বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন।
আজ আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো যেটা আমার জীবনে আমি উপলব্ধি করেছি সেটা হল যত্ন।
আশাকরি গাছ প্রত্যেকটা মানুষই ভালোবাসে। আমাদের বাড়িতে ছয় মাস আগে আমি অনেকগুলো ছোট ছোট চারাগাছ কিনে নিয়ে এসে ছিলাম।
আর সেগুলো এক একটা করে আলাদা আলাদা টবে বসিয়ে দিয়েছিলাম।
আজ সেগুলো একটু বড়ো হয়েছে এবং ফুলও ফুটছে তাঁতে।
কিন্তু কয়েকটা গাছ আছে যেগুলো কেমন শুকিয়ে যাচ্ছে।
এরথেকে বোঝাগেলো যেটা বেশি যত্ন হচ্ছে সেটা বড়ো হচ্ছেএবং ফুল ফুটছে।
আর যেটা যত্ন নেওয়া কম হচ্ছে সেটা কেবল শুকিয়ে যাচ্ছে।
গাছ আমরা বাড়িতে সবাই ভালোবাসি, প্রত্যেকে সেগুলোকে যত্ন নেই।
আমাদের বাড়িতে একটা আমগাছ রয়েছে যেটা পাঁচ বছর আগে আমি লাগিয়ে ছিলাম।
প্রত্যেকের যত্নে আজ অনেক বড় হয়ে গেছে।
গত দুবছর ধরে তাতে ফলও ধরছে। এবছরও তাতে ফল ধরেছে।
সবার যত্নে আজ গাছটা এত বড় হয়ে উঠেছে।
আমাদের পাশের জমিটা পুরো ফাঁকা ছিলো।
আজসেখানে লোক এসে পরেছে। তারা সেখানে বাড়ি করবে বলে ঠিক করেছে।
আর আমাদের আমগাছের কিছুটা অংশ তাদের জমিতে চলে গিয়েছে ।
এখন তাদের বক্তব্য গাছটিকে কেঁটে ফেলতে হবে।
বলুনতো গত পাঁচবছর ধরে তিল তিল করে যাকে বড়ো করেছি, তাকে কখনও কেঁটে ফেলা যায়?
দুপুরবেলা ওই গাছের ছাওয়ায় গিয়ে বসি আর একটা অদ্ভুৎ শান্তি অনুভব করি।
তাই আমরা আমাদের শান্তির জায়গা হারাতে চাই না।
তাই আমরা ঠিক করেছি গাছটার কিছুটা ডাল কেটে দেওয়াহবে যতটা পাশের জমিতে পরেছে। কিন্তু গাছটা না।
গাছ লাগালেই হয়না তার প্রতি যত্ন নিলে সে আমাদের ফল দেয় ফুল দেয়। তার সাথে সাথে অক্সিজেন ও ছায়া দুটোই দেয়।
সেরকম হল একটা সম্পর্ক যাকে যত্ন না নিলে সেটা হয়তো বেশিদূর এগিয়ে যায়না।
তাই সবাইকেই বলবো একটু যত্নশীল হলে প্রত্যেকটা সম্পর্ক অনেক দূর ওবদি এগিয়ে নিয়ে যাওয়া যায়।
তাই সবাই নিজের আপন জনের যত্ন নিন।
আজ এখানেই শেষ করলাম আমার অনুভূতি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন,সাবধানে থাকবেন।অবশ্যই মাস্ক ব্যবহার করবেন।
নমস্কার। 🙏
@piudey ভীষণ সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন। আর সত্যিই যে গাছে ফল ধরতে শুরু করেছে সেটা কেটে ফেলতে খুবই খারাপ লাগে।চেষ্টা করবেন যতটা বাঁচানো যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যত্ন ছাড়া সবকিছুই অস্থায়ী @piudey
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার গাছগুলো সত্যি মন কেড়ে নেবার মত @piudey
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit