ডেঙ্গু জ্বর
নিজের জীবনের গতিপথ যেনো হারিয়ে ফেলতেছি। আমার মতো বয়সের ছেলেরা নিজের আনন্দ, ইচ্ছা মতো চলতে এবং পড়াশুনা করতে ব্যস্ত। সেখানে আমাকে নানা চিন্তা মাথায় করে চলতে হচ্ছে, করতে হচ্ছে জীবনের সাথে যুদ্ধ। ডুয়েটে এডমিশন দেওয়ার জন্য গাজিপুরে ছিলাম। বাড়ী থেকে গত ১৬ তারিখ কেবই গিয়েছিলাম। যাওয়ার ২ দিন পরই জানতে পারলাম, আমার মা খুবই অসুস্থ৷ মায়ের অসুস্থতার কথা শুনে আর থাকতে পারলাম না৷ সেই দিনই রাতে ট্রেনে ঢাকা থেকে বাড়ি চলে আসলাম। এসে দেখি মাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেছে৷
রাত ৩:৩০ এর দিকে কুষ্টিয়াতে আসছিলাম। পরে আমার আগের মেসে ছোট ভাইয়ের কাছে রাখছিলাম৷ এরপর সকালে হাসপাতালে মায়ের কাছে আসলাম। আমার বড় ভাই মাকে ডাক্তার দেখায়ে হাসপাতালে ভর্তি করেছিল৷ আজ ৭ দিন হয়ে গেল, আমার মা অসুস্থ। আজ চার দিন হলো মায়ের ডেঙ্গু পজিটিভ ধরা পরছে। হাসপাতালেট বেডগুলো যেনো আমাকে ছাড়ে না। একজন ছেড়ে আরেকজন আছেই। কাউকে না কাউকে নিয়ে হাসপাতালে যাওয়া লাগেই। পরিবারের সবাই প্রায় আমরা অসুস্থ। কেউ যেনো সুস্থ না। আল্লাহ তায়ালার কোন পরিক্ষায় আছি বুঝতে পারতেছি না৷ আল্লাহ তায়ালা যেনো এই বিপদে আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। (আমিন).
এখন মাকে নিয়ে হাসপাতালে দৌড়া দৌড়ি করতেছি। আল্লাহ তায়ালা যেনো আমার মাকে তারাতারি সুস্থ হয়ে যান। মায়ের রক্তের CBC রিপোর্টটা একটু খারাপ৷ এটা নিদিষ্ট মাত্রায় উঠাতে পারলেই, মাকে নিয়ে বাড়ী যাওয়া যাবে। আল্লাহ যেনো তারাতারি মাকে সুস্থতা দান করেন। বর্তমান সময়ের বেশির ভাগ মানুষের ডেঙ্গু জ্বরে আক্রান্ত৷ হাসপাতালে মানুষের যেনো ভীর কমানো কষ্ট বেড়েই চলেছে।
সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেনো তাকে তারাতারি সুস্থ করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।
ধন্যবাদ৷
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit