বন্ধুরা আজ আমি কলকাতা শহরের প্রতি আমার অনুভূতির কথা আপনাদের জানাবো।
আমি এই শহরেই জন্মেছি এবং বড়ো হয়েছি। কিন্তু এই শহরকে ভালো লাগার এটাই একমাত্র কারণ নয়।
আমি নানা কারণে ভারতের বিভিন্ন জায়গা ঘুরেছি, কিন্তু কলকাতা শহরের মত কোনো জায়গা আমার মন কে সেই ভাবে ছুঁতে পারেনি।
তার পিছনের প্রথম কারণ হলো -
১)আজ ও বহু দরিদ্র বা নিম্ন মধ্যবিত্ত পরিবার অতি অল্প অর্থের বিনিময় কলকাতা শহরে পেট ভরে খেতে পায়।
আমি অনেক শহর ঘুরেছি কিন্তু কলকাতা ই একমাত্র শহর যেখানে আপনি আজ ও খুব অল্প পয়সা পকেটে নিয়ে বেরোলেও না খেয়ে ফিরতে হবে না। কাজেই আমার শহর দরিদ্র সেবা আজ ও করছে।
২) ঐতিহ্যবাহী ট্রাম, আপনি ভারতবর্ষের কোথাও আর দেখতে পাবেন না। যদিও ইংরেজ দের আবিষ্কার কিন্তু আজ ও ওই ট্রাম যখন ট্রামলাইন ধরে এগিয়ে চলে মনটা গর্বে ভরে ওঠে।
৩) হাওড়া ব্রিজ কি আশ্চর্য তাই না , একটা নাটবলটু ব্যাবহার না করে কেমন সুন্দর ভাব তৈরি। কত বছর ধরে কত যানবাহন এই ব্রিজ এর উপর দিয়ে যাতায়াত করছে। কত ঘটনার সাক্ষী হয়ে রয়েছে এই ব্রিজ।
আরো অনেক অনেক ভালোলাগা , ভালোবাসা এই শহর কে জুড়ে আমার রয়েছে সেটা পরের লেখাতে শেয়ার করবো।
ভালো থাকবেন সবাই। প্রতিটা মুহূর্ত আনন্দ করে কাটান।