ঈদ ঊল ফিতর ২০২১
১৫ই মে ২০২১
আমার প্রিয় স্টিমিয়ান
সবাইকেই জানাই পবিত্র ঈদ ঊল ফিতরের শুভেচ্ছা।
কেমন আছেন সবাই??
আশা করি সবাই ভাল আছেন।
আমি @adz-labib আছি আপনাদের সাথে।
আজ আমি আমার এবারের ঈদ ঊল ফিতরের সেলিব্রেশন আপনাদের সাথে শেয়ার করব।
তবে চলুন আমার সাথে।
- নামাজের পূর্বে কলেজ মাঠে দাঁড়িয়ে সেলফি টা নিয়েছি আমি। সাথে বন্ধুসুলভ ভাতিজা শাকিল এবং @auntor95
- ঈদের নামাজ আদায় করেছি গফরগাঁও এর সবচেয়ে বড় মসজিদ তথা মারকাজ মসজিদে। সকাল ৯:০০ টায় এখানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নামাজের পূর্বেকার এই সেলফি টি নিয়েছে বন্ধু @auntor95
- ছবিতে দাঁড়িয়ে আছি আমি এবং আমার খুব কাছের বন্ধুরা। ঈদের নামাজের পর গফরগাঁও সরকারি কলেজের সামনে রাস্তায় তুলা এই ছবিটি। সাথে ছিল বাল্যবন্ধু এবং স্টিমিট ফ্রেন্ড @auntor95
- প্রিয় বন্ধু আলিফ আল আশিক এর সাথে দেখা হয় গফরগাঁও এর আলতাফ হোসেল গোলন্দাজ সেতুর উপর। দুপুরের পরে বেশ কিছুক্ষণ সময় কাটে তার সাথে।
- সেখান থেকে ফেরার পথে সেতুর উপর দেখা হয়ে যায় কয়েকজন কাছের বন্ধুর সাথে। তারপর তাদের সাথে কিছুক্ষণ সময় কাটানো এবং ঈদ শুভেচ্ছা বিনিময়।
- বাসায় ফিরে অংশ নেই পারিবারিক ফটোসেশনে। সাথে প্রিয় সহধর্মিণী এবং কলিজার ছোট ভাই @nh-shanto.
- আমার পরিবারের নতুন সদস্য, আমার কলিজার টুকরা, আমার মেয়ে আফরা সোনামণি। সেও এবার তার প্রথম ঈদ সেলিব্রেশন করেছে। এবারের ঈদে আমার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে সেরা উপহার।
- বিকেল বেলা কলাপাতা ফুড ব্যালীতে আমি এবং আমার সহধর্মিণী ফারহানা জামান।
- প্রচন্ড গরমে পাঞ্জাবী রেখে টিশার্ট পরে কাটিয়েছি বিকাল বেলা।
- ঈদের দিন দুপরের আড্ডার পর শাকিল এবং @auntor95 এর সাথে। ব্রক্ষপুত্র নদীর পারে।
- ঈদের দিন রাতে অংশ নেই প্রিয় ছোট ভাই খান সানির জন্মদিন অনুষ্ঠানে। আমি ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিল কাছের কয়েকজন বড় ভাই এবং বন্ধুরা
এটাই ছিল সংক্ষেপে আমার এবারের ঈদ সেলিব্রেশন। যদিও অনেক কিছু স্কিপ করেছি। যেমন পারিবারিক অনুষ্ঠান খাওয়া দাওয়া।
কিন্তু ইন্ড অফ দ্যা ডে এবারের ঈদ টা অনেকটাই আমার জন্য ছিল স্পেশাল।
ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ব্লগ টি পড়ার জন্য। আশা করি আমার ব্লগ টি আপনাদের ভাল লেগেছে।
CC : @art-bangladesh
@around-theworld
♥ Thank to all of you ♥
@adz-labib