এটা আমাদের গ্রামের মাঠের একটা দৃশ্য। একজন কৃষক ভুট্টার গাছ কাটছিল। এই ছবিটি গতকাল বিকেলে তোলা হয়েছিল।
একজন কৃষক উনার আবাদি জমিতে পানি সেচ দেওয়ার কাজ করছেন। একজন কৃষক কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে সে এখন মাঠের পাশে দাঁড়িয়ে বিশ্রাম করছে।
দুজন কৃষক তার খেতে কোদাল দিয়ে লাইন তৈরি করতেছে। দাদারা ফসল উৎপাদনের জন্য এগুলো করে থাকে।
এখন গ্রীষ্মকাল চলছে এখানে দেখতে পাচ্ছেন , নতুন কাঁঠাল এর মুকুল এসেছে সাথে কিছু কাটানো বড় বড় হয়ে গেছে, কাঁঠাল আমাদের বাংলাদেশ জাতীয় ফল।
এখানে 4/5 জন লেবার একত্রে ভুট্টা বস্তা তে লোড করে গাড়িতে রাখছেন।
ফলটি দেখতে অনেক সুন্দর ফুলটি দেখে আমার মন কেড়ে নিয়েছে, এটি আসলে দেখার মত একটি ফুল আমার অনেক ভালো লাগে, আসলে ফলটির নামটা আমি জানিনা সঠিক, ফুলটি অনেক মায়াবী।
কয়েকটি টিয়া পাখি খাঁচার মধ্যে বন্দী আছে, তারা অনেক সুন্দর দেখতে, এগুলা আমার পোষা পাখি, নাম কাকলি কোহলি,এটা আবার সবার নাম ধরে ডাকতে পারে এবং সবার সাথে কথা বলে বাসায় মেহমান আসলে বলে মেহমান এসেছে মেহমান এসেছে,
এখানে একজন শ্রমিক ফার্নিচার এর কাজ করতেছেন, তিনি দরজার তৈরীর কাজ করতেছেন, এটা আমাদের গ্রামের পাশের দোকানের দৃশ্য।
একজন খাটের রং মিস্ত্রি, তিনি খাটের রং করা নিয়োজিত আছেন।
একজন ভ্যান চালক, তিনি কিছু কাঠ তুলছেন তার ভ্যান গাড়িতে তার মালিকের বাড়ি নিয়ে যাওয়ার জন্য।
The pictures in your village have been so beautiful, especially the picture number 3 is working very hard
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
You use the #myvillage10pics tag. You used the wrong tag.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit