বাচার ইচ্ছে থাকলে উপায় বের হয়েই যায়

in hive-176627 •  3 years ago  (edited)

IMG-20210511-WA0001.jpg

বন্ধুরা,
প্রতিদিন আমি আপনাদের মাঝে হয় রান্না নয় আমার চিন্তাধারা নিয়ে চলে আসি।
কিন্তু আজ আমি এসেছি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে।
যেটি অনেক নিম্ন মধ্যবিত্ত মহিলার স্বপ্ন পূরনের
চাবি কাঠি।
আমি যার কথা বলছি সেটি আর কিছু নয়
আমরা সব মহিলারা মিলে একটি সমবায় সমিতি পরিচালনা করি সেটা জাতীয় শহর জীবিকা মিশন নামে পরিচিত।
দেখুন আসলে বিষয়টা হচ্ছে যে সবাই সব সময় এক কালীন বড় অঙ্কের টাকা এক সঙ্গে জমাতে পারে না।
তাই এই সংস্হা তাদের পাসে দাঁড়িয়েছে যারা অল্প সংখ্যার কিছু টাকা প্রতি মাসে জমা রেখে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে।

IMG20210510212533.jpg

সত্যি কথা বলতে আমি নিজে একজন গৃহবধু। সেই অর্থে আমার উপার্যন কিছুই ছিলনা যত দিন না আমি এখানে কাজ শুরু করে ছিলাম।
সংসারের টুকি টাকি থেকে যতটুকু সঞ্চয় করতে পারি। সেই জমা অর্থটা আমি এই জাতীয় শহর জীবিকা মিশনে জমা রাখি।এটা প্রায় বিগত ছয় বছর ধরে আমি করে চলেছি।
আমার একবার টাকার খুব প্রয়োজন ছিল তখন আমি এই সংস্হার থেকে সাহায্য পেয়ে ছিলাম।
আপনাদেরকে আগেও জানিয়েছি আমি বিয়ের পর চাকরি করতাম। কিন্তু সন্তান হবার পর তার দেখাশোনার তাগিদে আমাকে চাকরি ছাড়তে হয়।
সেইসময় আমাদের পাশের বাড়িতে যে দিদি থাকেন।তিনি আমাকে এই জাতীয় শহর জীবিকা মিশনের কথা জানিয়েছিলেন। এবং তার কথায় আমি অনুপ্রানিত হয়ে নিজের হাত খরচার থেকে যতটুকু সম্ভব সঞ্চয়করেএই সংস্হায় জমা রাখতে শুরু করি, এই ভাবে যে প্রয়জনের সময় যাতে কারোর কাছে হাত পাততে হবে না।

IMG20210510212445.jpg

বন্ধুরা কথায় বলে বিন্দু বিন্দু জলে সিন্ধুর সৃষ্টি।
কথাটি বাস্তবায়িত হয়েছে।
আমার জীবনে এই জাতীয় শহর জীবিকা মিশনের দ্বারা আমার বললে ভুল বলা হবে, আমার মত আরও অনেকেই
যারা গৃহবধু তারাও এখানে নিজেদের সল্পকিছু টাকা রেখে নিজেদের ইচ্ছাপূরন করছে।
অসময়ে কেউ বিপদে পরলে এই সংস্হায় তাদের জন্য লোনের ব্যবস্হাও আছে।
এটা খুব কঠিন বাস্তব যে বিপদতো করো জীবনে বলে আসেনা।
আজকে যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম , আমরাকি কখন ভেবেছিলাম, আমাদের এই পরিস্হিতির সমুখিন হতে হবে।
কিন্তু কিছু কিছু বিপদের জন্য অগ্রিম প্রস্তুত থাকা উচিত।
এবং সেই কারনেই আমি সহ অনেক মহিলাই এই জাতীয় সাহায্য, সংস্হাথেকে বিপদ মুক্ত হয়েছে।
কাজে আমার কাছে এই ধরনের সমিতিকে সমর্থন করা উচিত।
কারণ আমাদের মত যারা গৃহবধু, সেই অর্থ উপার্যন করে না।

IMG_20210511_025652.jpg

তাদের জন্য এইটি একটি আদর্শ উপায়। যার মাধ্যমে তারা কিছু সঞ্চয় করতে পারে।
আজ এই পর্যন্তই আবার আসবো আমি আমার ভাবনা চিন্তা নিয়ে।

ভালো থাকবেন ও সুস্হ থাকবেন। নিজের লোকের খেয়াল রাখবেন। নমস্কার। 🙏

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এইভাবেই এগিয়ে যেতে হবে। ভালো উদ্যোগ।

Amader ai dikew meyera ai rokom kajer songe jorito. Dhonnobad kub akta bisoy niye lekhar jnno.

@piudey সাধারণ গৃহবধুদের ক্ষেত্রে অর্থ উপার্জনের সত্যিই এটা একটা খুব ভালো পথ।