Contest opened for All: Share your First Best Project You Are Likely To Embark On If Steem Lives Well With You & The Reason Of Your Selection

in hive-177276 •  4 years ago 

Assalamu alaikum

Many many thanks to the Around the World community, and the moderator of this committee @oppongk for giving such a beautiful contest. I am joining the contest, I hope you like it. Request to read the post.

  • I'm going to share today, my favorite Dream land, Dream House, Dream Car, and favorite shop,🤗😇

Let's start with my dream land👇

images (57).jpegsource

মেঘ রাজ্য সাজেক ভ্যালি

  • আমার দেশ বাংলাদেশ, আসলেই অনেক সুন্দর একটি দেশ, যেদিকে তাকাই মন জুড়িয়ে যায়। কারণ এখানে সবুজে ঘেরা বাংলাদেশ। আর এই জায়গাটা হল, বাংলাদেশের একটা অন্যতম, জেলা রাঙ্গামাটি তে অবস্থিত। আমার অনেক পছন্দের একটি জায়গা। এইটা কে বলা হয় মেঘেরদেশ। একবার গিয়েছি তখন অনেক ছোট ছিলাম। ইনশাআল্লাহ সামনে যাওয়ার চেষ্টা করব। তখন সাজেক ভ্যালি রিভিউ দেওয়ার চেষ্টা করব। এখন এইটা আমাদের দেশে অনেক উন্নত মানের জায়গা করে তুলেছে, এখানে দেশ বিদেশ থেকে লোকজন ভ্রমণ করতে আসেন। আর এটির মূল নাম মেঘ রাজ্য সাজেক ভ্যালি বলেই সবাই জানে।

☺️ my dream house👇

images (60).jpegsource

লাইটিং বাড়ি

  • এটা হল আমার পছন্দের একটি বাড়ি। আমি একদিন অনেক টাকা ইনকাম করব। এবং এমন সুন্দর করে লাইটিং করে একটি বাড়ি তৈরি করব। আমার স্বপ্নের বাড়িটি হবে এমন। যা দেখলে সবার তাক লেগে যাবে। আমার অনেক স্বপ্ন এইটা, সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এমন সুন্দর করে একটি বাড়ি তৈরি করতে পারি। এমন সিম্পল একটি বাড়ি থাকবে আমার, সামনে থাকবে একটি সুইমিং পুল, যেখানে গোসল করা যাবে এবং সাঁতার কাটা যায়, যাতে শরীর মন দুটোই সুস্থ থাকে। রাতে বাড়িতে লাইট জ্বলবে, যেন এটি দেখতে আরো আকর্ষণীয় হয়ে ওঠে।

☺️ my dream car 🚗

images (61).jpeg source

☺️ my dream Car Lamborghini 🚗

  • আমার শখের গাড়ির মধ্যে Lamborghini car সবচেয়ে পছন্দের। এই গাড়িটা আমি একদিন ক্রয় করব। এটার লুকিং আমার কাছে অনেক ভালো লাগে। এটাই আমার পছন্দের গাড়ি। 🖤 আসলে লাম্বারগিন্নী গাড়িতে চড়তে মজা লাগে, এবং যে দেখবে তার একবার এই পছন্দ হয়ে যাবে। যখন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় তখন সবাই তাকায় তাকায় দেখবে। এই জন্যই এই আমার গাড়িটি সবচেয়ে পছন্দের।

☺️ my dream shop

images (62).jpegsource

যমুনা ফিউচার পার্ক শপিং মল

  • আমার সবচেয়ে বড় শখের শপিং মলের মধ্যে যমুনা ফিউচার পার্ক অনেক পছন্দের আমার। আমার অনেক ইচ্ছা আমি বড় হয়ে এমন একটা শপিং মল তৈরি করে দিব। যে শপিং মল কে এক নামে সবাই চিন্তা করেন আমার বাংলাদেশ। এখানে অবশ্য অনেক পরিশ্রমের ব্যাপার, কিন্তু একদিন না একদিন করব এমন একটা শপিং মল। যমুনা ফিউচার পার্ক শপিং মল আমার অনেক পছন্দের একটি জায়গা, এখানে প্রতিদিন বিশাল অ্যামাউন্টের একটা বিজনেস হয়। আমিও একদিন করব এমন শপিং মল, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ একদিন সফলতা আনবো।

thank you for reading my post 😍

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Your writings were very beautiful. I pray that your dreams come true

Thank you.