The diary game season 3 || 10-05-2021 || betterlife

in hive-177276 •  4 years ago 

IMG20190725134536.jpg

আমি আমার বন্ধু দুজন মিলে ঘুরতে যাচ্ছি,আমার বন্ধুর নাম হচ্ছে জাহিদ, আমার অনেক ভালো একজন বন্ধু । দুজনে ঘুরতে যাওয়ার ইচ্ছে হলো। তাই দুই জন বের হয়ে পড়লাম,রিক্সা নিয়ে।সে আমার অনেক ভালো একজন বন্ধু।তাই একটা পার্কে এর দিকে চলে গেলাম ঘুরাঘুরি করার জন্য ।

IMG20190725134737.jpg

এরপর আরও কয়েকজন বন্ধুকে ফোন দিয়ে ডেকে নিলাম। বন্ধু ছাড়া আনন্দ করা যায় না। যখন কয়েকজন বন্ধু একত্রে হই , তখন মনে হয় সবচেয়ে আনন্দের মূহুর্ত পার করছি ।
IMG20190727154418.jpg

পার্কে গিয়ে আমরা সুইমিং পুলে কিছু সময় পার করলাম। অনেক দিন পরে কিছু সুন্দর মূহুর্ত উপভোগ করলাম। বন্ধু দের সঙ্গে এমন আনন্দ করতে সত্যি অনেক ভলো লাগে। এই আনন্দ গুলোই রয়ে যাবে, চলে যাবে সময় গুলো।
IMG_6383.JPG

IMG_6382.JPG

IMG_6390.JPG

সুইমিং পুলে কিছু সময় পার করার পর, পার্কের বিভিন্ন দিকে ঘুরে ঘুরে কিছু সময় পার করলাম। এবং পার্কের মধ্যে কিছু পশু পাখি দেখলাম। এবং কয়েকটি চমৎকার ছবি তোলার চেষ্টা করলাম, যা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আশাকরি পোস্টটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ।

পোস্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর ছিল

ধন্যবাদ

পোস্টটি অনেক সুন্দর করে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার পোস্টে বানরের ছবি গুলো অনেক চমৎকার লাগছে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।