যকে আমার দুঃখের কথা বলে সুখ খুঁজি। কিন্তু নিজের সুখের কথা কাউকে বলি না যদি সে নিয়ে নেই বা সুখ চলে যায়। কি বোকা না আমরা ? যার জন্য আজীবন তন্ন তন্ন করে গেলাম তাকেই পেলাম না, অথছ যাকে চাই না তাকে ধরেই জীবন কাড়িয়ে দিলাম। ঐ একটা গান আছে না -
এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না
শুধু সুখ চলে যায়...
সেরকমই বোধহয়, আজীবন ভালোর জন্য, সুখের জন্য খুঁজে গেলেও আমরা বলতে গেলে শুধু দুঃখের কথায় বলি। আমরা ভিতু আসলে, আমরা ভয় পাই, আমরা মরে যেতে ভয় পাই, আমরা হারিয়ে ফেলার ভয় পাই, আমরা হারানোর ভয় পাই, আমরা আসলে সবকিছুতেই ভয় না, আমরা মুখে বলি জয় করবো ,আমরা পারবো কিন্তু আমরা কিছুই পারি না আসলে। আমাদের মন প্রাণ সবকিছু দিয়ে আমরা লড়াই করবো বলি কিন্তু লড়াই করতে চাই না, লড়াই করে জিতে নেবার যে ইচ্ছে, যে দূর্বার অন্বেষণ আমরা তাকেই অস্বীকার করি আসলে। আসলে ভেতরে ভেতরে আমরা সবাই ভিতু। আমরা হেরে যায় না, আমারা জন্মের পরেই হেরে গেছি, আমাদের জিততে হবেই জানেন, আমরা জিতবোই একদিন।
এই যে জিতবো বললাম, এই যে জিতে যাবার স্বপ্ন দেখি এটাই সুখ। এটুকুই আনন্দ, এটাই আমাদের বেঁচে থাকা। মানুষ বেঁচে থাকে শুধু স্বপ্ন দেখবো বলেই, স্বপ্ন না থাকলে কেউ বেঁচে থাকতাম না আমরা। জ্যান্ত আর মৃতের ফারাক শুধু স্বপ্ন দেখাই।

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@dutta Good evening. Beautifully written 👍. I'd like to inform you engagement is essential for the community, therefore we request to visit each other posts and make insightful comments.Thank you 🙏