বন্ধুরা,
কম বেশি ছোটো বেলাতে সবাই লেখাপড়ায় ফাঁকি আমরা দিয়েছি। কেউ হয়তো একটু বেশি আবার কেউ একটু কম; কিন্তু এমন বোধ হয় কেউ বলতে পারবে না যে ছেলেবেলা তে অল্প বিস্তর ফাঁকি কেউ কখনো দেয় নি।
যাক অন্যের কথায় কাজ নেই একদিন এর পড়া ফাঁকির গল্প ভাগ করে নিতেই আজ আপনাদের মাঝে আসা।
তখন আমি বেশ ছোট মা তখন ও আমাদের জীবনে আছেন।
প্রাইমারি তে পড়তাম কাজেই কত ছোটো ছিলাম সেটা আন্দাজ করতে পারবেন নিশ্চই।
যে সময় এর কথা বলছি তখন পাড়ার এক দিদি আমাদের পড়াতে আসত।
মনে প্রাইভেট পড়তাম আমরা দুবোন তার কাছে।
একদিন মা কোনো একটা কাজে মাসীর বাড়িতে গিয়েছিল, সময় এর হিসেব করে যে আমাদের পড়ার ফাঁকেই সে ফিরে আসবে, যাতে দুবোনকে একা থাকতে না হয়। বাবা যথারীতি অফিস এ থাকতেন সেই সময়।
মা আমাদের গৃহ শিক্ষিকা আসার কিছু আগে বেরিয়ে গেছিলেন।
তারপর আমাদের দুবোন এর মাথায় কেনো সঠিক এখন বলতে পারবো না পড়া ফাঁকি দেবার প্রবল ইচ্ছে মাথা চারা দিয়ে উঠেছিল।
হয়তো বয়সের দোষ, জানিনা সঠিক।
দুজন মিলে একটা বুদ্ধির সন্ধান করতে করতে হঠাৎ একটা দুষ্টু বুধি মাথায় খেলে গেলো!
বোনকে বললাম বাইরের গ্রিল এ বাইরে থেকে এমন করে তালা লাগিয়ে দিতে যাতে মনে হয় বাড়িতে কেউ নেই।
সেই সময় তো মোবাইল ফোন ছিল না কাজেই বুদ্ধিটা মাথায় আসাটা স্বাভাবিক ছিল এখন হলে বোধ হয় প্ল্যান টা নির্ঘাত ফেল করতো।
যাই হোক, যেমন কথা তেমনি কাজ। বোন গ্রিলের মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে বাইরে থেকে সুন্দর করে তালা লাগিয়ে দিল।
কিছুক্ষণ বাদে শিক্ষিকা এসে কলিং বেল বাজানো শুরু করলো, আমরা তো অবাক কারণ বাইরে তালা ঝোলানো আছে দেখে ভেবেছিলাম শিক্ষিকা কোনো ঝামেলা না করেই চলে যাবে।
কিন্তু সেটা না করে যে এসে বেল বাজাবে সে কথা তো মাথায় একবারের জন্য আসেনি।
পাশে জ্যাঠামশাই এর বাড়ি কাজেই যদি বেশি শোরগোল করে তাহলে বিপদ বাড়বে ভেবে বোনকে গেট খুলতে পাঠালাম, বললাম বলবি ঘুমিয়ে পড়েছিলাম, মা মাসীর বাড়ীতে গেছে তাই একা ছিলাম বলে গেট লাগিয়ে দিয়েছিলাম।
এতোটাই কাঁচা বুদ্ধি যে এটা মাথায় ছিল না, গেট লাগিয়ে থাকতে হলে বাইরে থেকে কেনো লাগানো থাকবে? সেটা তো ভেতর থেকে লাগানো থাকবে।।যাক পরিকল্পনাটা শিক্ষিকা বুঝে গেছিলেন কিন্তু সৌভাগ্যের বিষয় মা কে জানান নি।
জানলে পিঠের চামড়া গুটিয়ে ছাড়তেন।
যাক একটা বিফল চেষ্টা করে শিক্ষা পেয়েছিলাম, মিথ্যে জীবনের সবচাইতে গর্হিত কাজ।
একটা মিথ্যে ঢাকতে আরো অনেক মিথ্যের আশ্রয় নিতে হয় তার পাশাপাশি একটা ভয় সবসময় কাজ করে যেটা নিজের আত্মবিশ্বাস এর জন্য ক্ষতিকারক তাই আর কখনো এমন কোনো চেষ্টা করিনি।
এই ছিল গল্পটা।
ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন।
নমস্কার।
পড়তে বসলেই ঘুম ধরতো আমার। কতো মাইর এবং বকা খাইছি আম্মুর হাতে । ছোটবেলার ঘটনা গুলো আসলেই অনেক স্মৃতিকাতর। ধন্যবাদ আপনাকে। সুন্দর লিখেছেন ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Amon onk mojar ghotona amr jibonew ase didi. Amr valo legese amr memories ta.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@sonu98😊😊😊 ভালো লাগলো গল্পটা পড়ে,নিজের ছোট্টবেলার দিনগুলো মনে পড়ল নতুন করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালই তো আপনার যদি কোনো মজার গল্প থাকে আমাদের সাথেও সেটা ভাগ করে নিন @sampabiswas
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা ও ছোট বেলায় পড়ায় অনেক রকম ফাঁকি দিয়েছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
He he! 😃 সব ফাঁকিবাজ এর দল আর বেশি কিছু এখানে বললাম না @piudey
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit