হ্যালো বন্ধুরা। সবাই কেমন আছেন ? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম আরো একটি নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে বৃষ্টির মধ্যে বাজারে যাওয়ার বিষয় নিয়ে আলোচনা করবো। চলুন শুরু করি ----- ---
আজ রোজ রবিবার । আজকে আমাদের এলাকাই সারাদিন ধরেই বৃষ্টি হচ্ছে। গত রাত্রে আমার ঘরের লাইট টা নষ্ট হয়ে গেছে। এজন্য আম্মু রাত্রেই বলেছিল কালকে সকালের দিকে বাজারে গিয়ে লাইট বদলিয়ে নিয়ে আসবি। কিন্তু আমার সকালে বাজারে যাওয়ার কথা মনে ছিল। এমনকি সকালে তেমন একটা বৃষ্টি হচ্ছে ছিল না। কিছু সময় পর পর বৃষ্টি হচ্ছে ছিল। এজন্য দুপুরের গোসল খাওয়া দাওয়া শেষ করে বাজারের উদ্দেশ্য বেব হবো ভাবতেছি। সমস্যা হলো এখন আবার বৃষ্টি পরা শুরু হয়েছে। এর পরে কিছু সময় বসে থাকার পরে একটু বৃষ্টি কমলো। এর পরে আমি আমাদের মোড় থেকে অটো ভ্যান করে বাজারের উদ্দেশ্য রওনা দিলাম।
অটো ভ্যান এ করে কিছু সময় আসার পর আবারও বৃষ্টি নেমে পড়লো। বৃষ্টি টা মূলত হচ্ছে নিন্ম চাপ টাইপের। এভাবেই বাজারে চলে আসলাম। বাজারে আসার পর প্রথমে চলে আসলাম দোকানে যেখান থেকে লাইট কিনেছিলাম। ওখান থেকে লাইট পরিবর্তন করে নিলাম। বাজারে আসার আম্মু আরো একটু কাজ করতে বলেছিল। আম্মু বলেছিল বাজার কিছু বাজার ও করে নিয়ে আসবি। এরার ছাতি মাথাই দিয়ে পায়ে হেটেই বাজার মধ্যে ডুকলাম বাজার করতে। আজকে আমাদের বাজারে ছিল হাটের দিন। বৃষ্টি জন্য বাজারে তেমন একটা লোক জনের আনাগনা নেই। আমার বাজার করা শেষ করার পর সিদ্ধান্ত নিলাম। এবার আর অটো ভ্যান করে আসবো না কারণ হলো ভ্যান করে বাজারে আসার সময় অনেক টাই ভিজে গিয়েছি। এরপর সুন্দর ভাবে পায়ে হেটে বাসার উদ্দেশ্য রওনা দিলাম। বৃষ্টির মধ্যে হাটতে অনেক ভালো লাগছিল। আজকের মতো এখানেই শেষ করলাম।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আরো একটি নতুন পোষ্ট নিয়ে।
ধন্যবাদ 😍💖😍💖💖
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit