কেমন আছেন সবাই??...
খুব ভালো আছি এমনটা বলার অবস্থা এখন নেই, অন্তত আমার। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে এমনিই সমস্ত দেশের, সাথে সমস্ত পৃথিবী জুড়ে ঘরে ঘরে শোক। সব্বাই যে যার মতন করে লড়ে যাচ্ছি আমরা, সাধ্যমতন। এর মধ্যে তো শুনছি ব্ল্যাক ফাঙ্গাসও প্রায় মহামারীর আকার নিচ্ছে। সাথে নাকি হোয়াইট এবং ইয়েলো ভ্যারিয়েন্টও এসেছে। এতকিছুর মধ্যে ভারতের পূর্ব উপকূলে আছড়েছে সুপার সাইক্লোন ইয়াস। গেলবারের উম্পুনের দাপটের কথা মনে পড়লে আজ অব্ধিও ভয়ে কেঁপে উঠতে হয়, এতই ভয়াবহ ছিল। শহরাঞ্চলে থেকে এই জাতীয় সুপার সাইক্লোনের তাণ্ডব সম্বন্ধে অতটাও মালুম পড়ে না। কিন্তু বঙ্গোপসাগরের আশেপাশের অঞ্চলগুলি যেমন দীঘা, ফ্রেজারগঞ্জ, কুলতলি, রায়দীঘি, ডায়মণ্ডহারবার, ওড়িশা উপকূল, ইত্যাদি জায়গাগুলো জাস্ট ভেসে যায়। গ্রামকে গ্রাম মানুষজন ঘরছাড়া হয়, বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকতে থাকে হু হু করে। আমরা বড়জোর ছবিগুলো খবরে দেখি, কিন্তু অতটাও সহ্য করতে হয়না। গেলবারের ক্ষতই সারেনি, এবারে আবারও ঘরছাড়া হতে হলো ম্যনুষগুলোকে। তার উপরে বিশ্বজুড়ে এ কী ভয়ানক রোগ!! চারিদিকে অক্সিজেন, ওষুধ, বেড, ভ্যাক্সিনের জন্য হাহাকার চলছে। সবাই সাধ্যমতন সাহায্য করছে একে অপরকে। কিন্তু তারই মধ্যে খবর আসছে আক্রান্তদের কতজনেরই নেই হয়ে যাওয়ার।
এরাজ্যে লকডাউন চলছে। শুনলাম আরও কিছুদিন এক্সটেন্ড করা হয়েছে সেই জুনমাসের ১৫ তারিখ অব্ধি। কী হতে চলেছে কিচ্ছু বুঝছিনা।
সব মিলিয়ে আমি, আমরা, এই সমাজ, এই পৃথিবী কেউই ভালো নেই। এই দমবন্ধ পরিস্থিতি আর কতদিন চলবে বা আরও কতবছর এরকম লড়ে যেতে হবে জানা নেই। অসুখ, ঝড়ঝঞ্জা, কত মানুষের কাজ চলে যাওয়া, সমস্তটা মিলিয়ে এক গভীর অন্ধকার সময়ের মধ্যে দিয়ে চলেছি আমরা। জানি না এর শেষ কবে, জানি না আদৌ কবে নতুন ভোর আসবে। বাড়িতে বন্দী থেকে থেকে, আতঙ্কে ভুগে ডিপ্রেশনের অতলে তলিয়ে যাচ্ছি দিনে দিনে। এ অবস্থা আরও অনেকেরই। তবুও সবকিছুর বিরুদ্ধে মানব সভ্যতার লড়াই জারি থাকছেই। আশা করি এসব দুঃখের দিনও পার হবেই। ভালো থাকুন সবাই।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
খুব সুন্দভাবে লিখেছেন বিষয়গুলি, সঙ্গে থাকুন এবং এভাবেই নিজের চিন্তাধারা এখানে ভাগ করুন। ভালো থাকবেন @dutta
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Nicely written.@dutta
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@dutta একদমই আমরা খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি,যার শেষ কোথায় কেউ জানিনা। ভালো লিখেছেন। আশাকরছি এই community তে আপনি আপনার অনুভুতি শেয়ার করবেন আপনার লেখার মধ্য দিয়ে এবং অবশ্যই অন্যের লেখা পড়ে তাদেরকেও সাপোর্ট করবেন। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit