পৃথিবীটা এমন একটা জায়গা, যেখানে নিজের জায়গা নিজেকেই করে নিতে হয় । এখানে আপনাকে কেউ এসে নিজের থেকে জায়গা করে দিবে না ,পারলে আপনাকে কিভাবে টপকিয়ে জায়গাটা নিজের করে নিতে হবে সেই চিন্তা নিয়ে সকলে ব্যস্ত। এই সব নিয়ে মন খারাপ করলে চলে না কারণ দিনশেষে এটাই স্বাভাবিক একটা প্রক্রিয়া ।
যেহেতু আপনি মানুষ তাই আপনার শখ থাকবে, আপনার আল্লাদ থাকবে, আপনার মনোবাসনা পূরণ করার চিন্তা থাকবে এটা একদম স্বাভাবিক । আর যেহেতু আপনি পৃথিবীতেই আছেন তাই এই পৃথিবীতে আপনার মত অসংখ্য মানুষ ছড়িয়ে-ছিটিয়ে আছে যাদের শখ ঠিক আপনার মতোই । তাই পৃথিবীটাকে এক কথায় প্রতিযোগিতার একটা কেন্দ্রস্থল বলতে পারেন । তাই এখানে নিজের জায়গা করে টিকে থাকাটা,আসলেই খুব গুরুত্বপূর্ণ ।
এই যে আশেপাশের রোজ কত কিছুইতো দেখেন । এই সব চুটুর পুটুর বিষয় দেখে আপনার মন যদি হালকা হয়ে যায় তাহলে ভাববো পৃথিবীটা আপনার জন্য না ।এই সব কিছুতেই ছোট বড় কিছু সার্কাস আছে ,যেটা আমি আপনি খালি চোখে দেখতে পাই না । সব জায়গা করে নেওয়ার ধান্দা এটাই স্বাভাবিক কারণ সবাই ব্যস্ত নিজের জায়গা করতে । আপনি হয়তো পারছেন না, সে হয়তো পারছে । যাইহোক এই চক্রাকার পৃথিবীতে থাকতে হলে নিজের একটা জায়গা করতে হবে, সেটা যেভাবেই হোক । এটাই দিনশেষে বিশুদ্ধতা পূর্ণ একটা সত্য কথা ।
@shuvo35 একদম সত্যি কথা লিখেছেন। ছবিটাও সুন্দর তুলেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit