বন্ধুত্বের পরিভাষা আমার নজরে

in hive-176627 •  4 years ago  (edited)

IMG20210415221159.jpg

বন্ধুরা,
আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বন্ধুত্ব।

আপন সেই বন্ধুই হয় যে আনন্দ দিতে পারে, মনের না বলা কথাগুলো কথা বুঝতে পারে।

যে বন্ধুকে সুখি রাখতে পারে , বন্ধুর কষ্ট ভাগ করে নিতে পারে। আবার ভালোও বাসতে পারে ,আসলে সেই ত প্রকৃত বন্ধু।

এমন অনেকে আছে যারা এইসব বন্ধুকে আপন করে না নিয়ে তাদের ব্যবহার করে নিজের স্বার্থে।

IMG20200122195807.jpg

যতদিন তাদের ব্যবহার করতে পারে। ততদিন তাদের সাথে কথা বলে। আর ব্যবহার করতে না পারলে তাদের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়।

"বন্ধু মানে কাছে থাকলে ঝগড়া, দূরে গেলে অনেক মিস করা।
বন্ধু মানে একটু দুষ্টুমি আর একটু অভিমান। "

"বন্ধু সেই যার কাছে মনের সমস্ত কথা অনায়াসে বলা যায়। "

বন্ধু সেই যে তোমার জন্য অন্যের কাছে ছোটো হবে,কিন্তু তোমাকে কখনো ছোট হতে দেবে না।

ভালোলাগে পুরনো সেইদিন গুলো,
ভালোলাগে অতিতের সেই গান গুলো;
ভালোলাগে একরাশ টাটকা হাওয়া ,
ভালোলাগে হাজার ব্যস্হতার মাঝে,
তোমার মেসেজ পাওয়া।

আগে বন্ধু দের সাথে থাকতাম কিন্তু আজ বন্ধুদের ভাবনায় থাকি।
আগে মারামারি ঝগড়া করা প্রতিদিনের কাজ ছিল, কিন্তু আজ একবার ঝগড়া হলেই সম্পর্ক ভেঙে যায়।

সত্যি সত্যি এই জীবন অনেক কিছু শিখিয়ে দিয়েছে।না জানি কবে আমাদের বড় করে দিয়েছে!
জীবনটা খুব ছোট বন্ধু, তাই ভালোবাসা নিয়ে, বাঁচো ভালোবাসা দিয়েই বাঁচো।

বন্ধু সকল মানুষের জীবনে আসে, কিন্তু সবাই আপন হয় না।
সত্যি বন্ধুত্ব সেটাই , যেখানে সবাই ছেড়ে গেলেও, প্রকৃত বন্ধু কখনো ছেড়ে যায় না।

IMG20200129134845.jpg

আজ এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। নমস্কার।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

sobai k sundor lagse. tomader bondhutto tike thakuk sara jibon .

Friends forever. Shuvo kamona roilo aponader sobar jnno.

@piudey "বন্ধুত্ব"কথাটার মূল্য সবাই বোঝে না। যাঁরা বোঝে তারাই পাশে থেকে যায় সারাজীবন। এমন বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।আপনাদের বন্ধুত্ব এমনই থাকুক সারাজীবন।