আমার লেখা কবিতা (ভালোবাসা)

in hive-176627 •  4 years ago  (edited)

PicsArt_05-19-04.10.32.jpg

প্রিয়,
পাঠকগণ,

আশাকরি আপনারা সবাই ভালো আছেন।

আজ একটা ব্যক্তিগত কারনে মনটা খুব খারাপ, এই রকম কারনে মন খারাপ হওয়া বোধহয় এখন অভ্যেস হয়ে গেছে, আজ সত্যিই কিছু ভালোলাগছে না, তাই বেশী কিছু লিখছি না,একটা কবিতা লিখলাম, পড়ে কেমন লাগলো নিশ্চয় জানাবেন।

     ভালোবাসা

ভালোবাসা,মাত্রাহীন,ছন্দহীন একটিমাত্র শব্দ।
চারটি অক্ষরের মধ্যেই যার সীমাবদ্ধতা।।

ভালোবাসা মানে নতুন পাওনার ইঙ্গিত-
যার মাধ্যমে জীবনে বয়ে আসে স্বার্থকতা।।

প্রেম বুঝি বা ভালোবাসারই স্বরূপ,
অভিনয় দিয়ে শুরু হয় যার খেলা।।

গিল্টি সোনার গয়না দিয়ে মোড়া,
হীরের সেটে ঝুটো মুক্তোর মালা।।

ভালোবাসা মানে ঠুনকো কাঁচের বাসন,
এক আঘাতেই সব ভেঙে চুরমার।।

ভাঙ্গা কাঁচের টুকরো, মনে ঝরায় রক্তনদী,
রক্ত আর চোখের জল হয় একাকার।।

ভালবাসা মানে ক্ষুদ্র অনুভূতি,
লজ্জা রাঙা আরক্ত মুখ খানি।।

প্রাণের দোলায় মাতাল করে সেই মুখ,
ছোট্ট শিশুর কাজে যেন মায়ের হাতছানি।।

ভালোবাসা মানে আপন জনকে পাওয়া,
যে জন শুধু তারই পাশে রবে।।

সিসমোগ্রাফের কাঁটা নড়বে না আর,
নিরর্থক সুখটাকে যে নিজেই বিদায় দেবে।।

ভালোবাসা মানে মরুর হাহাকার,
মরীচিকাকে কেবল খুঁজে যাওয়া।

স্বপ্নের মাঝে কাছে পেয়ে যেন হটাৎ,
মিথ্যে সুখে বদ্ধ মাতাল হওয়া।।

ভালোবাসা মানে তীব্র সে এক শক্তি,
বিশ্বাস দিয়ে গড়া থাকে যার ভীত।।

আবেগের বশে সব বিলিয়ে দিয়ে,
শুরু হয় যেন পালা বদলের গীত।।

মায়ামমতা ভালোবাসারই এক রূপ,
বুকের মাঝে আটকানো কোনো ছবি।।

ভালোবাসা মানে ভালোবেসে যাওয়া শুধু
থাকবেনা কোনো প্রতিদানের দাবী।।

IMG-20181024-WA0013(1).jpg

ভালো থাকবেন।শুভরাত্রি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!