"শেষ বিদায়"

in hive-176627 •  4 years ago  (edited)

IMG20210218120659.jpg

শুভ সন্ধ্যা,
বন্ধুরা,

আশাকরি আপনারা সবাই ভালো আছেন।

আজ আমার বান্ধবীর মায়ের শ্রাদ্ধের কাজ শেষ হলো। সকাল থেকে অনেক ব্যস্ততা ছিলো, তাই সব কাজ শেষ করে, সবাই খাওয়া দাওয়া করলাম এই মাত্র।

মানুষের জীবন কত অদ্ভুত তাই না? কথায় আছে "আজকে মরলে কালকে দুদিন"সত্যিই তাই, দেখতে দেখতে আজ ১১ দিন হয়ে গেলো। কষ্টটা প্রথম দিন যত ছিলো দিনের সাথে সাথে কষ্টটার সাথেও কেমন যেন বন্ধুত্ব হয়ে উঠেছে।

সকাল থেকে সব কিছু রেডী করতে করতেই ব্রাহ্মণ চলে এলেন, এরপর তিনি নিজের মতো করেই সবটা গুছিয়ে নিতে শুরু করলেন। ঝুনুদিরা সবাই এক এক করে এলো, ওদের সব ভাইরা (কাকার ছেলে) এলো। এরপর ব্রাহ্মণ ওদের দিয়ে কাজ করাতে শুরু করলো। সমস্ত নিয়ম সুন্দর ভাবে এক এক করে করা হলো। আমরাও সেখান বসে সবটা দেখলাম। এই শেষবারের মতো তার প্রতি সবার শ্রদ্ধা জানানোর কথা বললো ব্রাহ্মণ।
IMG20210218141734.jpg

IMG20210218120643.jpg

এরপর নিয়ম অনুযায়ী সবাই যমুনা নদীতে স্নান করতে গেলো, আমারও গেলাম, ওখানে ব্রাহ্মণের কথা মতো ওরা সব নিয়মকাজ করলো। এরপর ফিরে এলাম আমরা, এইদিকে ঝুনুদিদের জন্য ওর মামী খিচুড়ি রান্না করেছিল, বাড়ি ফিরে স্নান করে ওরা আগে খেলা, এরপর আমরাও এক এক করে খেলাম।

IMG20210218143121.jpg

IMG_20210219_175252.jpg

IMG_20210219_175744.jpg

আসলে দিন যতই কঠিন হোক, কেটে যায় ঠিক। আমরাও অভ্যস্থ হয়ে যাই সময়ের সাথে সাথে, আর জীবনে মৃত্যু অনিবার্য, তাই এই রকম দিনের মুখোমুখি আমাদের সকলকে হতেই হবে।

আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!