প্রিয়,
পাঠকগণ,
প্রথমেই সকলকে জানাই সুপ্রভাত।
আশাকরি আপনারা সবাই ভালো আছেন।
সকালের কাজ শেষ করে সবে একটু চা নিয়ে বসলাম।
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার একটা মনের ইচ্ছের কথা। না শুধু ইচ্ছে বললে ভুল হবে, বলতে পারেন এটা আমার একটা ভালোলাগা বা পছন্দ ও বটে।
জানেন আমার খুব ভালো লাগে খ্রিস্টানদের বিয়ে,চাক্ষুষ দেখার সুযোগ হয়নি কখনো, তবে ইচ্ছে আছে, কোনোদিন সুযোগ পেলে অবশ্যই দেখবো।
সবথেকে ভালো লাগে বিয়েতে মেয়েরা যে ড্রেসটা পরে সেটা। প্রথমত সাদা রং আমার ভীষণ প্রিয়, তার উপর ড্রেসটার স্টাইল।না,আমাদের বাঙালিদের বিয়েতে পরা বেনারসি শাড়ি ও ভালো লাগে। তবে ওই যা হয় আর কি বেনারসি শাড়ি পরা বিয়ে অনেক দেখেছি, নিজেও বিয়ে করেছি, কিন্তূ খ্রিস্টানদের বিয়ে দেখার ইচ্ছেটা রয়েই গেছে মনের কোনে। এমন কি ওদের বিয়ের পোশাক পরার ইচ্ছেও আছে।
আমরা প্রত্যেকেই জানি সাদা রংটা আসলে শান্তির/পবিত্রতার প্রতীক। আর দেখতে গেলে বিয়েটাও একটা পবিত্র সম্পর্কের শুরু,যেখানে দুটো মানুষ সারাজীবন দুজনের সুখ- দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়ে একসাথে পথ চলা শুরু করে। তাই সেদিক থেকে দেখতে গেলে পোশাকের সাথে কোথাও না কোথাও ওরা যেন সামঞ্জস্য বজায় রেখে চলেছে।
বাঙ্গালী বিয়ে(বোনের বিয়েতে)-
আর গীর্জা আমার খুব ভালো লাগে, আসলে ধর্ম আলাদা হলেও ভগবান তো একজনই, যে যেভাবে ডাকে এই যা। গীর্জার নির্জনতা আমায় ভীষণ টানে। সারাদিন ওখানে বসে থাকলেও যেন মন ভরে না।
সিনেমায়,সিরিয়ালে বহুবার খ্রিস্টানদের বিয়ে দেখেছি, আর ভালোলাগাটা কোথাও না কোথাও সেখান থেকেই শুরু। তাই সামনাসামনি দেখে মিলিয়ে নিতে চাই, আদেও তেমন ভাবেই বিয়েটা হয় কিনা যেভাবে আমরা টিভিতে দেখি।
কত সাধারণ সাজেও ওদের কত অসাধারণ লাগে। না বেশি গয়না,না ফুলের মালা, না টোপর,আসলে ওদের ড্রেসেই যেন সমস্ত সৌন্দর্য্য লুকিয়ে থাকে।
যাইহোক, আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভালোলাগা, এমন কিছু ইচ্ছে যদি আপনাদের ও থাকে নিশ্চয় শেয়ার করবেন।ভালো থাকবেন। আপনাদের সকলের আজকের দিনটা খুব ভালো কাটুক এই কামনা রইলো।
amar christan biye khawyar experience ase didi. Aponar vaiyar bondhur biye te giye cilam.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@actnearn Thank you 🙏.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
amr ak friend cilo Christian dhormer .or biye te ami giye cilam .jaihok amr valo akta experience cilo .anyway well writing.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার সবচাইতে প্রিয় আমাদের মানে ইন্ডিয়ান বেঙ্গলি ওয়েডিং ব্রাইড এর সাজ। বিদেশি সাজটা সবসময় সাজা যায়, কারণ গাউন পড়াটা আলাদা করে চাইলেই কেউ পড়তে পারে, কিন্তু আমাদের বিয়ের সাজ টা সারাজীবন এ একবার সাজার ই সুযোগ আসে। এটা একান্তই আমার মতামত। @sampabiswas
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit