বন্ধুরা,
আশাকরি আপনারা ভালোই আছেন।
বর্ষাকাল নিয়ে অনেক কবি কবিতা লিখেগেছেন।
অনেকের কাছে বর্ষাটা কিন্তু আর্শিবাদ হয়ে আসেনা।
কেন কথাটা আপনাদের বললাম সেটা নিয়ে আলোচনা করার জন্য আপনাদের মাঝে আশা। দশ বছর আগে আমার শ্বশুরবাড়িতে এসে ছিলাম।
তখন এই সমস্যাটা এত জড়ালো ছিলোনা। আজ যেমন পরিস্থিতি হয়েছে।
দশ বছর আগে বাড়ি ঘরের সংখ্যা অনেক কম ছিল। ফলে জায়গাটা ছিল অনেক নিচু।
কিন্তু বছর পার হবার সঙ্গে সঙ্গে এখানে অনেক বাড়ি ঘর তৈরি হয়ে যায়।
এবং সেই বাড়ি গুলো হবার সময় সেই জমি গুলিতে মাটি দিয়ে উচুকরে নেয়।
যেহেতু আমার শ্বশুরবাড়িটি অনেক পূরনো।
আশে পাশে উচু জমিতে বাড়ি হয়ে যাওয়ার ফলে।
বর্ষাতে সমস্ত জল এসে আমার বাড়িতে জমা হয়। এবং আশে পাশে যাদের বাড়ি নীচু তাদেরও বাড়িতে জল জমা হয়।
ফলে প্রতিবার বর্ষায়।
আমাদের বেগ পেতে হয় বর্ষার জলকে নিজেদের ঘর থেকে নামাতে ।
খুব সত্যি কথা বলতে গেলে আর্থিক অসংঘতির কারনে এত বছর ইচ্ছে থাকলেও পরিস্থিতি টা পরিবর্তন করা সম্ভব হয়নি।
গত দু বছর থেকে করনার কারনে মিস্ত্রি দিয়ে কাজ করান যাচ্ছে না।
যদিও এটা বর্ষাকাল নয়, বর্ষা আসতে বেশ কিছু সময় দেড়ি কিন্তু গত কাল নিম্নচাপের ফলে সকাল থেকে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি শুরু হয়।
এবং যথারীতি দিন বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের আশে পাশে জল জমা শুরু হয়।
এবং সেই জল আস্তে আস্তে ঘরে ঢুকতে শুরু করে।
আর তার সাথে আগমন হয় বেশ কিছু পোঁকা মাকোরের এই ধরুন যেমন, কেঁচো ,জোক, চেলা, কেন্ন ইত্যাদি।
গতকাল আমাদের় পাশের জমিটা ভর্তি হয়ে গেছিলো।
বাচ্চাদের ঘরে রাখা অসম্ভব হয়ে ওঠে।
গতকাল সেই জল থেকে সারা রাত ও মুক্তি পাইনি। তাই ভোর বেলা থেকে জল পরিষ্কার করতে করতে প্রান অষ্টাগত।
সঠিক সময় না হলে কোন কাজই সম্পন্ন করা যায় না।
জানিনা এবারের বর্ষাটাও কি ভাবে কাটাবো।আমিত ভেবে এখন থেকেই আতঙ্কিত, এগুলো আমার কালকের বর্ষার অভিঞ্জতা।
আজ এখানে শেষ করলাম। ভালো থাকবেন। সুস্হথাকবেন। নমস্কার। 🙏
@piudey সত্যিই খুব বাজে অবস্থা।এই পরিস্থিতিতে জল ঘাটলে ঠান্ডা লাগার ও সম্ভাবনা থাকে। কিন্তু কিছু করার নেই।আশাকরি খুব তাড়াতাড়ি এই সমস্যা মিটে যাবে। একটু সাবধানে থাকবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দুঃখজনক। এক সময় আমি নিজেও এই সমস্যার ভিতর দিয়ে গেছি । আমার বাসাতেও পানি উঠতো ।আমি বুঝি এইটার কতখানি কষ্টকর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার জীবনে তিন থেকে চার বার এই রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব ই বাজে পরিস্হিতি, সুযোগ আসলেই প্রথমে এই পরিস্হিতি থেকে বেরোনোর চেষ্টা করবেন @piudey, বাড়িতে বাচ্চা থাকলে এটা স্বাস্থ্যকর পরিবেশ নয় তাদের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit