My town 10 pics || Terail ||Date:30/05/2021

in hive-177276 •  4 years ago 

20210416_171240.jpg
এখানে একজন মাছ বিক্রয় করছে। এখানে তিন প্রকার মাছ বিক্রয় করছে ১ সিলভার মাছ ২ রুই মাছ ৩ পুনা মাছ এই মাছ এর দুকান থেকে আমি সিলভার মাছ নিলাম

20210416_165803.jpg
এটা আমাদের এলাকার সবজি বাজারের একটা দৃশ্য। এখানে সবসময়ই টাটকা সবজি গুলো পাওয়া যায়। এখানে রয়েছে শসা, পটল, ঢেঁড়স ইত্যাদি।

20210510_114221.jpg
এখানে লেবুর শরবত বিক্রয় করছে। গরম এর জন্য লেবু শরবত অনেক ভাল। লেবুর শরবত খেতে অনেক ভালো লাগে
20210518_155603.jpg
এলাকার বাজারে আজকে বাজার করতে গিয়েছিলাম পরে দেখতে পেলাম অনেক ভাল দই বিক্রয় করছে। পরে বাসার জন্য এক মালা দই কিনলাম
20210510_113935.jpg
বাজার থেকে আমার খুব প্রিয় একটা সুন্দর খাবার জিলাপি কিনেছি। এই জিলাপি খেতে অনেক মজা এই জিলাপি বাজার থেকে কিনেছি

20210503_124150.jpg
আমাদের বাজারের একটা দৃশ্য এখানে আপনারা জে ফল টি দেখতে পাচ্ছেন এই ফল টির নাম আনারস। এই আনারস ফল টি অনেক ভাল লাগে খেতে
20210503_124007.jpg
বাজার থেকে আমার জন্য আজকে খেজুর কিনলাম। আমার খেজুর খেতে অনেক ভালো লাগে । এই খেজুর আমাদের দেশে অনেক প্রিয়। খেজুর শরিরের জন্য খুব উপকারী
20210430_165140.jpg
এটা একটি পেয়ারার দুকান এই দোকানে অনেক ভাল মানের পেয়ারা পাওয়া যায়। পেয়ারা ফল অনেক ভাল
20210430_165103.jpg
বাজার থেকে আমার জন্য আজকে লিচু কিনেছি এখন আমাদের দেশে লিচু এর সময়। এই দোকানে অনেক ভাল লিচু বিক্রয় করছে
20210416_170244.jpg
এখানে একজন সবজি বিক্রয় করছে। এই দোকানে থেকে আমি পটল আর টমেটা কিনলাম এই দোকানে অনেক ভাল সবজি পাওয়া যায়

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পরিবেশনটি খুবই সুন্দর ছিল আমি মুগ্ধ হয়েছি আপনার কাজ দেখে দোয়া করে সামনে যেন ভালো কিছু করেন এবং পোস্টটি অনেক সুন্দর হয়েছে