কখনো কখনো আপনজনের মঙ্গলের জন্য তাদের কাছে কিছুটা অপ্রিয় হতে হয়।

in hive-176627 •  3 years ago  (edited)

IMG_20210509_164351.jpg

বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশাকরি সবাই এই মহামারীর সময় অযথা বাইরে বেরোচ্ছেন না।
আজ এমন একটি বিষয় নিয়ে নিজের ভাবনা আপনাদের সাথে ভাগ করতে আসা, যেটা অনেকেই জানেন কিন্তু সত্যি বলতে মেনে নিতে সবার ই একটু অসুবিধা হয়।

ধরুন যদি ছোটোবেলা থেকে শুরু করি! তাহলে দেখা যাবে অনেক সময় অনেক কিছু চেয়েও মা, বাবার কাছ থেকে সেটা পেতে বেশ বেগ পেতে হয়েছে, আবার হয়তো কখনো চেয়েও পাওয়া যায় নি।

আজ তার গুরুত্ব বুঝতে পারলেও, সেই মুহূর্তে কিন্তু বেশ খারাপ লাগতো। মনে মনে বেশ রাগ হতো, অনেক সময় অন্য বন্ধুদের মা বাবার সাথে তুলনা করে বুঝতে চেষ্টা করতাম, তারা দিতে পারলে আমার মা এবং বাবা কেনো দেবেন না।

সময় এর সাথে সাথে বড়ো হতে থাকার সময়, জীবন সঙ্গী খোঁজার সময় ও অনেক ক্ষেত্রে একই সমস্যার সন্মুখীন হয়ে হয়েছিল।

এরপর কাজের ক্ষেত্রে, অনেক সময় নিজের অপছন্দ থাকা সত্বেও অনেক কাজ করতে হয়েছে, পেটের স্বার্থে।

IMG_20210501_011016.jpg

সমস্যা এগুলোর থেকেও বড় হয় যখন পরিণত হবার পর ও, কিছু ক্ষেত্রে অনেক কেই বোঝানো কঠিন হয়ে ওঠে, কোনটা তাদের জন্য মঙ্গলের এবং কোনটি অমঙ্গলের।
কারণ নরম মাটিকে আকার দেওয়া যতটা সহজ, মাটি যখন পোড়ানো হয়ে যায় তারপর তার আকার বদলাতে গেলে সেটা ভেঙে যাওয়াটা ই স্বাভাবিক।

আমি সবসময় যে জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি, বা সবার সব কথা একবারেই মেনে নিয়েছি সেটা বললে মিথ্যে বলা হবে।

অনেকেই ভাববেন তাহলে এই জ্ঞানের ঝুলি নিয়ে কেনো হাজির হয়েছি!
তার কারণ নিজে বিষ খেয়ে যে শিক্ষা নিয়েছি, এবং তার ফলাফলে যতটা নিজে ক্ষতিগ্রস্থ হয়েছি; নিশ্চই চাইবো না যারা আমার কাছের মানুষ তারা সেই সমস্যায় পড়ুক।

তাই সেই অভিজ্ঞতার ভিত্তিতেই আজ নিজের মানুষ গুলোর মঙ্গলের জন্য মাঝেমধ্যে কিয়দাংশ তাদের কাছে খারাপ হয়েও তাদের যাতে ক্ষতির সন্মুখীন হতে না হয় সেই চেষ্টায় ব্রতী হয়েছি।

কাজেই অবশেষে এটাই বলবার কখনো কখনো আপনজনের মঙ্গলের জন্য তাদের কাছে কিছুটা অপ্রিয় হতে হয়। সময় তাদের নিশ্চই একদিন বুঝিয়ে দেবেন আমার উদেশ্য তাদের হিত্ এ ছিল, নাকি তাদের বিরুদ্ধে!

IMG20210526130837.jpg

নমস্কার।🙏

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@sonu98 বাহ্ ! দারুণ লিখেছেন।সত্যিই জীবনে আমরা অনেক সময় অনেকের কথা জ্ঞান ভেবে শুনতে চাইনা কিন্তু পরবর্তীতে বুঝতে পারি শুনলে আমাদেরই ভালো হত।একইভাবে আমি যখন অন্যকে কিছু বলি তারাও শুনতে চায়না,সেই মুহূর্তে তাদের বোঝানো সম্ভব হয়না কোনটা ঠিক কোনটা ভুল।কিন্তু আমার বিশ্বাস তারাও আমার মতনই পরে বুঝতে পারে ভালো মন্দের পার্থক্য।

একদম বাস্তব কথা বলেছেন, করা বুঝবে শুনবে যারা বুঝবে না , তারা নিজেদের ফলাফলের জন্য নিজেরা দায়ী থাকবে।@sonu98

Very informative post .Thanks for sharing .