বন্ধুরা,
সবাই কেমন আছেন? লেখা শুরু করবার প্রথমেই; যে, সকল সদস্যরা বাংলা বোঝেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাইবো, দয়া করে @helpageindia নিয়মগুলো পালন করবেন।🙏
এই গেলো কাজের কথা, এবার আসি আজকে যে বিষয় নিয়ে আপনাদের মাঝে আসা, তার সম্পর্কে নিজস্ব কিছু মতামত ভাগ করে নি আপনাদের সাথে।
অভিজ্ঞতা এই শব্দটার সাথে কম বেশি সকলেই পরিচিত।
আবার তার পরিভাষা ও ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন।
আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেন, অভিজ্ঞতার পরিভাষা কি?
আমি উত্তরে বলবো:-
জীবনের অনেক খানি পথ পেরোবার পর, সময় এবং পরিস্থিতির মার সহ্য করে;
ভালো মন্দের ভেদাভেদের পার্থক্য বুঝতে গিয়ে, পাওয়া এবং না পাওয়ার হিসেব মিলাতে গিয়ে, নিজের জীবনকে যে পথ ধরে যেতে হয়েছে, তার পরিণতির নাম অভিজ্ঞতা।
এবার, অভিজ্ঞতা সঞ্চয়ের বিষয় নিয়ে কিছু কথা বলতে চাইবো।
অভিজ্ঞতা সঞ্চয়ের প্রক্রিয়া সারাটা জীবন ধরেই চলতে থাকে।
এককথায় বলতে পারি অভিজ্ঞতার আয়ু যতদিন জীবন ততদিন।
সাধারণত ছোটো বেলাতে অনেকেই নিশ্চই একটা কথা শুনে এসেছেন বড়দের মুখে!
বড়ো হলে সব বুঝবে! কি নিশ্চয়ই ছোটবেলাতে আপনারাও একই কথা শুনেছেন নিজের মা, বাবা কিংবা দাদা, দিদি ইত্যাদি সবার কাছে?
মানে যারাই আপনার থেকে বয়সে বড় সবাই একটাই কথা বলেছেন।
জীবনের এই পর্যায় এসে আমি বুঝতে পেরেছি, ছেলেবেলা থেকেই অনেক বাস্তব বিষয় সম্পর্কে সন্তানদের ওয়াকিবহাল করা উচিত, বড়ো হলে বুঝবে এই অপেক্ষায় না রেখে।
যাক যেটা বলছিলাম, অভিজ্ঞতা সঞ্চয়ের বিষয়; সময় হলো আমাদের জীবনের শিক্ষক;
জীবনের অনেক খানি পথ চলেই অভিজ্ঞতা সঞ্চয় করা যায়, সবসময় এমনটা হবে এর কিন্তু কোনো মানে নেই!
আশ্চর্য হলেও বিষয়টি সত্যি কখনো কখনো একটা মুহূর্তই যথেষ্ট হয় জীবনের বেশ কিছু অভিজ্ঞ্তা সঞ্চয়ের জন্য।
কিছুক্ষণ আগেও আপনি যে বিষয় অনভিজ্ঞ ছিলেন দেখা গেলো সময় এবং পরিস্থিতি এক্ মুহূর্তের মধ্যেই আপনাকে সেই বিষয় অভিজ্ঞতা দিয়ে গেলো।
কাজেই যে কথাটা আগেই বললাম, অভিজ্ঞতা সঞ্চয় চলে আমৃত্যু।
তবে একটা কাজ যেটা অনেকেই করেন না, সেটা হল প্রাপ্ত শিক্ষাকে সঠিকভাবে আগামী দিনে কাজে লাগানো।
যেদিন সেটা বেশিরভাগ মানুষ সেটা শিখে যাবেন, সেদিন তাদের কাছে অভিজ্ঞতার পরিভাষাটি আরো স্পষ্ট হয়ে যাবে।
আরো অনেক কিছুই বলার ছিল, তবে আজ এখানেই ইতি টানলাম, আবার একদিন চলে আসবো বাকি অংশ ভাগ করে নিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন।
@sonu98 খুব সুন্দর ভাবে লিখেছেন। সত্যিই ছোটবেলায় কোনোদিন বুঝিনি জীবন আদেও এতো কঠিন, এতো অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে জীবনে চলতে চলতে। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Great thought on experience.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit